শামায়েলে তিরমিযী বাংলা – রসূলুল্লাহ [সাঃ] এর জুতা

শামায়েলে তিরমিযী বাংলা – রসূলুল্লাহ [সাঃ] এর জুতা

শামায়েলে তিরমিযী বাংলা , এই অধ্যায়ে হাদীস ১০ টি ( ৫৯-৬৮ পর্যন্ত )<< শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন 

অধ্যায়-১১ঃ রাসূলুল্লাহ (সাঃআঃ)) এর জুতা

পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) এর প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল

২।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) এর প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল
৩।পরিচ্ছদঃ তাহাঁর জুতা ছিল চামড়ার
৪।পরিচ্ছদঃ তিনি এসব জুতা পরে ওযু করিতেন
৫।পরিচ্ছদঃ তাহাঁর জুতার ফিতা দুটি ছিল চামড়ার
৬।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) তালিযুক্ত জুতাও পরিধান করিতেন
৭।পরিচ্ছদঃ তিনি এক পায়ে জুতা পরিধান করিতে নিষেধ করিয়াছেন
৮।পরিচ্ছদঃ জুতা পরিধান করা এবং খোলার ব্যাপারে রসূলুল্লাহ (সাঃআঃ) এর দিক নিদের্শনা
৯।পরিচ্ছদঃ রাসুলুল্লাহ (সাঃআঃ) ডান দিক থেকে জুতা পরিধান করিতেন
১০।পরিচ্ছদঃ আবু বকর ও উমার [রাদি.] ও রসূলুল্লাহ (সাঃআঃ) এর ন্যায় জুতা ব্যবহার করিতেন

৫৯. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] এর প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল। {৬১}

{১} ইবনি মাজাহ, হাদিস নং/৩৬১৪; শারহুস সুন্নাহ, হাদিস নং/৩১৫৪ ৷ শামায়েলে তিরমিযী বাংলা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৩।পরিচ্ছদঃ তাহাঁর জুতা ছিল চামড়ার

৬০. ঈসা ইবনি তাহমান [রহঃ] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আনাস ইবনি মালিক [রাদি.] আমাদের সম্মুখে দুটি লোমশূণ্য জুতা নিয়ে আসেন। আর ঐ দুটিতে দুটি করে চামড়ার ফিতা ছিল। তিনি [আহম্মদ] বলেন, পরে সাবিত [রহঃ] আমাকে আনাস [রাদি.] হতে হাদিস শোনান যে, সে জুতা দুটি ছিল রসূলুল্লাহ [সাঃআঃ] এর। {৬২}

ব্যাখ্যা ঃ সে সময়ে আরবে পশমসহ চামড়া দ্বারা জুতা বানানের রীতি ছিল এবং এ ধরনের জুতা পরিধানের রীতি ছিল। এজন্য বর্ণনাকারী স্পষ্ট করে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ [সাঃআঃ] এর জুতা পশমবিহীন ছিল। {১} সহিহ বোখারী, হাদিস নং/৩১২৭। শামায়েলে তিরমিযী বাংলা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৪।পরিচ্ছদঃ তিনি এসব জুতা পরে ওযু করিতেন

৬১. উবাইদ ইবনি জুরাইজ [রহঃ] হইতে বর্ণীতঃ

তিনি ইবনি উমর [রাদি.]-কে বলিলেন, আমি আপনাকে লোমশূণ্য জুতা পরিধান করিতে দেখেছি। অতঃপর তিনি বলিলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] কে এমন জুতা পরিধান করিতে দেখেছি যাতে কোন লোম ছিল না। আর তিনি সেই জুতা পরিধান করে অজু ও করিয়াছেন। তাই আমি লোমশূণ্য জুতা অধিক ভালোবাসি। {৬৩}

{৬৩} ইবনি মাজাহ, হাদিস নং/৩৬১৪; শারহুস সুন্নাহ, হাদিস নং/৩১৫৪; সহিহ বোখারী, হাদিস নং/৩১২৭ শামায়েলে তিরমিজি বাংলা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৫।পরিচ্ছদঃ তাহাঁর জুতার ফিতা দুটি ছিল চামড়ার

৬২. আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] এর জুতায় দুটি করে চামড়ার ফিতা ছিল। {৬৪}

{৬৪} মুজামুল সগীর, হাদিস নং/২৫৪। শামায়েলে তিরমিজি বাংলা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৬।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) তালিযুক্ত জুতাও পরিধান করিতেন

৬৩. আমর ইবনি হুরায়ছ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] -কে তালিযুক্ত জুতা পরিধান করে সালাত আদায় করিতে দেখেছি। {৬৫}

{৬৫}সুনানে কুবরা লিন নাসাঈ, হাদিস নং/৯৭১৭; মুসনাদে আবু ইয়ালা, হাদিস নং/১৪৬৫। শামায়েলে তিরমিযী বাংলা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

.৭।পরিচ্ছদঃ তিনি এক পায়ে জুতা পরিধান করিতে নিষেধ করিয়াছেন

৬৪. আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে না হাটে। হয়তো দুপায়ে জুতা পরিধান করিবে কিংবা খালি পায়ে হাটবে। {৬৬}

{৬৬} মুয়াত্তা মালেক, হাদিস নং/১৬৩৩; সহিহ বোখারী, হাদিস নং/ ৫৮৫৬। শামায়েলে তিরমিযী বাংলা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৬৫. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নাবী [সাঃআঃ] ৰাম হাতে খেতে এবং এক পায়ে জুতা পরিধান করিতে নিষেধ করিয়াছেন। {৬৭}

{৬৭} সহিহ মুসলিম, হাদিস নং/৫৬২০; মুসনাদে আহম্মদ, হাদিস নং/১৪১৫৩; সুনানুল কুবরা লিল বায়হাকী, হাদিস নং/৩৩৩২। শামায়েলে তিরমিযী বাংলা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৮।পরিচ্ছদঃ জুতা পরিধান করা এবং খোলার ব্যাপারে রসূলুল্লাহ (সাঃআঃ) এর দিক নিদের্শনা

৬৬. আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ

নাবী [সাঃআঃ] ইরশাদ করিয়াছেন, যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ করে। কিন্তু খোলার সময় যেন বাম দিক হতে আরম্ভ করে। আর তাই জুতা পরিধানে ডান পা প্রথমে দেবে এবং খোলার সময় বাম পা হতে প্রথমে জুতা খোলবে। {৬৮}

{৬৮} মুয়াত্তা মালেক, হাদিস নং/১৬৩৪; সহিহ বোখারী, হাদিস নং/৫৮৫৫; সহিহ বোখারী, হা /১০০০৪। শামায়েলে তিরমিযী বাংলা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৯।পরিচ্ছদঃ রাসুলুল্লাহ (সাঃআঃ) ডান দিক থেকে জুতা পরিধান করিতেন

৬৭. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃ] তার কেশ বিন্যাস করা, জুতা পরিধান করা ও পবিত্রতা অর্জনের ব্যাপারে ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করিতেন। {৬৯}

{৬৯} সহিহ বোখারী, হাদিস নং/৪২৬; সুনানে নাসাঈ, হাদিস নং/৪২১; মুসনাদে আহম্মদ, হাদিস নং/২৪৬৭১; ইবনি হিব্বান, হাদিস নং/১০৯১। শামায়েলে তিরমিযী বাংলা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১০।পরিচ্ছদঃ আবু বকর ও উমার [রাদি.] ও রসূলুল্লাহ (সাঃআঃ) এর ন্যায় জুতা ব্যবহার করিতেন

৬৮. আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ), আবু বকর [রাদি.] ও উমার [রাদি.] প্রমুখের জুতায় দুটি করে ফিতা ছিল। উসমান [রাদি.]-ই সর্বপ্রথম এক ফিতাবিশিষ্ট জুতা পরিধান করেন।{৭০}

{৭০} মুজামুল কাবীর, হাদিস নং/১২৮। শামায়েলে তিরমিযী বাংলা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

Comments

One response to “শামায়েলে তিরমিযী বাংলা – রসূলুল্লাহ [সাঃ] এর জুতা”

Leave a Reply