যে ব্যক্তি তার আমালে আল্লাহ ব্যতীত অন্যকে শারীক করে বা রিয়ার অবৈধতা
যে ব্যক্তি তার আমালে আল্লাহ ব্যতীত অন্যকে শারীক করে বা রিয়ার অবৈধতা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৫. অধ্যায়ঃ যে ব্যক্তি তার আমালে আল্লাহ ব্যতীত অন্যকে শারীক করে বা রিয়ার অবৈধতা
৭৩৬৫ আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ মহান আল্লাহ বলেন, আমি শারীকদের শির্ক হইতে সম্পূর্ণ মুক্ত। যদি কোন লোক কোন কাজ করে এবং এতে আমি ছাড়া অপর কাউকে শারীক করে, তবে আমি তাকে ও তার শির্কী কাজকে প্রত্যাখ্যান করি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭২০৫, ইসলামিক সেন্টার- ৭২৫৮]
৭৩৬৬ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি জনসম্মুখে প্রচারের ইচ্ছায় নেক আমাল করে আল্লাহ তাআলাও তার কৃতকর্মের অভিপ্রায়ের কথা লোকদেরকে জানিয়ে ও শুনিয়ে দিবেন। আর যে ব্যক্তি লৌকিকতার উদ্দেশে কোন নেক কাজ করে, আল্লাহ তাআলাও তার প্রকৃত উদ্দেশের কথা লোকেদের মাঝে ফাঁস করে দিবেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭২০৬, ইসলামিক সেন্টার- ৭২৫৯]
৭৩৬৭ জুনদুব আল আলাকী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি জনসম্মুখে প্রচারের উদ্দেশে সৎ আমাল করে আল্লাহ তাআলাও তার প্রকৃত উদ্দেশের কথা লোকদেরকে শুনিয়ে দিবেন। আর যে ব্যক্তি লৌকিকতার উদ্দেশে কোন সৎ কাজ করে আল্লাহ তাআলাও তার প্রকৃত উদ্দেশের কথা লোকদের মাঝে ফাঁস করে দিবেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭২০৭, ইসলামিক সেন্টার- ৭২৬০]
৭৩৬৮ সুফ্ইয়ান [রহমাতুল্লাহি আলাইহি] হইতে এ সূত্র হইতে বর্ণীতঃ
অবিকল হাদীস বর্ণনা করিয়াছেন। তবে এতে এ কথা বর্ধিত বর্ণিত আছে যে, রাবী বলেন, সুফ্ইয়ান ছাড়া অপর কাউকে আমি এ কথা বলিতে শুনিনি যে, “রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন”।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭২০৮, ইসলামিক সেন্টার- ৭২৬০]
৭৩৬৯ জুনদুব [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনিই এ হাদীসটি মারফূ বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে এ কথা বলিতে শুনেছি। সুফইয়ান সাওরীর হাদীসের অবিকল অত্র হাদীসটি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭২০৯, ইসলামিক সেন্টার- ৭২৬১]
৭৩৭০ সত্যবাদী, বিশ্বস্ত ব্যক্তি ওয়ালীদ ইবনি হারব থেকে এ সূত্র হইতে বর্ণীতঃ
অবিকল হাদীস বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭২১০, ইসলামিক সেন্টার- ৭২৬২]
Leave a Reply