রসূলুল্লাহ্ এর বাণী : যারা এখন বর্তমানে আছে একশ বছরের মাথায়
রসূলুল্লাহ্ এর বাণী : যারা এখন বর্তমানে আছে একশ বছরের মাথায় >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৫৩. অধ্যায়ঃ রসূলুল্লাহ্ এর বাণী : যারা এখন বর্তমানে আছে একশ বছরের মাথায় কোন লোক ভু-পৃষ্ঠে অবশিষ্ট থাকিবে না।
৬৩৭৩. আবদুল্লাহ ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন রসূলুল্লাহ্ [সাঃআঃ] তাহাঁর জীবনের শেষ প্রান্তে একরাতে আমাদের সাথে ইশার সালাত আদায় করিলেন। তিনি সালাম ফিরিয়ে দাঁড়িয়ে বলিলেন, এ রাত্র সর্ম্পকে তোমরা কি ধারনা পোষণ করো? কারণ এর একশ বছরের মাথায় যারা আজ পৃথিবীর পৃষ্ঠে বিদ্যমান রয়েছে তাদের কেউ জীবিত থাকিবে না।
ইবনি উমর [রাদি.] বলিলেন, তখন লোকেরা একশ বছর সংশ্লিষ্ট এসব হাদীসের বর্ননায় দ্বিধায পড়ে গেল। অবশ্য রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, ”আজ যারা পৃথিবী পৃষ্ঠে বর্তমান আছে তাদের কেউ অবশিষ্ট থাকিবে না।” দ্বারা একথা বুঝাতে চেয়েছেন যে, যুগের পরিসমাপ্তি হয়ে যাবে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৪৯, ই.স ৬২৯৭]
৬৩৭৪. মামার [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
যুহুরী [রহমাতুল্লাহি আলাইহি] সূত্রে তাহাঁর হাদীসের অবিকল রিওয়াত করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৫০, ই.স ৬২৯৮]
৬৩৭৫. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন যে, আমি রসূলুল্লাহ্ [সাঃআঃ] কে তাহাঁর ওফাতের এক মাস আগে বলিতে শুনেছি যে, আমাকে তোমরা কিয়ামাত সন্মধ্যে প্রশ্ন করছ, কিন্তু তার ইলমতো আল্লাহরই নিকট। আমি আল্লাহর শপথ করে বলছি যে, পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যার উপর একশ বছর পূরণ হইবে। [অর্থাৎ আজ হইতে থেকে একশ বছরের মাথায় বর্তমানে জীবিত ব্যক্তিরা বাকী থাকিবে না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৫১, ই.স ৬৩৯৯]
৬৩৭৬. ইবনি জুরায়জের সূত্রে এ সানাদ হইতে বর্ণীতঃ
হাদীস রিওয়ায়াত করিয়াছেন। কিন্তু তিনি “ তাহাঁর ইন্তেকালের এক মাস আগে” উক্তিটি বর্ননা করেননি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৫১, ই.স ৬৩০০]
৬৩৭৭. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি তাহাঁর ইন্তিকালের একমাস আগে বা অনুরূপ সময়ে বলেছিলেন যে, যেসব প্রাণী বর্তমান জীবিত আছে, তাদের উপর একশ বছর শেষ হইতেই তারা আর অবশিষ্ট থাকিবে না।
আস্ সিকায়াহ্ গ্রন্থকার আবদুর রহমান [রাদি.] … জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.]-এর সুত্রে রসূলুল্লাহ্ [সাঃআঃ] হইতে অবিকল বর্ণিত হয়েছে। আবদুর রহমান [রাদি.] “আয়ুষ্কাল ক্ষীণ হয়ে গেছে” বলে উক্ত হাদীসের ব্যাখ্যা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৫২, ইসলামিক সেন্টার- ৬৩০১]
৬৩৭৮. আবু বকর ইবনি আবু শাইবাহ্ ও সুলাইমান তাইমী [রাদি.] হইতে বর্ণীতঃ
সবাই তাহাঁর অবিকল রিওয়ায়াত করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৫৩, ইসলামিক সেন্টার- ৬৩০২]
[আরবি]
৬৩৭৯. আবু সাঈদ খুদ্রী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] তাবূক যুদ্ধ হইতে প্রত্যাবর্তন শেষে লোকেরা তাঁকে কিয়ামত সম্বন্ধে প্রশ্ন করিল। তখন রসূলুল্লাহ্ [সাঃআঃ] বললেনঃ একশ বছর পরিসমাপ্তি হলে এখানকার কোন লোক আর অবশিষ্ট থাকিবে না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৫৪, ইসলামিক সেন্টার- ৬৩০৩]
৬৩৮০. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেনঃ কোন প্রাণ [লোক] একশ বছর পর্যন্ত পৌঁছবে না। তখন সালিম [রাদি.] বলিলেন, আমরা এ বিষয়টি তাহাঁর [জাবির] নিকট বর্ণনা করলাম। তিনি বলিলেন, এ কথা দ্বারা আজ পর্যন্ত যে সকল নবজাতক পয়দা হয়েছে- সকলকে লক্ষ্য করে বলা হয়েছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৫৫, ইসলামিক সেন্টার- ৬৩০৪]
Leave a Reply