শপথ ও মানত
পর্বঃ ৮৩, শপথ ও মানত, অধ্যায়ঃ (১-৩৩)=৩৩টি
৮৩/১. অধ্যায়ঃ আল্লাহর বাণীঃ
৮৩/২. অধ্যায়ঃ নাবী (সাঃ)-কর্তৃক ওয়া আঈমুল্লাহ শব্দ দ্বারা শপথ করা প্রসঙ্গে।
৮৩/৩. অধ্যায়ঃ নাবী (সাঃ)-এর শপথ কেমন ছিল?
৮৩/৪. অধ্যায়ঃ বাপ-দাদার কসম করিবে না।
৮৩/৫. অধ্যায়ঃ লাত, উযযা ও প্রতিমাগুলোর নামে কসম করা যায় না।
৮৩/৬. অধ্যায়ঃ কেউ যদি কোন কিছুর কসম করে অথচ তাঁকে কসম দেয়া হয়নি-এ সম্পর্কে বর্ণনা।
৮৩/৭. অধ্যায়ঃ ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কসম করলে।
৮৩/৮. অধ্যায়ঃ “যা আল্লাহ ইচ্ছে করেন ও তুমি যা ইচ্ছে কর” বলবে না। “আমি আল্লাহর সঙ্গে অতঃপর তোমার সঙ্গে” এমন বলা যাবে কি?
৮৩/৯. অধ্যায়ঃ আল্লাহর বাণীঃ তারা আল্লাহর নামে সুদৃঢ় কসম করেছে। (সুরা আনআম ৬/১০৯)
৮৩/১০. অধ্যায়ঃ যখন কেউ বলেঃ আল্লাহকে আমি সাক্ষী মানছি অথবা যদি বলে, আল্লাহকে আমি সাক্ষী করেছি।
৮৩/১১. অধ্যায়ঃ আল্লাহর নামে ওয়াদা করা।
৮৩/১২. অধ্যায়ঃ আল্লাহর ইযযত, গুণাবলী ও কলেমাসমূহের কসম করা।
৮৩/১৩. অধ্যায়ঃ কারো (আরবী) বলা।
৮৩/১৪. অধ্যায়ঃ (আল্লাহর বাণী): আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদেরকে পাকড়াও করবেন না, কিন্তু তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন। আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। (সুরা আল-বাক্বারাহ ২/২২৫)
৮৩/১৫. অধ্যায়ঃ শপথ করে ভুলে যখন শপথ ভঙ্গ করে।
৮৩/১৬. অধ্যায়ঃ মিথ্যা কসম
৮৩/১৭. অধ্যায়ঃ আল্লাহর বাণীঃ নিশ্চয় যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে, এরা আখিরাতের নিয়ামতের কোন অংশই পাবে না এবং আল্লাহ ক্বিয়ামাতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, বস্তুতঃ তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি- (সুরা আলু ইমরান ৩/৭৭)।
৮৩/১৮. অধ্যায়ঃ এমন কিছুতে কসম করা কসমকারী যার মালিক নয় এবং গুনাহের কাজের জন্য কসম ও রাগের বশবর্তী হয়ে কসম করা।
৮৩/১৯. অধ্যায়ঃ কোন ব্যাক্তি যখন বলে, আল্লাহর কসম! আজ আমি কথা বলব না।
৮৩/২০. অধ্যায়ঃ যে ব্যাক্তি কসম করে যে, স্বীয় স্ত্রীর নিকট এক মাস যাবে না আর মাস যদি হয় ঊনত্রিশ দিনে।
৮৩/২১. অধ্যায়ঃ যদি কেউ আঙ্গুর বা খুরমা ভিজানো পান করিবে না বলে কসম করে। অতঃপর তেল, চিনি বা আসীর পান করে ফেলে তবে কারো কারো মতে কসম ভঙ্গ হইবে না, কারণ তাদের মতে এগুলো নাবীযের অন্তর্ভুক্ত নয়।
৮৩/২২. অধ্যায়ঃ যখন কেউ তরকারী খাবে না বলে কসম করে, তারপর রুটির সঙ্গে খেজুর মিশিয়ে খায়। আর কোন জিনিস তরকারীর অন্তর্ভুক্ত।
৮৩/২৩. অধ্যায়ঃ কসমের মধ্যে নিয়ত করা।
মানত করার নিয়ম । মানত আদায় না করে কেউ যদি মারা যায়।
৮৩/২৪. অধ্যায়ঃ যখন কোন ব্যক্তি তার মাল মানত এবং তাওবার উদ্দেশ্যে দান করে।
৮৩/২৫. অধ্যায়ঃ যখন কেউ কোন খাদ্যকে হারাম করে নেয়। [৭৭]
৮৩/২৬. অধ্যায়ঃ মানত পুরা করা
৮৩/২৭. অধ্যায়ঃ যে ব্যক্তি মানত পূর্ণ করে না তার গুনাহ।
৮৩/২৮. অধ্যায়ঃ নেক কাজের মানত করা।
৮৩/২৯. অধ্যায়ঃ যে ব্যক্তি জাহেলিয়্যাতের যুগে মানত করিল বা কসম করিল যে, সে মানুষের সঙ্গে কথা বলবে না, অতঃপর সে ইসলাম গ্রহণ করিল।
৮৩/৩০. অধ্যায়ঃ মানত আদায় না করে কেউ যদি মারা যায়।
৮৩/৩১. অধ্যায়ঃ পাপ কাজের এবং ঐ জিনিসের মানত করা যার উপর তার মালিকানা নেই।
৮৩/৩২. অধ্যায়ঃ কেউ নির্দিষ্ট কয়েক দিবসে সওম পালনের মানত করলে আর তার ভিতর কুরবানীর দিনসমূহ বা ঈদুল ফিতরের দিন পড়ে গেলে।
৮৩/৩৩. অধ্যায়ঃ কসম ও মানতের মধ্যে ভূমি, বক্রী, কৃষি ও আসবাবপত্র শামিল হয় কি?
Leave a Reply