শরীয়তের শাস্তি
পর্বঃ ৮৬, শরীয়তের শাস্তি, অধ্যায়ঃ (১-৪৭)=৪৮টি
যিনা, মদ্য, গুনাহ, ধর্মত্যাগী বিদ্রোহী ও চুরির শাস্তি
৮৬/১. অধ্যায়ঃ যিনা ও মদ্য পান।
৮৬/২. অধ্যায়ঃ মদ্যপায়ীকে প্রহার করা সম্পর্কিত।
৮৬/৩. অধ্যায়ঃ ঘরের ভিতরে শরীয়াতের শাস্তি দেয়ার হুকুম সম্পর্কিত।
৮৬/৪. অধ্যায়ঃ গাছের ডাল এবং জুতা দিয়ে মারার বর্ণনা।
৮৬/৫. অধ্যায়ঃ মদ্যপায়ীকে লানত করা মাকরূহ এবং সে মুসলিম থেকে খারিজ নয়
৮৬/৬. অধ্যায়ঃ চোর যখন চুরি করে।
৮৬/৭. অধ্যায়ঃ চোরের নাম উল্লেখ না করে তার উপর লানত করা।
৮৬/৮. অধ্যায়ঃ হুদুদ (শরীয়াতের শাস্তি) (গুনাহ্র) কাফ্ফারা হয়ে যায়।
৮৬/৯. অধ্যায়ঃ শরীয়াতের শাস্তি বা হক ব্যতীত মুমিনের পিঠ সংরক্ষিত।
৮৬/১০. অধ্যায়ঃ শরীয়াতের হদ কায়িম করা এবং আল্লাহর নিষিদ্ধ কাজে (কেউ লিপ্ত হলে তার বিরুদ্ধে) প্রতিশোধ নেয়া।
৮৬/১১. অধ্যায়ঃ উচ্চ-নীচ সকলের বেলায় শরীয়াতের শাস্তি কায়িম করা।
৮৬/১২. অধ্যায়ঃ বাদশাহ্র নিকট যখন মামলা পেশ করা হয় তখন শারীআতের শাস্তি দেয়ার বেলায় সুপারিশ করা অনুচিত।
৮৬/১৩. অধ্যায়ঃ আল্লাহর বাণীঃ পুরুষ কিংবা নারী চুরি করলে তাদের হাত কেটে দাও- (সুরা আল-মায়িদাহ ৫/৩৮)। কী পরিমাণ মাল চুরি করলে হাত কাটা যাবে। আলী (রাদি.) কব্জি পর্যন্ত কেটেছিলেন। আর ক্বাতাদাহ (রাদি.) এক মহিলা সম্পর্কে বলেছেন যে চুরি করেছিল, এতে তার বাম হাত কাটা হয়েছিল। এ ব্যতীত আর কোন শাস্তি দেয়া হয়নি।
৮৬/১৪. অধ্যায়ঃ চোরের তাওবাহ।
৮৬/১৫. অধ্যায়ঃ কাফির ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ, আল্লাহর বাণীঃ যারা আল্লাহ ও তাহাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের শাস্তি…। (সুরা আল-মায়িদাহ ৫/৩৩)
৮৬/১৬. অধ্যায়ঃ নাবী (সাঃআঃ) ধর্ম পরিত্যাগকারী বিদ্রোহীদের ক্ষতস্থানে লোহা পুড়ে দাগ দেননি। শেষতক তারা মারা গেল।
৮৬/১৭. অধ্যায়ঃ ধর্ম পরিত্যাগকারী বিদ্রোহীদেরকে পানি পান করানো হয়নি; অবশেষে তারা মারা গেল।
৮৬/১৮. অধ্যায়ঃ নাবী (সাঃআঃ) বিদ্রোহীদের চোখগুলো লোহার শলাকা দিয়ে ফুঁড়ে দিলেন।
অপবাদ, অশ্লীলতা, বিবাহিত-অবিবাহিত যেনাকারীর শাস্তি । রজম করা
৮৬/১৯. অধ্যায়ঃ অশ্লীলতা পরিত্যাগকারীর ফাযীলাত।
৮৬/২০. অধ্যায়ঃ ব্যভিচারীদের পাপ।
৮৬/২১. অধ্যায়ঃ বিবাহিতকে পাথর মেরে হত্যা করা।
৮৬/২২. অধ্যায়ঃ পাগল ও পাগলী কে পাথর মেরে হত্যা করা যাবে না। [১০৫] আলী (রাদি.) উমার (রাদি.) – কে বলিলেন, আপনি কি জানেন না যে, পাগল থেকে জ্ঞান ফিরে না আসা পর্যন্ত, বালক থেকে সাবালক না হওয়া পর্যন্ত, ঘুমন্ত লোক না জাগা পর্যন্ত কলম তুলে নেয়া হয়েছে?
৮৬/২৩. অধ্যায়ঃ যেনাকারীর জন্য পাথর।
৮৬/২৪. অধ্যায়ঃ সমতল স্থানে রজম করা।
৮৬/২৫. অধ্যায়ঃ ঈদগাহে্ ও জানাজা আদায়ের জায়গায় রজম করা।
৮৬/২৬. অধ্যায়ঃ যে এমন কোন অপরাধ করিল যা হদ – এর সীমার মধ্যে নয় এবং সে ইমামকে জানালো। তবে তাওবাহ্র পর তাকে কোন শাস্তি দেয়া হইবে না, যখন সে ফতোয়া জানার জন্য আসে।
৮৬/২৭. অধ্যায়ঃ যে কেউ শাস্তির ব্যাপারে স্বীকার করিল অথচ বিস্তারিত জানাল না, তখন ইমাদের জন্য তা গোপন রাখা সঠিক হইবে কি?
৮৬/২৮. অধ্যায়ঃ নিজের দোষ স্বীকারকারীকে ইমাম কি একথা বলিতে পারে যে, সম্ভবত তুমি স্পর্শ করেছ কিংবা ইঙ্গিত করেছ?
৮৬/২৯. অধ্যায়ঃ নিজের দোষ স্বীকারকারীকে ইমামের প্রশ্ন তুমি কি বিবাহিত?
৮৬/৩০.অধ্যায়ঃ যিনার কথা স্বীকার করা।
৮৬/৩১. অধ্যায়ঃ যিনার কারণে বিবাহিতা গর্ভবতী নারীকে পাথর মেরে হত্যা করা।
৮৬/৩২. অধ্যায়ঃ অবিবাহিত যুবক, যুবতী উভয়কে বেত্রাঘাত করা হইবে এবং নির্বাসিত করা হইবে।
৮৬/৩৩. অধ্যায়ঃ গুনাহ্গার ও নপুংসকদের নির্বাসিত করা।
৮৬/৩৪. অধ্যায়ঃ ইমামের অনুপস্থিতিতে অন্যকে হদ প্রয়োগের নির্দেশ দেয়া।
৮৬/৩৫. অধ্যায়ঃ আল্লাহর বাণীঃ তোমাদের মধ্যে কারো সাধ্বী, বিশ্বাসী নারী বিবাহের সামর্থ্য না থাকলে… আয়াতের শেষ পর্যন্ত। (সুরা আন্-নিসা ৪/২৫) (আরবী) অর্থ (আরবী) (ব্যভিচারিণী)
৮৬/৩৭. অধ্যায়ঃ দাসী যিনা করলে তাকে তিরস্কার করা ও নির্বাসন দেয়া যাবে না।
৮৬/৩৮. অধ্যায়ঃ অধ্যায়ঃ যিম্মিদের বিবাহ হওয়া সম্পর্কে বিধান এবং তারা যিনা করলে ও তাদের মোকদ্দমা ইমামের নিকট পেশ করা হলে তার বিধান।
৮৬/৩৯. অধ্যায়ঃ বিচারক ও লোকদের নিকট স্বীয় স্ত্রী বা অন্যের স্ত্রীর ব্যাপারে যখন যিনার অভিযোগ করা হয় তখন বিচারকের জন্য কি জরুরী নয় যে, তার নিকট পাঠিয়ে তাকে ঐ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিবে, যে বিষয়ে তাকে অভিযুক্ত করা হয়েছে?
৮৬/৪০. অধ্যায়ঃ শাসক ব্যতীত অন্য কেউ যদি নিজ পরিবার কিংবা অন্য কাউকে শাসন করে।
৮৬/৪১. অধ্যায়ঃ যদি কেউ তার স্ত্রীর সাথে পরপুরুষকে দেখে এবং তাকে হত্যা করে ফেলে।
৮৬/৪২. অধ্যায়ঃ কোন বিষয়ে অস্পষ্টভাবে ইঙ্গিত করা
৮৬/৪৩. অধ্যায়ঃ শাস্তি ও শাসনের পরিমাণ কতটুকু
৮৬/৪৪. অধ্যায়ঃ যে ব্যক্তি প্রমাণ ব্যতীত অশ্লীলতা ও অন্যের কলংকিত হওয়াকে প্রকাশ করে এবং অপবাদ রটায়
৮৬/৪৫. অধ্যায়ঃ সাধ্বী রমণীদের প্রতি অপবাদ আরোপ করা।
৮৬/৪৬. অধ্যায়ঃ ক্রীতদাসদের প্রতি অপবাদ আরোপ করা
৮৬/৪৭. অধ্যায়ঃ ইমাম থেকে অনুপস্থিত ব্যক্তির ওপর হদ প্রয়োগ করার জন্য তিনি কোন ব্যক্তিকে নির্দেশ করিতে পারেন কি? উমর (রা.) এমনটা করিয়াছেন
Leave a Reply