রসনার সংযম [অর্থাৎ এমন কথা আলোচনা করা যার কারণে জাহান্নামে …

রসনার সংযম [অর্থাৎ এমন কথা আলোচনা করা যার কারণে জাহান্নামে

রসনার সংযম [অর্থাৎ এমন কথা আলোচনা করা যার কারণে জাহান্নামে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৬. অধ্যায়ঃ রসনার সংযম [অর্থাৎ এমন কথা আলোচনা করা যার কারণে জাহান্নামে পতিত হইবে] এবং অন্য নুসখায় রয়েছে বাকশক্তি নিয়ন্ত্রণ করা

৭৩৭১ আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে এ কথা বলিতে শুনেছেন যে, বান্দা এমন কথা বলে, যার কারণে সে জাহান্নামের মধ্যে পূর্ব ও পশ্চিমাকাশের মধ্যস্থিত দূরত্বের তুলনায়ও বেশি দূরে গিয়ে নিপতিত হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭২১১, ইসলামিক সেন্টার- ৭২৬৩]

৭৩৭২ আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ বান্দা এমন কথা বলে, যার ক্ষতির ব্যাপারে সে অবহিত নয়, পরিশেষে সে জাহান্নামে পূর্ব ও পশ্চিমাকাশের মধ্যস্থিত দূরত্বের তুলনায়ও অধিক দূরে গিয়ে সে নিপতিত হয়।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭২১২, ইসলামিক সেন্টার- ৭২৬৪]

Comments

One response to “রসনার সংযম [অর্থাৎ এমন কথা আলোচনা করা যার কারণে জাহান্নামে …”

Leave a Reply