পুরুষদের সাথে যুদ্ধে স্ত্রীলোকদের অংশগ্রহণ
পুরুষদের সাথে যুদ্ধে স্ত্রীলোকদের অংশগ্রহণ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৪৭. অধ্যায়ঃ পুরুষদের সাথে যুদ্ধে স্ত্রীলোকদের অংশগ্রহণ
৪৫৭৪. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
[তাহাঁর মা] উম্মু সুলায়ম হুনায়নের যুদ্ধের দিন একটি ছোরা ধারণ করেছিলেন, যা তার সঙ্গে থাকত। [তার স্বামী] আবু তালহাহ্ তা দেখিতে পেয়ে বলেন, হে আল্লাহর রসূল! ইনি উম্মু সুলায়ম। আর তার সাথে একটি ছোরা রয়েছে। রসূলুল্লাহ [সাঃআঃ] তাঁকে বললেনঃ এ ছোরা কিসের জন্য? তিনি বলিলেন, এটি এজন্য নিয়েছি যদি কোন বিধর্মী মুশরিক আমার কাছাকাছি আসে, তবে এ দিয়ে আমি তার পেট চিরে ফেলবো। তখন রসূলুল্লাহ [সাঃআঃ] হাসতে লাগলেন। তখন তিনি [উম্মু সুলায়ম] বলিলেন, হে আল্লাহর রসূল! [মক্কা বিজয়ের দিন] আমাদের ছাড়া যারা ছাড়া পেয়ে গেছে এবং পরাজয়ের মুখে ইসলাম গ্রহণ করেছে, তাদের হত্যা করে ফেলুন। তখন রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ হে উম্মু সুলায়ম! আল্লাহই [মুশরিকদের বিরুদ্ধে] যথেষ্ট। তিনি [আমাদের প্রতি] সদয় রয়েছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫৩০, ইসলামিক সেন্টার- ৪৫৩২]
৪৫৭৫. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
উম্মু সুলায়মের কাহিনী বর্ণনা প্রসঙ্গে নবী [সাঃআঃ]-এর পক্ষ থেকে পূর্বে বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫৩০, ইসলামিক সেন্টার- ৪৫৩৩]
৪৫৭৬. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেছেন, রসূলুল্লাহ [সাঃআঃ] উম্মু সুলায়ম ও আনসারের কতিপয় মহিলাকে তাহাঁর সাথে যুদ্ধক্ষেত্রে নিয়ে যেতেন। তারা আর্তদের পানি পান করাতেন এবং আহতদের শুশ্রুষা করিতেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫৩১, ইসলামিক সেন্টার- ৪৫৩৪]
৪৫৭৭. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেছেন, উহুদ যুদ্ধের দিন যুদ্ধে পরাস্ত হয়ে কতিপয় লোক নবী [সাঃআঃ] -কে আড়াল করে রেখেছিলেন। আর আবু তালহাহ্ [রাদি.] ছিলেন একজন অতি দক্ষ তীরন্দাজ। সেদিন [যুদ্ধে] তিনি দু বা তিনটি ধনুক ভেঙ্গে ফেলেন। রাবী বলেন, যখনই কোন ব্যক্তি তীর নিয়ে তার পাশ দিয়ে গমন করতো, তখনই তিনি রসূলুল্লাহ [সাঃআঃ] বলিতেন, এগুলো আবু তালহার জন্য রেখে যাও। রাবী বলেন, যখনই নবী [সাঃআঃ] মাথা তুলে লোকজনের প্রতি তাকাতেন, তখনই আবু তালহাহ্ [রাদি.] বলে উঠতেন, হে আল্লাহর নবী! আপনার জন্য আমার পিতা-মাতা কুরবান! আপনি মাথা উঠাবেন না; এমন না হয় শত্রুপক্ষের তীর এসে আপনার গায়ে লাগে। আপনার বক্ষ রক্ষার্থে আমার বক্ষ নিবেদিত। আবু তালহাহ্ বলেন, আমি [সেদিন] আবু বাক্র কন্যা আয়েশাহ ও উম্মু সুলায়মকে এমন অবস্থায় দেখেছি, তাঁরা তাঁদের পিঠে পানির মশক বয়ে আনছিলেন। তখন তাঁরা এমনভাবে কাপড় গুছিয়ে চলছিলেন যে, আমি তাদের পায়ে পরিহিত অলংকার দেখিতে পাচ্ছিলাম। তাঁরা আহতদের মুখে পানি ঢেলে দিচ্ছিলেন। তাঁরা আবার গিয়ে মশক ভরে পানি এনে আহতদের মুখে পানি দিচ্ছিলেন। আবু তালহার হাত থেকে সেদিন তন্দ্রার ঘোরে দুবার বা তিনবার তলোয়ার পড়ে যায়।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫৩২, ইসলামিক সেন্টার- ৪৫৩৫]
Leave a Reply