রসুন খাওয়া বৈধ এবং যে লোক বড়দের সঙ্গে কথা বলিতে আগ্রহ প্রকাশ করে
রসুন খাওয়া বৈধ এবং যে লোক বড়দের সঙ্গে কথা বলিতে আগ্রহ প্রকাশ করে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩১. অধ্যায়ঃ রসুন খাওয়া বৈধ এবং যে লোক বড়দের সঙ্গে কথা বলিতে আগ্রহ প্রকাশ করে এটা তার জন্য খাওয়া পরিহার করা কর্তব্য, অন্যান্য দুর্গন্ধযুক্ত বস্তুর বিধানও তাই
৫২৫১. আবু আইয়ূব [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট কোন খাদ্য নিয়ে আসলে তিনি সামান্য খেতেন আর বাকীটুকু আমার নিকট প্রেরণ করিতেন। একদা তিনি এমন কিছু খাবার প্রেরণ করিলেন যা হইতে তিনি কিছুই আহার করেনি। কেননা তাতে রসুন ছিল। আমি তার কাছে জানতে চাইলাম, এটা কি নিষিদ্ধ? তিনি বলিলেন, না। তবে গন্ধের কারণে ওটা আমার কাছে অপছন্দনীয়।
তিনি বলিলেন, তাহলে আমিও তা পছন্দ করবো না, যা আপনি পছন্দ করেননি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৮৩, ইসলামিক সেন্টার- ৫১৯৫]
৫২৫২. শুবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উল্লেখিত সূত্রে হাদীসটি বর্ণনা করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৮৪, ইসলামিক সেন্টার- ৫১৯৬]
৫২৫৩. আবু আইয়ূব [রাদি.] হইতে বর্ণীতঃ
[হিজরাতের সময়] নবী [সাঃআঃ] তাহাঁর গৃহে মেহমান হলেন। নবী [সাঃআঃ] অবস্থান করিতেন নীচ তলায় এবং আবু আইয়ূব [রাদি.] অবস্থান করিতেন উপর তলায়। একদা রাত্রে আবু আইয়ূব [রাদি.] জাগ্রত হয়ে বলিলেন, আমরা তো রসূলুল্লাহ [সাঃআঃ]-এর মাথার উপর চলাফেরা করি। তখন তিনি সে স্থান হইতে দূরে গিয়ে এক কোণে রাত্রি যাপন করিলেন। অতঃপর [সকালে] নবী [সাঃআঃ]-কে তিনি ব্যাপারটি জানালে নবী [সাঃআঃ] বলিলেন, নীচ তলায়েই অনেক সুবিধা। তখন তিনি বলিলেন, আপনি নীচে থাকিবেন এমন ছাদে আমি উঠবো না। অতঃপর নবী [সাঃআঃ] উপর তলায় এবং আবু আইয়ূব [রাদি.] নীচ তলায় জায়গা পরিবর্তন করিলেন। তিনি নবী [সাঃআঃ]-এর জন্য খাদ্য প্রস্তুত করিতেন যখন [অবশিষ্ট] খাদ্য ফেরত আনা হতো, তখন তিনি জানতে চাইতেন, রসূল [সাঃআঃ] কোন্ জায়গায় তাহাঁর আঙ্গুল স্পর্শ করিয়াছেন। অতঃপর তাহাঁর আঙ্গুলের স্থান অনুসরণ করে সেখান থেকে খেতেন। একবার তিনি তাহাঁর জন্য খানা প্রস্তুত করিলেন, যার মধ্যে রসুন ছিল। তাহাঁর নিকট ফেরত নিয়ে আসলে তিনি নবী [সাঃআঃ]-এর আঙ্গুল স্পর্শের স্থান সম্পর্কে প্রশ্ন করিলেন। তাঁকে বলা হলো, তিনি এগুলো খাননি। তিনি হতভম্ব হয়ে গেলেন এবং তাহাঁর কাছে গেলেন। তিনি বলিলেন, তাহলে আপনি যা পছন্দ করেন না, আমিও তা পছন্দ করি না।
তিনি বলেন, নবী[সাঃআঃ]-এর নিকট সে সময় ওয়াহী আসত।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৮৫, ইসলামিক সেন্টার- ৫১৯৭]
Leave a Reply