নবী [সাঃআঃ] -এর যুদ্ধসমূহের সংখ্যা

নবী [সাঃআঃ] -এর যুদ্ধসমূহের সংখ্যা

নবী [সাঃআঃ] -এর যুদ্ধসমূহের সংখ্যা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৪৯. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর যুদ্ধসমূহের সংখ্যা

৪৫৮৬. আবু ইসহাক্‌ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

আবদুল্লাহ ইবনি ইয়াযীদ [রহমাতুল্লাহি আলাইহি] লোকজনকে নিয়ে ইস্তিকার [বৃষ্টি প্রার্থনার] নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হলেন। তিনি দুরাকআত নামাজ আদায় করিলেন, এরপর বৃষ্টির জন্যে দুআ করিলেন। রাবী বলেন, সেদিন আমি যায়দ ইবনি আরকাম [রাদি.] -এর সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি বলেন, আমার এবং তাহাঁর মাঝে একজন ছাড়া কোন লোক ছিল না। অথবা তিনি বলেছেন, আমার এবং তাহাঁর মাঝে কেবল একজন লোক ছিল, আমি তখন তাঁকে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ [সাঃআঃ] কতগুলো যুদ্ধ করিয়াছেন? তিনি বলিলেন, ঊনিশটি। তখন আমি বললাম, আপনি তাহাঁর সঙ্গে কতটি যুদ্ধে অংশগ্রহণ করিয়াছেন? তিনি বলিলেন, সতেরটি যুদ্ধে। রাবী বলেন, তখন আমি প্রশ্ন করলাম, সর্বপ্রথম তিনি কোন্‌ যুদ্ধটি করিয়াছেন? তিনি বলিলেন, যাতুল-উসায়র বা যাতুল-উশায়র।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫৪১, ইসলামিক সেন্টার- ৪৫৪৪]

৪৫৮৭. যায়দ ইবনি আকরাম [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] উনিশটি যুদ্ধ করিয়াছেন। হিজরাতের পর একবার মাত্র হাজ্জ করেছিলেন, যেটি ছাড়া আর কোন হাজ্জ করেননি- তা হল বিদায় হাজ্জ।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫৪২, ইসলামিক সেন্টার- ৪৫৪৫]

৪৫৮৮. আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] -এর সঙ্গে উনিশটি যুদ্ধ করেছি।

জাবির [রাদি.] বলেন, আমি বাদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করিতে পারিনি। আমার পিতা আমাকে তা থেকে বাধা দিয়েছিলেন। তারপর যখন উহুদ যুদ্ধে [আমার পিতা] আবদুল্লাহ নিহত হলেন, তারপর থেকে আমি আর কখনো কোন যুদ্ধে রসূলুল্লাহ [সাঃআঃ] থেকে পশ্চাৎপদ হইনি। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৫৪৩, ইসলামিক সেন্টার- ৪৫৪৬]

৪৫৮৯

বুরাইদাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] উনিশটি যুদ্ধে শরীক হন। তন্মধ্যে আটটিতে তিনি সক্রিয়ভাবে যুদ্ধ করেন।

রাবী আবু বাক্‌র তন্মধ্যে শব্দটি বলেননি বরং তিনি তাহাঁর বর্ণনায় আবদুল্লাহ ইবনি বুরাইদাহ্‌ আমার কাছে বর্ণনা করিয়াছেন বলে উল্লেখ করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৫৪৪, ইসলামিক সেন্টার- ৪৫৪৭]

৪৫৯০

বুরাইদাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি রসূলুল্লাহ [সাঃআঃ] এর সঙ্গে ষোলটি যুদ্ধে অংশগ্রহণ করেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৫৪৫, ইসলামিক সেন্টার- ৪৫৪৮]

৪৫৯১

সালামাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] –এর সঙ্গে সাতটি যুদ্ধে অংশগ্রহণ করি। তিনি যতগুলো অভিযানে সৈন্য প্রেরণ করিয়াছেন তার মধ্যে নয়টিতে আমি অংশগ্রহণ করি। একবার আমাদের সেনাপতি ছিলেন আবু বকর [রাদি.] আর একবার আমাদের সেনাপতি ছিলেন উসামাহ্‌ ইবনি যায়দ [রাদি.]। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৫৪৬, ইসলামিক সেন্টার- ৪৫৪৯]

৪৫৯২

হাতিম [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

এ হাদীসটি উল্লেখিত সুত্রে আমার কাছে বর্ণনা করিয়াছেন। তবে তিনি তাহাঁর বর্ণনায় উভয় ধরনের সাতটি অভিযানের সংখ্যা বলেছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৫৪৭, ইসলামিক সেন্টার- ৪৫৫০]


Posted

in

by

Comments

Leave a Reply