লভ্যাংশের বিনিময়ে কারবার। ঋণ প্রদানে বরকত হয়
লভ্যাংশের বিনিময়ে কারবার। ঋণ প্রদানে বরকত হয় >> বুলুগুল মারাম এর মুল সুচিপত্র দেখুন
অধ্যায়-১৪ঃ লভ্যাংশের বিনিময়ে কারবার
পরিচ্ছেদ ০১. শুফ্আহ শরীয়তসম্মত এবং প্রতিবেশির শুফ্
আহর বিধান
পরিচ্ছেদ ০২. প্রতিবেশীর শুফ্আহর বিধান
পরিচ্ছেদ ০১. ঋণ প্রদানে বরকত হয়
৯০৫ – সুহায়ব [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
নবী [সাঃআঃ] বলেছেনঃ তিনটি জিনিসের মধ্যে বরকত রয়েছেঃ মেয়াদ নির্দিষ্ট করে ক্রয়-বিক্রয়, মুকারাযা ব্যবসা এবং পারিবারিক প্রয়োজনে গমে যব মিশানো, ব্যবসায়িক উদ্দেশ্যে নয় । -ইবনু মাযাহ দুরবল মানাদে । {৯৭০}
৯০৫. হাকিম বিন হিযাম [রাঃআঃ] হইতে বর্ণিত, তিনই যৌথভাবে কারবার করার জন্য কোন ব্যক্তিকে মাল দিলে এ শর্তগুলো আরোপ করিতেনঃ জানোয়ার ও কাঁচা অস্থায়ী মালে আমার পুঁজি লাগবে না, আমার মাল সামুদ্রিক যানে চাপাবে না, কোন প্লাবনভূমিতে তা নিয়ে রাখবে না । যদি তুমি এরূপ কিছু কর তাহলে তুমি আমার মালের খেসারত দিতে বাধয থাকিবে । – দারাকুতনী, এর রাবীগণ নির্ভরযোগ্য। {৯৭১}
ইমাম মালিক মুয়াত্তায় বলেছেন- আলা বিন আবদুর রহমান বিন ইয়াকূব হইতে বর্ণিত, তিনি তাহাঁর পিতা হইতে, তিনি তাহাঁর দাদা হইতে বর্ণনা করেন যে, তিনি [ইয়াকূব] উসমান [সাঃআঃ]-এর মাল নিয়ে উভয়ের মধ্যে লাভ বন্টিত হবার শর্তে ব্যবসা করেছিলেন । -এই হাদীসে মাওকূফ্ সুত্রে সহীহ্ । {৯৭২}
{৯৭০} বিন বায তাহাঁর হাশিয়া বুলুগুল মারাম ৫৩৭ গ্রন্থে বলেন, এর সনদে তিনজন অপরিচিত বর্ণনাকারী রয়েছে । ইমাম শওকানী আদ দুরারী আল মাযিয়্যাহ ২৮৪ গ্রন্থে বলেন, এতে দু`জন অপরিচিত রাবী রয়েছে । তিনি নাইলুল আওত্বার ৫/৩৯৪ গ্রন্থে বলেন, নাসর ইবনুল কাসেম আবদুর রহীম বিন দাউদ থেকে বর্ণনা করিয়াছেন, যারা উভয়েই অপরিচিত । শাইখ আলবানী জঈফ ইবনু মাযাহ ৪৫৪, যঈফুল জামে ২৫২৫ গ্রন্থদ্বয়ে অত্যন্ত দুর্বল বলেছেন । আবার তাখরীজ মিশকাত ২৮৬৬ গ্রন্থে শুধু দুর্বল বলেছেন । কিন্তু সিলসিলা যঈফা ২১০০ গ্রন্থে একে মুনকার বলেছেন। মীযানুল ই`তিদাল ২/৬০৫ গ্রন্থে ইমাম যাহাবীও আকে মুনকার বলেছেন । {৯৭১} দারাকুতনী [৩/৬৩] শক্তিশালী সনদে বর্ণনা করিয়াছেন । {৯৭২} মূওয়াত্তা মালিক [২/৬৮৮] । হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস
Leave a Reply