রসূলুল্লাহ [সাঃ] এর লজ্জাবোধ
রসূলুল্লাহ [সাঃ] এর লজ্জাবোধ , এই অধ্যায়ে হাদীস ১ টি ( ২৭৫-২৭৫ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন
অধ্যায়-৪৯ঃ রাসূলুল্লাহ (সাঃ) এর লজ্জাবোধ
১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ [সাঃ] এর লজ্জাবোধ
২৭৫. আবু সাঈদ খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) পর্দানশীল কুমারী মেয়ের চেয়েও অধিক লজ্জাশীল ছিলেন। কোন কিছু তাহাঁর অপছন্দ হলে তাহাঁর চেহারা দেখেই আমরা তা বুঝতে পারতাম।{১}
{১} সহিহ বোখারী, হাদিস নং/৬১০২; সহিহ মুসলিম, হাদিস নং/৬১৭৬; মুসনাদে আহম্মদ, হাদিস নং/১১৭০১ আদাবুল মুফরাদ, হাদিস নং/৪৬৭; বায়হাকী, হাদিস নং/২০৫৭৫; সহিহ ইবনি হিব্বান, হাদিস নং/৬৩০৬; জামেউস সগীর, হাদিস নং/৮৯৩০ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
Leave a Reply