যুদ্ধে তাড়াতাড়ি করা এবং দুটি জরুরী কাজের মধ্যে একটিকে অগ্রাধিকার দেয়া
যুদ্ধে তাড়াতাড়ি করা এবং দুটি জরুরী কাজের মধ্যে একটিকে অগ্রাধিকার দেয়া >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৩. অধ্যায়ঃ যুদ্ধে তাড়াতাড়ি করা এবং দুটি জরুরী কাজের মধ্যে একটিকে অগ্রাধিকার দেয়া
৪৪৯৩. আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেনঃ যখন রসূলুল্লাহ [সাঃআঃ] আহযাবের যুদ্ধ থেকে ফিরে আসলেন- তখন তিনি আমাদের মাঝে ঘোষণা দিলেন যে, কেউ যেন যুহরের নামাজ আদায় না করে, যতক্ষণ না বানী কুরাইযার মহল্লায় গিয়ে পৌঁছবে। তখন কিছু সংখ্যক লোক যুহরের নামাজের সময় চলে যাওয়ার ভয় করিলেন এবং তারা বানূ কুরাইযাহ্ গোত্রে পৌঁছার পূর্বেই নামাজ আদায় করিলেন। আর অন্যান্যরা বলিলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] আমাদেরকে যে স্থানে নামাজ আদায় করিতে বলেছেন, সে স্থান ব্যাতীত আমরা নামাজ আদায় করব না, যদিও সময় চলে যায়। রাবী বলেন, এ ঘটনা শুনে রসূলুল্লাহ [সাঃআঃ] এ দুদলের কারো প্রতি রাগান্বিত হননি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৪৫০ ইসলামিক সেন্টার- ৪৪৫২]
Leave a Reply