শাওওয়াল মাসে বিবাহ করা বা বিবাহ দেয়া মুস্তাহাব ..

শাওওয়াল মাসে বিবাহ করা বা বিবাহ দেয়া মুস্তাহাব

শাওওয়াল মাসে বিবাহ করা বা বিবাহ দেয়া মুস্তাহাব >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

১১. অধ্যায়ঃ শাওওয়াল মাসে বিবাহ করা বা বিবাহ দেয়া মুস্তাহাব এবং এ মাসে স্ত্রীর সাথে মিলনও মুস্তাহাব

৩৩৭৪. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] আমাকে শাওওয়াল মাসে বিবাহ করেন এবং শাওওয়াল মাসে আমার সাথে প্রথম মিলিত হন। রসূলুল্লাহ [সাঃআঃ]-এর কোন্ স্ত্রী তাহাঁর নিকট আমার চাইতে অধিক সম্ভোগ্য ছিলেন? আয়িশা [রাদি.] তাহাঁর বংশের মেয়েদের শাওওয়াল মাসে বাসর ঘরে পাঠানো উত্তম মনে করিতেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩৪৮, ইসলামিক সেন্টার- ৩৩৪৭]

৩৩৭৫. সুফ্ইয়ান [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এ সূত্রে আয়িশা [রাদি.]-এর কর্মপন্থা উল্লেখিত হয়নি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩৪৯, ইসলামিক সেন্টার- ৩৩৪৮]


Posted

in

by

Comments

One response to “শাওওয়াল মাসে বিবাহ করা বা বিবাহ দেয়া মুস্তাহাব ..”

Leave a Reply