শাসন এবং শাসনকারীর বিধান ও এর নির্ধারিত সীমা
শাসন এবং শাসনকারীর বিধান >> বুলুগুল মারাম এর মুল সুচিপত্র দেখুন
অধ্যায় – ৫ঃ শাসন এবং শাসনকারীর বিধান
পরিচ্ছেদ ০১. শাসন করা বৈধ এবং এর নির্ধারিত সীমা
পরিচ্ছেদ ০২. আল্লাহর হাদ্দ ব্যতিরেকে সম্মানী ব্যক্তিদের ভুল ত্রুটি ক্ষমা করা
পরিচ্ছেদ ০৩. তাযীযের কারণে মৃত্যুবরণকারীদের বিধান
পরিচ্ছেদ ০৪. সম্পদ রক্ষার্থে নিহত হওয়া ব্যক্তি প্রসঙ্গে
পরিচ্ছেদ ০৫. ফিতনা দেখা দিলে মুসলমানদের করণীয়
পরিচ্ছেদ ০১. শাসন করা বৈধ এবং এর নির্ধারিত সীমা
১২৫৩. আবু বুর্দা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি রসূলুল্লাহ [সাঃআঃ] কে বলিতে শুনেছেন, আল্লাহ্র নির্দিষ্ট হদসমূহের কোন হদ ছাড়া অন্য ক্ষেত্রে দশ বেত্রাঘাতের বেশি দণ্ড দেয়া যাবে না। {১৩৫৯}
{১৩৫৯} বোখারী ৬৮৪৯, ৬৮৫০, মুসলিম ১৭০৮, তিরমিজি ১৪৬৩, আবু দাঊদ ৪৪৯১, ইবনি মাজাহ ২৬০১, আহম্মদ ১৫৪০৫, ১৬০৫১, দারিমী ২৩১৪। শাসনকারীর বিধান হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
পরিচ্ছেদ ০২. আল্লাহর হাদ্দ ব্যতিরেকে সম্মানী ব্যক্তিদের ভুল ত্রুটি ক্ষমা করা
১২৫৪. আয়িশা [রাদি.] হইতে বর্ণীতঃ
নাবী [সাঃআঃ] বলেনঃ সম্মানী ব্যক্তিদের ভুল-ত্রুটি ক্ষমা করিবে। তবে আল্লাহর নির্ধারিত হদ্দ ব্যতীত। {১৩৬০}
{১৩৬০} আবু দঊদ ৪৩৭৫, আহম্মদ ২৪৯৪৬।আলবানি হাদিসটিকে সহিহ বলেছেন, তাহকিক আবু দাউদ. শাসনকারীর বিধান হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
পরিচ্ছেদ ০৩. তাযীযের কারণে মৃত্যুবরণকারীদের বিধান
১২৫৫. আলী ইব্নু আবু ত্বলিব [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি কাউকে শরীয়তের দণ্ড দেয়ার সময় সে তাতে মরে গেলে আমার দুঃখ হয় না। কিন্তু মদ পানকারী ছাড়া। সে মারা গেলে আমি জরিমানা দিয়ে থাকি। {১৩৬১}
{১৩৬১} বোখারী ৬৭৭৮, মুসলিম ১৭০৭, আবু দাঊদ ৪৪৮৬, ইবনি মাজাহ ২৫৬৯, আহম্মদ ১০২৭, ১০৮৭। শাসনকারীর বিধান হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
পরিচ্ছেদ ০৪. সম্পদ রক্ষার্থে নিহত হওয়া ব্যক্তি প্রসঙ্গে
১২৫৬. সাঈদ উবনু যাইদ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেনঃ রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদের দরজা লাভ করে। {১৩৬২}
{১৩৬২} আবু দাঊদ ৪৭৭২, তিরমিজি ১৪১৮, ১৪২১, নাসাঈ ৪০৯০, ৪০৯১, ৪০৯৪, ইবনি মাজাহ ২৫৮০, আহম্মদ ১৬৩১, ১৬৩৬। শাসন কারীর বিধান হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
পরিচ্ছেদ ০৫. ফিতনা দেখা দিলে মুসলমানদের করণীয়
১২৫৭. আবদুল্লাহ ইবনি খাব্বাব [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেনঃ আমি রসূলুল্লাহ [সাঃআঃ] কে বলিতে শুনিয়াছি, সমাজে ফিতনা দেখা দিলে, হে আল্লাহর বান্দা তুমি তাতে হত্যাকারী না হয়ে নিহত হও। {১৩৬৩}
{১৩৬৩} ঈমাম সনআনী সুবুলস সালাম [৪/৫৯] গ্রন্থে বলেন, এর হাদিসটির অনেক সনদ রয়েছে। প্রতিটি সনদেই একজন রাবীর নাম উল্লেখ নেই। শাইখ আলবানী তাহাঁর ইরওয়াউল গালীল [৮/১০৩] গ্রন্থে বলেন, এর প্রতিটি বর্ণনাকারী বিশ্বস্ত যে রাবীর নাম উল্লেখ নেই তিনি ব্যতীত। এর শাহেদ রয়েছে। হুযাইফা ইবনিল ইয়ামান থেকেও অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে। সে সম্পর্কে ইবনি হাজার আসকালানী তাহাঁর আত তালখীসুল হাবীর [৪/১৪০৯] গ্রন্থে বলেন, হুযাইফা হইতে বর্ণীত হওয়ার কোন ভিত্তি নেই। শাসন কারীর বিধান হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১২৫৮. ঈমাম আহম্মদ হইতে বর্ণীতঃ
অনুরূপ হাদিস খালিদ ইবনি উরফুতাহ [রাদি.] হতে বর্ণনা করিয়াছেন।
শাসনকারীর বিধান হাদিসের তাহকিকঃ হাসান হাদিস
Leave a Reply