শরহু নুখবাতিল ফিকার – ইবনু হাজার আসকালানি

নুখবাতিল ফিকার

নুখবাতিল ফিকার >> আপনারা পরতে পারেন ইবনু হাজার আসকালানি সংকলিত বুলুগুল মারাম হাদীস

হাদীসঃ শরহু নুখবাতিল ফিকার
নামঃ ইবনে হাজার আসক্বালানী
সম্পূর্ণ নামঃ শাহাবুদ্দিন আবুল ফাদ্বল আহমদ বিন আলী বিন মুহাম্মদ বীন মুহাম্মাদ বীন আলী বীন মাহমুদ বীন আহমাদ বীন আহমাদ আল কিনানী আল আসক্বালানী আল মিসরী আশ শাফিয়ী
জন্মস্থানঃ কায়রো, মিশর
জন্মঃ ৭৭৩ হিজরী
মৃত্যুঃ ৮৫২ হিজরী
প্রকাশনীঃ ইসলামিয়া কুতুবখানা

নুখবাতিল ফিকার সুচিপত্র

  • উসূলুল হাদীস সংক্রান্ত জরুরি জ্ঞাতব্য
  • ফিকার সংক্রান্ত জরুরি আলােচনা
  • শরহু নুখবাতিল ফিকার’-এর গ্রন্থকার
  • হফিজ ইন হাজার আসকালানী (র.)-এর সংক্ষিপ্ত জীবনী –
  • কিতাবের ভূমিকা
  • হৃদীস ও খবর
  • সংখ্যা বিচারে খবরের প্রকরণ০
  • মুতাওয়াতির
  • মাশহুর
  • অষীস
  • খবরে ওয়াহিদের প্রকরণ
  • খবরে আহাদের হুকুম এবং ফায়দা |
  • ফরদে মুতলাক ও ফরদে নিসবী
  • খবরে মাকৰূল বা গ্রহণযােগ্য খবরের প্রকারভেদ
  • সহীহ ল্যিতিহী
  • সহীহ হাদীসের বিভিন্ন স্তর
  • বুখারী অগ্রগণ্য নাকি মুসলিম
  • হাসান লিযাতিহী হাসান লিগায়রিহী |
  • একই হাদীসের দু বিশ্লেষণ
  • রাবীর বৃদ্ধি’-এর মর্মার্থ ও তার পদ্ধতি
  • রাবীর গড়মিলের বর্ণনা ও তার প্রকারভেদ
  • মাহম ও শীষ
  • মারফ ও মুনকার
  • যুবি
  • শাহদ
  • ইতিবার
  • মাকবুল হাদীসের দ্বিতীয় প্রকারভেদ
  • মারদ হাদীসের প্রকারভেদ মুআল্লার্ক
  • মুরসাল
  • মুয়াল
  • সংজ্ঞা ও প্রকরণ
  • মাওযূ’ হাদীস
  • মাতরূক ও মুনকার
  • মু’আল্লাল
  • মাকলুব
  • মুষতারিব
  • মূসাহহাফ ও মুহাররাফ
  • মতনে পরিবর্তন সাধন
  • রাবীর অপরিচিতি
  • বিদআত
  • স্মৃতিদুর্বলতা
  • সনদের শেষপ্রান্ত বিচারে হাদীসের শ্রেণীবিভাগ
  • মারফ্
  • মাফ
  • সাহাবী-এর সংজ্ঞা
  • মাকতু’
  • তাবেয়ী-এর সংজ্ঞা
  • মুসনাদ
  • সনদের প্রকারভেদ
  • মুওয়াফাকা
  • সাবিক ও লাহিক
  • রাবী নির্ণয়ের পদ্ধতি
  • শায়খের অস্বীকার
  • মুসালসাল.
  • হাদীস বর্ণনার শব্দ
  • শীফাহ
  • মকাতা
  • রাবীদের স্তরসমূহ
  • রাবীদের জন্ম-মৃত্যু তারিখ জানা
  • রাবীদের দেশ ও বাসস্থান জানা ”
  • জরাই ও তাদীল
  • জরাহ ও তাদীলের স্তরসমূহ |
  • তাদীল বা প্রত্যয়নের স্তরসমূহ
  • কার প্রত্যয়ন গ্রহণযােগ্য
  • জরাহ অগ্রগামী না তাদীল
  • নাম-কুনিয়াত

উসৃলুল হাদীস

উসৃলুল হাদীস হলো হাদীসশাস্ত্রের মূলনীতি । হাদীসশাস্ত্রের থামার বা’ ব্যাকরণ । হাদীসশাস্ত্রকে ক্রুটিমুক্ত
রাখতেই এ শাস্ত্রের জন্ম। কেননা, উসৃলুল হাদীসের মাধ্যমেই কোন হাদীস নির্ভরযোগ্য, কোন হাদীস
দূর্বল, কোন হাদীস বিশুদ্ধ, কোন হাদীস বিশুদ্ধ নয় তা-জানা যায়। ইলমে হাদীস সম্পর্কে গভীর জ্ঞান
লাভ করতে হলে উসৃলুল হাদীসের জ্ঞান লাভ করা-অত্যাবশ্যক। সুতরাং এটি একটি অতীব প্রয়োজনীয়
ও গুরুত্পূর্ণ শান্তর ।

উস্লুল হাদীসের উপর কলম ধরে যে.সক্ল মনীষী এ শাস্্রকে পরিমার্জিতরপে পূর্ণাঙ্গ শাস্ত্কূপ দিতে
প্রয়াস পেয়েছেন তাদের মধ্যে হাফিজ ইবনে হাজার আসকালানী (র.) -এর নাম শীর্ষ কাতারে। প্রখ্যাত
হাদীস বিশারদ, বিদগ্ধ পণ্ডিত ইবনে হাজার (র.) উসূলুল হাদীসের উপর প্রথমত নুখবাতুল ফিকার
অতঃপর শরহু নুখবাতি্লফিকার শীর্ষক একটি চমৎকার কিতাব জগদ্বাসীকে উপহার দিয়েছেন।
নিঃসন্দেহে এ গ্রন্থটি :তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তিসমূহের অন্যতম । তিনি নিজেও কথাটি স্বীকার
করেছেন। সংক্ষিপ্ত কলেবরের এ গ্রন্থ এতটা সুন্দর, বিন্যন্ত ও বিষয়সমৃদ্ধ যে, লেখকের কলমের গর্ভ
হতে জন্ম নিতে না নিতেই সারা জগৎ মহানন্দে তা কোলে তুলে নেয়। সেই যে লেখকের জীবদ্দশা
হতেই কিতাবটি মানুষ হাতে তুলে নিয়েছে আর নামানোর নাম নেই। তখন ছিল ৮০০ শতান্দী। এখন
চলছে ১৫০০ শতাব্দী । এর মধ্যে কতদিকে কত পরিবর্তন হয়েছে, হয়েছে আমূল উত্থান-পতন।
পুরাতনকে ছেড়ে মানুষ গ্রহণ করেছে নতুন নতুন উপহার । কিন্তু শরহু নুখবাতিল ফিকারই কেবল
ব্যতিক্রম । এখানে নেই নতুনত্ের উপস্থিতি, পরিবর্তনের ঘনঘটা । সেই প্রথম সময়ের মতোই এই
৭০০ বছর পরেও শরহু নুখবাতিল ফিকারের একই কদর রয়ে গেছে। নিসাবে অনেক কিতাব এসেছে-
চলে গেছে; কিন্তু শরহু নুখবাতিল ফিকার বহাল তবিয়তে রয়ে গেছে। চলতি দৃশ্যপট বলে, বর্তমানে
তো আছেই ভবিষ্যতেও কিতাবটি শির উচু করে নিসাবের অন্তর্ুক্ত রয়ে যাবে ইনশাআল্লাহ ।

শরহু নুখবাতিল ফিকার কিতাবটির যেহেতু দীর্ঘদিন ধরে পঠন-পাঠন চলছে এবং প্রায় সারা বিশ্বে তা
নিসাবতুক্ত, তাই যুগে-যুগে ওলামায়ে কেরাম এই কিতাবের পঠন-পাঠনের সহজতার স্বার্থে
ব্যাখ্যা-বিশ্লেষণ করার প্রয়াস পেয়েছেন। এ কিতাবকে কেন্দ্র করে অনেক ব্যাখ্যাগ্রস্থ রচিত হয়েছে।
এর মধ্যে কিছু হয়েছে বিদেশে আর কিছু হয়েছে এদেশেও। বর্তমানেও এ ধারা অব্যাহত রয়েছে।

শরহু নুখবাতিল ফিকার – ইবনু হাজার আসকালানি Sarhu Nukhbatul Fikar – Ibnu Hajar Askalani এই বইটি পেতে হলে নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব ইনসাল্লাহ।


by

Comments

2 responses to “শরহু নুখবাতিল ফিকার – ইবনু হাজার আসকালানি”

  1. hossain Avatar
    hossain

    আমার লাগবে,,দিলে উপকার হয়,,

  2. Mohammad Ataur Rahman Avatar
    Mohammad Ataur Rahman

    Alhamdulillah. I need a copy of this book. Mohammad Ataur Rahman, 1064/4/A, east shewrapara, mirpur,dhaka,bangladesh. 01712758448

Leave a Reply