শত্রুর সাথে সম্মুখ যুদ্ধের আকাঙ্খা করা নিষেধ…

শত্রুর সাথে সম্মুখ যুদ্ধের আকাঙ্খা করা নিষেধ;

শত্রুর সাথে সম্মুখ যুদ্ধের আকাঙ্খা করা নিষেধ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৬. অধ্যায়ঃ শত্রুর সাথে সম্মুখ যুদ্ধের আকাঙ্খা করা নিষেধ; তবে যুদ্ধের মুখোমুখির বেলায় ধৈর্যধারণ করার নির্দেশ

৪৪৩৩. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্খা করো না আর যখন মুখোমুখি হয়ে পড়ো তখন ধৈর্যধারণ করিবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৯১, ইসলামিক সেন্টার- ৪৩৯১]

৪৪৩৪. আবু নাযর [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাহাবাদের মধ্য থেকে আসলাম গোত্রের এক ব্যক্তির যার নাম ছিল আবদুল্লাহ ইবনি আবু আওফা-চিঠি থেকে বর্ণনা করিয়াছেন। এ চিঠি তিনি লিখেছিলেন উমর ইবনি উবাইদুল্লাহ [রাদি.]-এর নিকট, যখন তিনি হারূরিয়্যাহ [খারিজীদের বিরুদ্ধে] অভিযানে যাচ্ছিলেন। এতে তিনি তাঁকে অবহিত করেন যে, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] যেসব যুদ্ধে শত্রু বাহিনীর মুখোমুখি হয়েছিলেন তার কোন একযুদ্ধে অপেক্ষা করিতে লাগলেন। অবশেষে যখন সূর্য ঢলে পড়ল তখন তিনি সঙ্গীদের মধ্যে দাঁড়িয়ে বললেনঃহে লোকজন! তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্খা করো না। বরং আল্লাহর কাছে নিরাপত্তার প্রার্থনা করো। আর যখন তোমরা শত্রুর সামনা-সামনি হয়ে যাও তখন ধৈর্য ধারণ করিবে। আর জেনে রেখো যে, জান্নাত তরবারির ছায়াতলে। তারপর নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] দাঁড়িয়ে দুআ করিলেন,

 اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ 

ইয়া আল্লাহ! কিতাব অবতীর্ণকারী, মেঘমালা পরিচালনাকারী এবং শত্রুদলকে পরাস্তকারী। তুমি তাদের পরাস্ত করো এবং তাদের উপর আমাদেরকে সাহায্য করো।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৯২, ইসলামিক সেন্টার- ৪৩৯২]


Posted

in

by

Comments

Leave a Reply