রাজা বা অন্য কোন নেতৃস্থানীয় মানুষকে রাজাধিরাজ বলা হারাম

রাজা বা অন্য কোন নেতৃস্থানীয় মানুষকে রাজাধিরাজ বলা হারাম

রাজা বা অন্য কোন নেতৃস্থানীয় মানুষকে রাজাধিরাজ বলা হারাম >> রিয়াদুস সালেহীন  হাদিস শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে রিয়াদুস সালেহীন হাদিস শরীফ এর একটি পরিচ্ছেদের হাদিস পড়ুন

পরিচ্ছেদ – ৩২০: রাজা বা অন্য কোন নেতৃস্থানীয় মানুষকে ‘রাজাধিরাজ’ বলা হারাম। কেননা, মহান আল্লাহ ব্যতীত ঐ গুণে কেউ গুণান্বিত হইতে পারে না

১৭৩৩. আবু হুরাইরা রাঃআঃ হইতে বর্ণিতঃ

নবী সাঃআঃ বলেছেন, ‘‘আল্লাহ আয্যা অজাল্লার নিকট নিকৃষ্টতম নাম সেই ব্যক্তির, যে নিজের নাম রাখে রাজাধিরাজ।’’

(সহীহুল বুখারী শরীফ ৬২০৫, ৬২০৬, মুসলিম ২১৪৩, তিরমিজী ২৮৩৭, আবু দাঊদ ৪৯৬১, আহমাদ ৭২৮৫, ২৭৩৯৩)

হাদীসটির মানঃ সহীহ হাদীস

পরিচ্ছেদ – ৩২১: কোন মুনাফিক, পাপী ও বিদআতী প্রভৃতিকে ‘সর্দার’ প্রভৃতি দ্বারা সম্বোধন করা নিষেধ

১৭৩৪. বুরাইদা রাঃআঃ হইতে বর্ণিতঃ

তিনি বলেন, রসুলুল্লাহ সাঃআঃ বলেছেন, ‘‘মুনাফিককে ‘সর্দার’ বলো না। কেননা, সে যদি তোমাদের ‘সর্দার’ হয়, তাহলে তোমরা (অজ্ঞাতসারে) তোমাদের মহামহিমান্বিত প্রতিপালককে অসন্তুষ্ট ক’রে ফেলবে।’’

[আবু দাঊদ বিশুদ্ধ সূত্রে] (আবু দাঊদ ৪৯৭৭, আহমাদ ২২৪৩০)

হাদীসটির মানঃ সহীহ হাদীস

Comments

Leave a Reply