রসূলুল্লাহ (সাঃ) এর চুল । তিনি সিঁথি ও বেণী বাধতেন

রসূলুল্লাহ (সাঃ) এর চুল । তিনি সিঁথি ও বেণী বাধতেন

রসূলুল্লাহ (সাঃ) এর চুল । তিনি সিঁথি ও বেণী বাধতেন , এই অধ্যায়ে হাদীস ৮ টি ( ১৯-২৬ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন 

অধ্যায়-৩ঃ রাসূলুল্লাহ ((সাঃআঃ) এর চুল

১।পরিচ্ছেদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) এর মাথার চুল দুকানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল
২।পরিচ্ছেদঃ তাহাঁর চুল সামান্য কোঁকড়ানো ছিল
৩।পরিচ্ছেদঃ তিনি চুলের মধ্যে বেণী বাঁধতেন
৪।পরিচ্ছেদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) চুলের মধ্যে সিঁথি করিতেন

১।পরিচ্ছেদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) এর মাথার চুল দুকানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল

১৯. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] এর মাথার চুল দুকানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল। {১৯}

{১৯} নাসাঈ, হাদিস নং/৫২৩৪; শারহুস সুন্নাহ, হাদিস নং/৩৬৩৮। রসূলুল্লাহ (সাঃ) এর চুল হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

২০. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি এবং রসূলুল্লাহ [সাঃআঃ] একত্রে একই পাত্রের পানি দ্বারা গোসল করতাম। আর তাহাঁর চুল কানের লতি এবং মধ্যবর্তী স্থান বরাবর লম্বা ছিল। {২০}

{২০}শারহুস-সুন্নাহ,হাদিস নং/৩১৩৭,মিশকাত,হাদিস নং/৪৪৬০৷ রসূলুল্লাহ (সাঃ) এর চুল হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

২১. বারা ইবনি আযিব [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] মধ্যমাকৃতির দেহবিশিষ্ট ছিলেন। তার দুকাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল। তার মাথার চুল কানের লতি পর্যন্ত লম্বা ছিল। {২১}

{২১} সহিহ বোখারী, হাদিস নং/৩৫৫১; সহিহ মুসলিম, হাদিস নং/৬২১০; আৰু দাউদ, হাদিস নং/৪০৭৪, নাসাঈ, হাদিস নং/৫২৩২ মুসনাদে আহম্মদ, হাদিস নং/১৮৪৯৬; সহিহ ইবনি হিব্বান, হাদিস নং/৬২৮৪; মিশকাত, হাদিস নং/৫৭৮৩। রসূলুল্লাহ (সাঃ) এর চুল হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস।

২।পরিচ্ছেদঃ তাহাঁর চুল সামান্য কোঁকড়ানো ছিল

২২. কাতাদা [রহঃ] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] এর কেশ কেমন ছিল সে সম্পর্কে আমি আনাস [রাদি.]-এর নিকট জিজ্ঞেস করেছিলাম। তিনি বলিলেন, তিনি অত্যাধিক কোকড়ানো কিংবা একেবারে সোজা কেশবিশিষ্ট ছিলেন না। তার কেশ উভয় কানের লতি পর্যন্ত শোভা পেত। {২২}

{২২} নাসাঈ, হাদিস নং/৫২৩৪; শারহুস সুন্নাহ, হাদিস নং/৩৬৩৮; শারহুস সুন্নাহ, হাদিস নং/৩১৩৭; মিশকাত, হাদিস নং/৪৪৬০, সহিহ বোখারী , হাদিস নং/৩৫৫১; সহিহ মুসলিম, হাদিস নং/৬২১০; আবু দাঊদ, হাদিস নং/৪০৭৪; নাসাঈ, হাদিস নং/৫২৩২, মুসনাদে আহম্মদ, হাদিস নং/১৮৪৯৬; সহিহ ইবনি হিব্বান, হাদিস নং/৬২৮৪; মিশকাত, হাদিস নং/৫৭৮৩; সহিহ মুসলিম, হাদিস নং/৬২১৩; নাসাঈ, হাদিস নং/৫০৫৩; মুসনাদে আহম্মদ, হাদিস নং/১২৪০৫; সহিহ ইবনি হিব্বান, হাদিস নং/৬২৯১। রাসূলুল্লাহ (সাঃ) এর চুল হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৩।পরিচ্ছেদঃ তিনি চুলের মধ্যে বেণী বাঁধতেন

২৩. উম্মে হানী বিনতে আবু তালিব [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একদা রসূলুল্লাহ [সাঃআঃ] চারটি চুলের বেণী নিয়ে মক্কায় আগমন করেছিলেন। {২৩}

ব্যাখ্যা ঃ উল্লেখিত হাদীসে বেণী বা ঝুটি বলিতে মহিলাদের মতো বেণী বা ঝুটি উদ্দেশ্য নয়। বরং এর দ্বারা বিশেষ ধরনের চুলের পরিপাটির উদ্দেশ্য। কেননা রসূলুল্লাহ [সাঃআঃ] পুরুষদেরকে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করিতে কঠোরভাবে নিষেধ করিয়াছেন। {২৩} আবু দাউদ, হাদিস নং/৪১৯৩; ইবনি মাজাহ, হাদিস নং/৩৬৩১; মুসনাদে আহম্মদ, হাদিস নং/২৬৯৩৪; মুসান্নাফে ইবনি আবি শায়বা, হাদিস নং/২৫৫৭৩ মিশকাত, হাদিস নং/৪৪৪৬। রাসূলুল্লাহ (সাঃ) এর চুল হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

২৪. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] এর মাথার চুল তার দুকানের মাঝামাঝি পর্যন্ত লম্বা ছিল। {২৪}

{২৪} সহিহ মুসলিম, হাদিস নং/৬২১৫ আৰু দাউদ, হাদিস নং/৪১৮৮; নাসাঈ, হাদিস নং/৫০৬১; মুসনাদে আহম্মদ, হাদিস নং/১২১৩৯ ৷ রসূলুল্লাহ (সাঃ) এর চুল হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৪।পরিচ্ছেদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) চুলের মধ্যে সিঁথি করিতেন

২৫. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] তার কেশ নিম্নদেশে ঝুলিয়ে রাখতেন [অর্থাৎ প্রথমদিকে তিনি সিথি করিতেন না]। আর মুশরিকরা তাহাদের মাথায় সিথি করত। পক্ষান্তরে আহলে কিতাব তাহাদের মাথার চুল ঝুলিয়ে রাখত। প্রথমদিকে রসূলুল্লাহ [সাঃআঃ] গ্ৰ যে ব্যাপারে প্রত্যাদেশ না পেতেন, সেসব ব্যাপারে আহলে কিতাবদের অনুসরণ পছন্দ করিতেন। এরপর রসূলুল্লাহ [সাঃআঃ] তার কেশকে সিথি করিতেন। {২৫}

{২৫} সহিহ বোখারী, হাদিস নং/৩৫৫৮, নাসাঈ, হাদিস নং/৫২৩৮; মুসনাদে আহম্মদ, হাদিস নং/২৬০৫। রসূলুল্লাহ (সাঃ) চুল হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

২৬. উম্মে হানী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ]-কে আমি চুলের চারটি বেণী বাধা অবস্থায় দেখেছি। {২৬}

{২৬} মুসনাদে আহম্মদ, হাদিস নং/২৭৪৩০ মুজামুল কাবীর লিত তাবারানী, হাদিস নং/২০৪৮৩। রসূলুল্লাহ (সাঃ) এর চুল হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

Comments

One response to “রসূলুল্লাহ (সাঃ) এর চুল । তিনি সিঁথি ও বেণী বাধতেন”

Leave a Reply