রসূলুল্লাহ [সাঃ] এর উঠা বসা
রসূলুল্লাহ [সাঃ] এর উঠা বসা , এই অধ্যায়ে হাদীস, ২ টি ( ৯৬-৯৭ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন
অধ্যায়-২১ঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উঠা-বসা
১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ [সাঃ] এর উঠা বসা
৯৬. আব্বাদ ইবনি তামীম [রহঃ] তাহাঁর চাচা হতে হইতে বর্ণীতঃ
তিনি নাবী [সাঃআঃ] কে মসজিদে উর্ধ্বমুখী হয়ে এক পায়ের উপর অপর পা রেখে [শোয়া অবস্থায়] আরাম করিতে দেখেছেন। {৯৭}
ব্যাখ্যাঃ এ হাদিসের আলোকে বুঝা যায় যে, পায়ের উপর পা রেখে চিত হয়ে শুয়ে থাকাতে কোন দোষ নেই। {৯৭}মুয়াত্তা মালেক, হাদিস নং/৪১৬; সহিহ বোখারী, হাদিস নং/৪৭৫; সহিহ মুসলিম, হাদিস নং/৫৬২৬; নাসাঈ, হাদিস নং/৭২১; মুসনাদে আহম্মদ, হাদিস নং/১৬৪৯১। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৯৭. আবু সাঈদ খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] ইহতিবা অর্থাৎ নিতম্বের উপর ভর করে উরুর উপর হাত রেখে মসজিদে বসতেন। {৯৮}
ব্যাখ্যা ঃ উরুদ্বয়কে পেটের, সাথে লাগিয়ে নিতম্বের উপর ভর দিয়ে বসে দুহাত দিয়ে উভয় পায়ের নলা পেঁচিয়ে ধরে বসাকে ইহতিবা বলে। এ ধরনের বসা বিনয়ের পরিচায়ক। {৯৮}আবু দাউদ।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
Leave a Reply