রসূলুল্লাহ (সাঃ) এর লুঙ্গির বিবরণ
সূলুল্লাহ (সাঃ) এর লুঙ্গির বিবরণ , এই অধ্যায়ে হাদীস ৩ টি ( ৯০-৯২ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন
অধ্যায়-১৮ঃ রাসূলুল্লাহ (সাঃআঃ) এর লুঙ্গির বিবরণ
১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) মোটা লুঙ্গি পরিধান করিতেন
২।পরিচ্ছদঃ তিনি অর্ধ গোছ পর্যন্ত লুঙ্গি ঝুলিয়ে পরিধান করিতেন
৩।পরিচ্ছদঃ তিনি টাখনুর নিচে লুঙ্গি পরিধান করিতে নিষেধ করিয়াছেন
১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) মোটা লুঙ্গি পরিধান করিতেন
৯০. আবু বুরদা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, একবার আয়েশাহ [রাদি.] আমাদের সামনে একটি তালিযুক্ত চাদর ও একটি মোটা লুঙ্গি বের করে আনেন। তারপর তিনি বলিলেন, ওফাতের সময় রসূলুল্লাহ [সাঃআঃ] এ দুটি কাপড় পরিহিত ছিলেন। {৯২}
ব্যাখ্যা। ইযার ও রিদা ছিল রসূলুল্লাহ [সাঃআঃ] ও এর যুগে আরব দেশের অধিক প্রচলিত পোশাক। একটি শরীরের নিম্নাংশে জড়ানো ও একটি শরীরের উপরাংশে কাধের উপর দিয়ে জড়ানো থাকত। নিম্নাংশের চাদর বা সেলাইবিহীন লুঙ্গিকে ইযার বলা হয়। আর উপরাংশের চাদরকে রিদা বলা হয়। রসূলুল্লাহ [সাঃআঃ] বিভিন্ন প্রকার পোশাক পরিধান করিতেন, তিনি কামীস [জামা] পছন্দ করিতেন। তবে ব্যবহারের আধিক্যের দিক থেকে লুঙ্গি ও চাদরই সবচেয়ে বেশি পরিধান করিতেন। {৯২} সহিহ বোখারী, হাদিস নং/১৮৫৮; মুসনাদে আহম্মদ, হাদিস নং/২৪০৮৩; মুস্তাদরাকে হাকিম, হাদিস নং/৪২০৬। রসূলুল্লাহ (সাঃ) এর লুঙ্গির বিবরণ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
২।পরিচ্ছদঃ তিনি অর্ধ গোছ পর্যন্ত লুঙ্গি ঝুলিয়ে পরিধান করিতেন
৯১. আশআস ইবনি সুলায়েম [রহঃ] হইতে বর্ণীতঃ
আমি আমার ফুফু হতে হাদিস শুনিয়াছি। তিনি তার চাচা [উবাইদ ইবনি খালিদ] হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি একবার মদিনা যাচ্ছিলাম। পথিমধ্যে একজন লোক পেছন থেকে আমাকে চিৎকার করে বলে উঠলেন, তোমার কাপড় উপরে উঠাও; কারণ, তা অধিকতর [ধুলাবালি হতে] হেফাজতকারী ও স্থায়িত্বদানকারী। আমি পেছনে তাকিয়ে দেখলাম তিনি আর কেউ নন, স্বয়ং রসূলুল্লাহ [সাঃআঃ]। আমি বললাম, হে আল্লাহর রাসূল! এ তো সাদা ডোরা কালো কাপড় [এতে আবার অহংকার করার কি আছে?] তিনি বলিলেন, আমার মধ্যে কি তোমার জন্য অনুকরণীয় আদর্শ নেই? তখন আমি লক্ষ্য করলাম, তার লুঙ্গি অর্ধ গোছ [হাঁটুর নিচে ও গোড়ালীর উপর] পর্যন্ত ঝুলন্ত। {৯৩}
{৯৩} সুনানুল কুবরা লিন নাসাঈ, হাদিস নং/৯৬০৩; শারহুস সুন্নাহ, হাদিস নং/৩০৭৯; মুসনাদুত তায়ালুসী, হাদিস নং/ ১২৮৬; শুআবুল ঈমান, হাদিস নং/৫৭৩৭. হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৩।পরিচ্ছদঃ তিনি টাখনুর নিচে লুঙ্গি পরিধান করিতে নিষেধ করিয়াছেন
৯২. হুযায়ফা ইবনি ইয়ামান [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, একবার রসূলুল্লাহ [সাঃআঃ] আমার পায়ের গোছা অথবা [রাবীর সন্দেহ] পায়ের নলার গোশত ধরে বলিলেন, এ-ই হলো লুঙ্গি পরিধানের নিম্নতম স্থান। তুমি যদি এটাতে তৃপ্তিবোধ না কর তাহলে সামান্য নিচে নামাতে পার। এতেও যদি তুমি তৃপ্তিবোধ না কর, তাহলে জেনে রেখো, লুঙ্গি টাখনুর নিচে পরিধান করার কোন অধিকার তোমার নেই। {৯৪}
{৯৪}ইবনি মাজাহ, হাদিস নং/৩৫৭২; মুসনাদে আহম্মদ হাদিস নং/২৩৪৫০। রসূলুল্লাহ (সাঃ) এর লুঙ্গির বিবরণ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
Leave a Reply