রসূলুল্লাহ (সাঃ) এর বার্ধক্য চুল সাদা হওয়া

রসূলুল্লাহ [সাঃ] এর বার্ধক্য চুল সাদা হওয়া

রসূলুল্লাহ (সাঃ) এর বার্ধক্য চুল সাদা হওয়া , এই অধ্যায়ে হাদীস ৮ টি ( ৩০-৩৭ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন 

অধ্যায়-৫ঃ রাসূলুল্লাহ (সাঃআঃ) এর বার্ধক্য (চুল সাদা হওয়া)

১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) এর চোখ ও দুকানের মধ্যবর্তী অংশের কিছু চুল সাদা হয়েছিলঃ
২।পরিচ্ছদঃ তাহাঁর মাথা ও দাড়িতে মাত্র ১৪টি সাদা চুল ছিল

১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) এর চোখ ও দুকানের মধ্যবর্তী অংশের কিছু চুল সাদা হয়েছিলঃ

৩০. কাতাদা [রহ.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি আনাস ইবনি মালিক [রাদি.]-কে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ [সাঃআঃ] কি খিযাব ব্যবহার করিতেন? তিনি বলিলেন, তিনি ঐ পর্যন্ত পৌছেন নি। [তার দাড়ি ও চুল এতদূর সাদা হয়নি, যাতে খেযাবের প্রয়োজন হয়]। কেবলমাত্র তার চোখ ও দুকানের মধ্যবর্তী অংশের কিছু চুল সাদা হয়েছিল। তবে আবু বকর [রাদি.] মেহেদী পাতা ও কাতাম {৩০} দ্বারা খিযাব লাগাতেন। {৩১}

{৩০} কাতাম এক ধরণের সবুজ রঙের উদ্ভিদ। এটা দ্বারা খিযাব তৈরি করা হয়। {৩১} সহিহ মুসলিম, হাদিস নং/৬২১৯; মুসনাদে আহম্মদ, হাদিস নং/১২৮৫১; মুসনাদুল বাযযার, হাদিস নং/৬৭৮৩; শারহুস সুন্নাহ, হাদিস নং/৩১৭৬; মুসনাদে আবু ইআলা, হাদিস নং/২৮৯৩। রসূলুল্লাহ (সাঃ) এর বার্ধক্য চুল সাদা হওয়া হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

২।পরিচ্ছদঃ তাহাঁর মাথা ও দাড়িতে মাত্র ১৪টি সাদা চুল ছিল

৩১. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] এর মাথা ও দাড়িতে মাত্র ১৪টি সাদা চুল গণনা করেছি। {৩২}

ব্যাখ্যা ঃ রসূলুল্লাহ [সাঃআঃ] এর অতি স্বল্প পরিমাণ সাদা চুল ছিল। তবে এর পরিমাণ নিয়ে মতভেদ রহিয়াছে। এ হাদীসে ১৪টির কথা বলা হয়েছে। আর কোন বর্ণনায় ১৭টি, কোন বর্ণনায় ১৮টি, আবার কোন বর্ণনায় ২০টির কথা উল্লেখ রহিয়াছে। আসলে এসব বর্ণনাতে কোন বৈপরিত্য নেই। কারণ প্রত্যেকটি বর্ণনা আলাদা সময়ের সাথে অথবা বিভিন্ন জনের গণনার পার্থক্যের কারণে এ বৈপরিত্য সৃষ্টি হয়েছে। তবে প্রত্যেক রিওয়ায়াতের উদ্দেশ্য হলো রসূলুল্লাহ [সাঃআঃ] এ এর সাদা চুল স্বল্প ছিল, এটাই বুঝানো। {৩২} মুসনাদে আহম্মদ, হাদিস নং/১২৭১৩, শারহুস সুন্নাহ, হাদিস নং/৩৬৫৩; সহিহ ইবনি হিব্বান, হাদিস নং/৬২৯৩ মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস নং/২০১৮৫। রসূলুল্লাহ (সাঃ) এর বার্ধক্য চুল সাদা হওয়া হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস


by

Tags:

Comments

One response to “রসূলুল্লাহ (সাঃ) এর বার্ধক্য চুল সাদা হওয়া”

Leave a Reply