শত্রুর সাথে যুদ্ধের সময় [আল্লাহর কাছে বিজয়ের জন্য সাহায্য] প্রার্থনা করা মুস্তাহাব

শত্রুর সাথে যুদ্ধের সময় [আল্লাহর কাছে বিজয়ের জন্য সাহায্য] প্রার্থনা করা মুস্তাহাব

শত্রুর সাথে যুদ্ধের সময় [আল্লাহর কাছে বিজয়ের জন্য সাহায্য] প্রার্থনা করা মুস্তাহাব >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৭. অধ্যায়ঃ শত্রুর সাথে যুদ্ধের সময় [আল্লাহর কাছে বিজয়ের জন্য সাহায্য] প্রার্থনা করা মুস্তাহাব

৪৪৩৫. আবদুল্লাহ ইবনি আবু আওফা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে [খন্দকের যুদ্ধে] এভাবে দুআ করিলেন যে, হে আল্লাহ! কিতাব নাযিলকারী, দ্রুত হিসেব গ্রহণকারী, তুমি সম্মিলিত বাহিনীকে পরাজিত করে দাও। হে আল্লাহ! তুমি তাদের পরাজিত করে দাও এবং তাদের কম্পমান করে দাও।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৯৩, ইসলামিক সেন্টার- ৪৩৯৩]

৪৪৩৬. ইবনি আবু আওফা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এভাবে দুআ করিলেন …… পরবর্তী অংশ উল্লিখিত খালিদের হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি এ [আরবী] বাক্যের পরিবর্তে [আরবী] বাক্যটি এনেছেন অর্থ শত্রু সৈন্যদের পরাস্তকারী। আর তিনি  اللَّهُمَّ আল্লাহুম্মা “হে আল্লাহ!” শব্দটির উল্লেখ করেননি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৯৪, ইসলামিক সেন্টার- ৪৩৯৪]

৪৪৩৭. ইসমাঈল [রহমাতুল্লাহি আলাইহি] উক্ত সানাদ হইতে বর্ণীতঃ

তবে ইবনি আবু উমর [রহমাতুল্লাহি আলাইহি] তাহাঁর বর্ণনায় [আরবী] “মেঘমালা পরিচালনাকারী” বাক্যটি অতিরিক্ত বর্ণনা করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৯৫, ইসলামিক সেন্টার- ৪৩৯৫]

৪৪৩৮. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] উহূদের যুদ্ধের দিন বলেছিলেন,

اللَّهُمَّ إِنَّكَ إِنْ تَشَأْ لاَ تُعْبَدْ فِي الأَرْضِ

হে আল্লাহ! তুমি যদি চাও পৃথিবীতে তোমার ইবাদাত করা হইবে না। {৩৩}

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৯৬, ইসলামিক সেন্টার- ৪৩৯৬]

{৩৩} এ প্রার্থনায় আল্লাহ তাআলার ফয়সালায় নিজেদের সপে দেয়া ফুটে উঠেছে। অন্য বর্ণনায় এ দুআটি নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বাদর দিবসে করেছিলেন বলে রয়েছে। সম্ভবত বাদর ও উহুদ উভয় যুদ্ধে নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এ দুআ করেছিলেন। [সহীহ মুসলিম- মুখতাসার শারহে নাবাবী, আল্লামা ওয়াহীদুজ্জামান ৫ম খণ্ড, ৭ পৃষ্ঠা]


Posted

in

by

Comments

One response to “শত্রুর সাথে যুদ্ধের সময় [আল্লাহর কাছে বিজয়ের জন্য সাহায্য] প্রার্থনা করা মুস্তাহাব”

Leave a Reply