যিনার অপবাদ প্রদানকারীর শাস্তির প্রমাণ

যিনার অপবাদ প্রদানকারীর শাস্তির প্রমাণ

যিনার অপবাদ প্রদানকারীর শাস্তি >> বুলুগুল মারাম এর মুল সুচিপত্র দেখুন

অধ্যায় – ২ঃ যিনার অপবাদ প্রদানকারীর শাস্তি

পরিচ্ছেদ ০১. যিনার অপবাদ প্রদানকারীর শাস্তির প্রমাণ
পরিচ্ছেদ ০২. স্ত্রীর প্রতি স্বামীর ব্যভিচারের অপবাদ আরোপ করার বিধান
পরিচ্ছেদ ০৩. দাসের প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করার শাস্তি
পরিচ্ছেদ ০৪. দাসের প্রতি ব্যভিচারের অপবাদ আরোপকারীর বিধান

পরিচ্ছেদ ০১. যিনার অপবাদ প্রদানকারীর শাস্তির প্রমাণ

১২২৩. আয়িশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, যখন কুরআনে আমার উপর আরোপিত অপবাদ হতে মুক্তি সংক্রান্ত আয়াত অবতীর্ণ হলো তখন রসূলুল্লাহ [সাঃআঃ] যখন মিম্বারে উঠে দাঁড়ালেন ও এর উল্লেখ করিলেন এবং ক্বুরআনের আয়াত পাঠ করে শুনালেন, তারপর মিম্বার হতে অবতরণ করিলেন, এবং দুজন পুরুষ [হাসসান ইবনি সাবিত, মিসতাহ ইবনি আসাসা] ও একজন স্ত্রীলোক [হামনা বিনতু জাহাশ] কে তাহাঁর আদেশক্রমে হাদ্দ মারা হলো। {১৩৩০}

{১৩৩০} আবু দাউদ ৪৪৭৪, ইবনি মাজাহ ২৫৬৭, আহম্মদ ২৬৫৩১। শাইখ আলবানী সহিহ ইবনি মাজাহ ২০৯৭, সহিহ তিরমিজি ৩১৮১, সহিহ আবু দাউদ ৪৪৭৪ গ্রন্থত্রয়ে হাসান বলেছেন, তবে তাখরীজ মিশকাতুল মাসাবীহ ৩৫১২ এর মধ্যে বলেন, ইবনি ইসহাক আন আন করে বর্ণনা করিয়াছেন, যিনি মুদাল্লিস। ঈমাম শওকানী তার নাইলুল আওত্বার ৭/৮২ গ্রন্থে বলেন, এর সানাদে মুহাম্মাদ বিন ইসহাক রয়েছে। সে আন আন করে বর্ণনা করিয়াছেন। সুতরাং তার তাদলীস ও আন আন এর কারণে এটি দলিল হিসেবে গৃহীত হইবে না। যিনার অপবাদ প্রদানকারীর শাস্তি হাদিসের তাহকিকঃ হাসান হাদিস

পরিচ্ছেদ ০২. স্ত্রীর প্রতি স্বামীর ব্যভিচারের অপবাদ আরোপ করার বিধান

১২২৪. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, ইসলামের সর্বপ্রথম সংঘটিত লিআন এজন্য ছিল যে, হিলাল ইবনি উমাইয়াহ তার স্ত্রীর সাথে শারীক ইবনি সাহমার ব্যভিচারের অপবাদ আরোপ করেছিলেন। রসূলুল্লাহ [সাঃআঃ] তাকে [হিলালকে] বলেন, প্রমাণ উপস্থিত কর অন্যথায় তোমার পিঠের উপর অপবাদের হাদ্দ মারা হইবে। {১৩৩১}

{১৩৩১} ঈমাম শওকানীর নাইলুল আওত্বার [৭/৬৯], ইবনি হাজামের আল মাহাল্লী [১১/১৬৮, ১১/২৬৫], মুসনাদ আবু ইয়ালা ২৮২৪। যিনার অপবাদ প্রদানকারীর শাস্তি হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১২২৫. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

হতে বর্ণিত আছে। {১৩৩২}

{১৩৩২} বোখারী ৪৭৪৭, ৫৩০৭, তিরমিজি ৩১৭৯, আবু দাউদ ২২৫৪, ২২৫৫, ইবনি মাজাহ ২০৬৭, আহম্মদ ২১৩২, ২২০০।

ইবনি আব্বাস [রাদি.] হতে বর্ণিত। হিলাল ইবনি উমাইয়া নাবী [সাঃআঃ] এর নিকট তার স্ত্রীর বিরুদ্ধে শারীক ইবনি সাহমা এর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবার অভিযোগ করলে নাবী [সাঃআঃ] বলিলেন, হয় তুমি এর প্রমাণ পেশ করিবে, নয় তোমার পিঠে দন্ড আপতিত হইবে। সে বলিল, হে আল্লাহর রসূল! আমাদের কেউ কি আপন স্ত্রীর উপর অপর কোন পুরুষকে দেখে প্রমাণ সংগ্রহের জন্য ছুটে যাবে? কিন্তু নাবী [সাঃআঃ] একই কথা বলিতে থাকলেন, হয় প্রমাণ পেশ করিবে, নয় তোমার পিঠে বেত্রাঘাতের দন্ড আপতিত হইবে।

যিনার অপবাদ প্রদানকারীর শাস্তি হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

পরিচ্ছেদ ০৩. দাসের প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করার শাস্তি

১২২৬. আবদুল্লাহ ইবনি আমির ইবনি রাবীআহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি আবু বকর, উমার ও উসমান [রাদি.] খলীফাদের এবং তাহাদের পরবর্তী খলিফাগণের যুগও পেয়েছি- তারা কেউ দাসের উপর অপবাদের হাদ্দ ৪০ কোড়া ছাড়া [আর বেশি] মারতেন না।

যিনার অপবাদ প্রদানকারীর শাস্তি হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

পরিচ্ছেদ ০৪. দাসের প্রতি ব্যভিচারের অপবাদ আরোপকারীর বিধান

১২২৭. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেন, যে কেউ আপন ক্রীতদাসের প্রতি অপবাদ আরোপ করিল – অথচ সে তা থেকে পবিত্র যা সে বলেছে- ক্বিয়ামাত দিবসে তাকে কশাঘাত করা হইবে। তবে যদি এমনই হয় যেমন সে বলেছে [সে ক্ষেত্রে কশাঘাত করা হইবে না]। {১৩৩৩}

{১৩৩৩} বোখারী ৬৮৫৮, মুসলিম ১৬৬০, তিরমিজি ১৯৪৭, আবু দাউদ ৫১৬৫, আহম্মদ ৯২৮৩, ১০১১০। যিনার অপবাদ প্রদানকারীর শাস্তি হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস


by

Comments

One response to “যিনার অপবাদ প্রদানকারীর শাস্তির প্রমাণ”

Leave a Reply