রসূলুল্লাহ (সাঃ) এর মোজা ব্যবহার
রসূলুল্লাহ (সাঃ) এর মোজা ব্যবহার এই অধ্যায়ে হাদীস , ১ টি ( ৫৮-৫৮ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন
অধ্যায়-১০ঃ রাসূলুল্লাহ (সাঃআঃ)এর মোজা ব্যবহার
১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) নাজ্জাশীর হাদিয়াকৃত কালো রঙের মোজা পরিধান করিতেন
৫৮। ইবনি বুরাইদা [রাদি.] হইতে বর্ণীতঃ
একদা নাজ্জাশী রসূলুল্লাহ [সাঃ] কে এক জোড়া কালো রঙের মোজা দিয়া পঠন। এরপর তিনি ঐ মোজা দুটি পরিধান করে ওজু করিলেন এবং এর উপর মাসেহ করিলেন। {৬০}
ব্যাখ্যা ঃ তৎকালীন হাবশায় [আবিসিনিয়ার] বাদশার উপধি ছিল নাজ্জাশী। মক্কা হতে মুসলমানদের হাবশায় হিজরত করাটা নাজশীর শাসনামলে হয়েছিল। তিনি ইসলাম কবুল করেছিলেন। নাজ্জাশী রসূলুল্লাহ [সাঃআঃ] কে বিভিন্ন জিনিস উপহার হিসেবে পাঠিয়ে ছিলেন। তার মধ্যে একটি কোর্তা, একটি পাজামা এবং একটি রুমাল ছিল। রসূলুল্লাহ [সাঃ] তার মৃত্যুর সংবাদ শুনে সাহাবীদেরকে নিয়ে গায়েবানা জানাযা আদায় করেছিলেন। আর এটাই হলো প্রথম গায়েবানা জানাযার নামায। {৬০} মুসনাদে আহম্মদ, হাদিস নং/১৩৮৮৬; আবু দাউদ, হাদিস নং/১৫৫; ইনবে মাজাহ, হাদিস নং/৫৪৯; সহিহ ইবনি হিব্বান, হাদিস নং/৬৩৫৯। শামায়েলে তিরমিযী ডাউনলোড হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
Leave a Reply