রসূলুল্লাহ (সাঃ) এর মাথার চুল বিন্যাস করা
রসূলুল্লাহ (সাঃ) এর মাথার চুল বিন্যাস করা , এই অধ্যায়ে হাদীস ৩ টি ( ২৭-২৯ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন
অধ্যায়-৪ঃ রাসূলুল্লাহ (সাঃআঃ)এর মাথার চুল বিন্যাস করা
২৭।.পরিচ্ছেদঃ রসূলুল্লাহ ও মাথার কেশ পরিপটি করিতেন
২৮।পরিচ্ছেদঃ তিনি ডান দিক থেকে কেশ বিন্যাস করিতেন ২৯।পরিচ্ছেদঃ তিনি প্রত্যহ কেশ বিন্যাস করিতে নিষেধ করিয়াছেন
২৭। পরিচ্ছেদঃ রসূলুল্লাহ ও মাথার কেশ পরিপটি করিতেন
২৭. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি হায়েয [ঋতুবতী] অবস্থায় রসূলুল্লাহ [সাঃআঃ] ও এর মাথার কেশ পরিপাটি করতাম। {২৭}
{২৭} মুয়াত্তা ঈমাম মালেক, হাদিস নং/১৩৩; সহিহ বোখারী, হাদিস নং/২৯৫; নাসাঈ, হাদিস নং/২৭৭; মুজামুল আওসাত, হাদিস নং/২০৬৬ দারিমী, হাদিস নং/১০৫৮ সহিহ ইবনি হিব্বান, হাদিস নং/১৩৫৯ মিশকাত, হাদিস নং/৪৪১৯। মাথার চুল বিন্যাস করা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
২৮।পরিচ্ছেদঃ তিনি ডান দিক থেকে কেশ বিন্যাস করিতেন
২৮. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] যখন ওযু করিতেন তখন ডান দিক থেকে শুরু করিতেন, কেশ বিন্যাস ও জুতা পরিধানের কাজও ডান দিক থেকে আরম্ভ করিতেন। {২৮}
ব্যাখ্যা ঃ হাদীসে উল্লেখিত বিষয়গুলোই নয়; বরং যেসব কাজে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায়, সেসব কাজ ডান দিকে হতে আরম্ভ করা মুস্তাহাব। যেমন- জামা বা মোজা পরিধান করার সময় ডান দিক থেকে শুরু করা পছন্দনীয়। কারণ এর দ্বারা সৌন্দর্য বৃদ্ধি পায়। এমনিভাবে মসজিদে প্রবেশ করার সময় ডান পা প্রথমে দেবে। কারণ মসজিদে প্রবেশ করা মর্যাদার বিষয়। আর যেসব কাজে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায় না, সেসব কাজ বাম দিক থেকে আরম্ভ করা মুস্তাহাব। যেমন- পায়খানায় প্রবেশের সময় বাম পা আগে দেয়া, কাপড় ও জুতা খোলার সময় বাম পার্শ্ব হতে খুলা আরম্ভ করা এবং মসজিদ হতে বের হওয়ার সময় বাম পা আগে বের করা। আয়েশাহ [রাদি.] কর্তৃক বর্ণিত হাদিসটি মূলনীতি হিসেবে গণ্য হইবে। {১} সহিহ মুসলিম, হাদিস নং/৬৩৯; ইবনি মাজাহ, হাদিস নং/৪০১; মুসনাদে আহম্মদ, হাদিস নং/২৫৭০৫; মুসনাদে আবু ইআলা, হাদিস নং/৪৮৫১। মাথার চুল বিন্যাস করা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
২৯।পরিচ্ছেদঃ তিনি প্রত্যহ কেশ বিন্যাস করিতে নিষেধ করিয়াছেন
২৯. আবদুল্লাহ ইবনি মুগাফফাল [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) প্রত্যহ [বারবার] কেশ বিন্যাস করিতে নিষেধ করিয়াছেন।{1}
{1} আবু দাউদ, হাদিস নং/৪১৬১; নাসাঈ, হাদিস নং/৫০৫৬; মুসনাদে আহম্মদ, হাদিস নং/১৬৮৩৯; মুজামুল কাবীর, হাদিস নং/১৬৬৪; সহিহ ইবনি হিব্বান, হাদিস নং/৫৪৮৪; জামেউস সগীর, হাদিস নং/১২৮২৬; সিলসিলা সহিহাহ, হাদিস নং/৫০১; মিশকাত, হাদিস নং/৪৪৪৮। রসূলুল্লাহ (সাঃ) এর মাথার চুল বিন্যাস করা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
Leave a Reply