পর্বঃ ২৪, যাকাত, অধ্যায়ঃ (১-৭৮)=৭৮টি
যাকাত ওয়াজিব হওয়া প্রসঙ্গে এবং যথাস্থানে ধন-সম্পদ খরচ করা
২৪/১. অধ্যায়ঃ যাকাত ওয়াজিব হওয়া প্রসঙ্গে।
২৪/২. অধ্যায়ঃ যাকাত দেয়ার উপর বায়আত
২৪/৩. অধ্যায়ঃ যাকাত প্রদানে অস্বীকারকারীর গুনাহ।
২৪/৪. অধ্যায়ঃ যে সম্পদের যাকাত দেয়া হয় তা কানয (জমাকৃত সম্পদ) নয়।
২৪/৫. অধ্যায়ঃ যথাস্থানে ধন-সম্পদ খরচ করা
সাদকা প্রদান ডান হাতে প্রকাশ্যে ও গোপনে। ইহা গুনাহ মিটিয়ে দেয়
২৪/৬. অধ্যায়ঃ সদকা প্রদানে লোক দেখানো
২৪/৭. অধ্যায়ঃ খিয়ানত-এর মাল থেকে সদকা দিলে তা আল্লাহ কবুল করেন না এবং হালাল উপার্জন হইতে কৃত সদকাই তিনি কবুল করেন।
২৪/৮. অধ্যায়ঃ হালাল উপার্জন থেকে সদকা প্রদান করা
২৪/৯. অধ্যায়ঃ ফিরিয়ে দেয়ার পূর্বেই সদকা করা
২৪/১০. অধ্যায়ঃ তোমরা জাহান্নাম থেকে বাঁচ, এক টুকরা খেজুর অথবা অল্প কিছু সদকা করে হলেও।
২৪/১১.১. অধ্যায়ঃ কোন প্রকারের সদকা (দান-খয়রাত) উত্তম; সুস্থ, কৃপণ কর্তৃক সদকা প্রদান।
২৪/১১.২. অধ্যায়ঃ
২৪/১২. অধ্যায়ঃ প্রকাশ্যে সদকা প্রদান করা
২৪/১৩. অধ্যায়ঃ গোপনে সদকা প্রদান করা
২৪/১৪. অধ্যায়ঃ না জেনে কোন ধনী ব্যক্তিকে সদকা প্রদান করলে।
২৪/১৫. অধ্যায়ঃ নিজের অজান্তে কেউ তার পুত্রকে সদকা দিলে।
২৪/১৬. অধ্যায়ঃ ডান হাতে সদকা প্রদান করা
২৪/১৭. অধ্যায়ঃ যে ব্যক্তি স্বহস্তে সদকা প্রদান না করে খাদেমকে তা দেয়ার নির্দেশ দেয়।
২৪/১৮. অধ্যায়ঃ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকা ব্যতীত সদকা নেই।
২৪/১৯. অধ্যায়ঃ কিছু দান করে যে বলে বেড়ায়
২৪/২০. অধ্যায়ঃ যে ব্যক্তি যথাশীঘ্র সদকা দেয়া পছন্দ করে।
২৪/২১. অধ্যায়ঃ সদকা দেয়ার জন্য উৎসাহ প্রদান ও সুপারিশ করা।
২৪/২২. অধ্যায়ঃ সাধ্যানুসারে সদকা করা।
২৪/২৩. অধ্যায়ঃ সদকা গুনাহ মিটিয়ে দেয়।
২৪/২৪. অধ্যায়ঃ মুশরিক থাকাকালে সদকা করার পর যে ইসলাম গ্রহণ করে (তার সদকা কবূল হইবে কি না)
২৪/২৫. অধ্যায়ঃ মালিকের নির্দেশে ফাসাদের উদ্দেশ্য ব্যতীত খাদিমের সদকা করার প্রতিদান
২৪/২৬. অধ্যায়ঃ ফাসাদের উদ্দেশ্য ব্যতীত স্ত্রী তার স্বামীর গৃহ (সম্পদ) হইতে কিছু সদকা প্রদান করলে বা আহার করালে স্ত্রী এর প্রতিদান পাবে।
২৪/২৭. অধ্যায়ঃ আল্লাহ তাআলার বাণীঃ অতঃপর যে ব্যক্তি দান করেছে এবং আল্লাহকে ভয় করেছে আর ভাল কথাকে সত্য বলে বুঝেছে, তবে আমি তাকে শান্তির উপকরণ প্রদান করব। আর যে ব্যক্তি কার্পণ্য করেছে এবং বেপরোয়া হয়েছে আর ভাল কথাকে অবিশ্বাস করেছে, ফলতঃ আমি তাকে ক্লেশদায়ক বস্তুর জন্য আসবাব প্রদান করব। (আল-লাইলঃ ৫-৯)
২৪/২৮. অধ্যায়ঃ সদকাকারী ও কৃপণের উপমা।
২৪/২৯. অধ্যায়ঃ উপার্জন করে প্রাপ্ত সম্পদ ও ব্যবসায় লব্ধ মালের সদকা।
২৪/৩০. অধ্যায়ঃ সদকা করা প্রত্যেক মুসলিমের কর্তব্য। কারো কাছে সদকা করার মত কিছু না থাকলে সে যেন নেক কাজ করে।
২৪/৩১. অধ্যায়ঃ যাকাত ও সদকা দানের পরিমাণ কত হইবে এবং যে ব্যক্তি বকরী সদকা করে।
২৪/৩২. অধ্যায়ঃ রৌপ্যের যাকাত
২৪/৩৩. অধ্যায়ঃ পণ্যদ্রব্যের যাকাত আদায় করা।
২৪/৩৪. অধ্যায়ঃ আলাদা আলাদা সম্পর্কে একত্রিত করা যাবে না। আর একত্রিতগুলো আলাদা করা যাবে না।
২৪/৩৫. অধ্যায়ঃ দুই অংশীদার (এর একজনের নিকট হইতে সমুদয় মালের যাকাত উসুল করা হলে) একজন অপরজন হইতে তার প্রাপ্য অংশ আদায় করে নিবে।
২৪/৩৬. অধ্যায়ঃ উটের যাকাত
২৪/৩৭. অধ্যায়ঃ যার উপর বিনতু মাখায যাকাত দেয়া ওয়াজিব হয়েছে অথচ তার কাছে তা নেই
২৪/৩৮. অধ্যায়ঃ বকরীর যাকাত
২৪/৩৯. অধ্যায়ঃ অধিক বয়সে দাঁত পড়া বৃদ্ধ ও ত্রুটিপূর্ণ বকরী গ্রহণ করা যাবে না, পাঁঠাও গ্রহণ করা হইবে না, তবে মালিক ইচ্ছা করলে (পাঁঠা) দিতে পারে।
২৪/৪০. অধ্যায়ঃ বকরি (চার মাস বয়সের মাদী) বাচ্চা যাকাত হিসেবে গ্রহণ করা।
২৪/৪১. অধ্যায়ঃ যাকাতের ক্ষেত্রে মানুষের উত্তম মাল নেয়া হইবে না
২৪/৪২. অধ্যায়ঃ পাঁচ উটের কমে যাকাত নেই
২৪/৪৩. অধ্যায়ঃ গরুর যাকাত
২৪/৪৪. অধ্যায়ঃ নিকটাত্মীয়দেরকে যাকাত দেয়া।
২৪/৪৫. অধ্যায়ঃ মুসলিমের উপর তার ঘোড়ায় কোন যাকাত নেই।
২৪/৪৬. অধ্যায়ঃ মুসলিমের উপর তার গোলামের যাকাত নেই।
২৪/৪৭. অধ্যায়ঃ ইয়াতীমকে সদকা দেয়া।
২৪/৪৮. অধ্যায়ঃ স্বামী ও পোষ্য ইয়াতীমকে যাকাত দেয়া।
যাকাত ও উশরের হাদিস – চাওয়া হইতে বিরত থাকা।
২৪/৪৯. অধ্যায়ঃ আল্লাহর বাণীঃ দাসমুক্তির জন্য, ঋণ ভারাক্রান্তদের জন্য ও আল্লাহর পথে। (আত-তাওবাঃ ৬০)
২৪/৫০. অধ্যায়ঃ চাওয়া হইতে বিরত থাকা।
২৪/৫১. অধ্যায়ঃ যাকে আল্লাহ সওয়াল ও অন্তরের লোভ ব্যতীত কিছু দান করেন।
২৪/৫২. অধ্যায়ঃ সম্পদ বাড়ানোর জন্য যে মানুষের কাছে সওয়াল করে।
২৪/৫৩. অধ্যায়ঃ মহান আল্লাহর বাণীঃ তারা মানুষের কাছে নাছোড় হয়ে যাচঞা করে না- (আল-বাকারাঃ ২৭৩), আর ধনী হওয়ার পরিমাণ কত?
২৪/৫৪. অধ্যায়ঃ খেজুরের পরিমাণ আন্দাজ করা।
২৪/৫৫. অধ্যায়ঃ বৃষ্টির পানি ও প্রবাহিত পানি দ্বারা সিক্ত ভূমির উৎপাদিত ফসলের উপর উশর।
২৪/৫৬. অধ্যায়ঃ পাঁচ ওয়াসাক-এর কম উৎপাদিত পণ্যের যাকাত নেই।
২৪/৫৭. অধ্যায়ঃ যখন খেজুর সংগ্রহ করা হইবে তখন যাকাত দিতে হইবে এবং শিশুকে যাকাতের খেজুর নেওয়ার অনুমতি দেয়া যাবে কি?
২৪/৫৮. অধ্যায়ঃ এমন ফল বা গাছ (ফলসহ) অথবা (ফসল সহ) জমি, কিংবা শুধু (জমির) ফসল বিক্রয় করা, যেগুলোর উপর যাকাত বা উশর ফরয হয়েছে, অতঃপর ঐ যাকাত বা উশর অন্য ফল বা ফসল দ্বারা আদায় করা বা এমন ধরনের ফল বিক্রয় করা যেগুলোর উপর সদকা ফরয হয়নি।
সদকার মাল কারা খেতে পারবে এবং ভূ-গর্ভস্থসম্পদ সংগ্রহ করা
২৪/৫৯. অধ্যায়ঃ নিজের সদকা কৃত বস্তু ক্রয় করা যায় কি?
২৪/৬০. অধ্যায়ঃ নাবী (সাঃআঃ) -ও তাহাঁর বংশধরদেরকে সদকা দেয়া সম্পর্কে আলোচনা।
২৪/৬১. অধ্যায়ঃ নাবী (সাঃআঃ)-এর সহধর্মিণীদের আযাদকৃত দাস-দাসীদেরকে সদকা দেয়া।
২৪/৬২. অধ্যায়ঃ সদকার প্রকৃতি পরিবর্তিত হলে।
২৪/৬৩. অধ্যায়ঃ ধনীদের হইতে সদকা গ্রহণ করা এবং যে কোন স্থানের অভাবগ্রস্থদের মধ্যে বিতরণ করা।
২৪/৬৪. অধ্যায়ঃ সদকা প্রদানকারীর জন্য ইমামের কল্যাণ কামনা ও দুআ।
২৪/৬৫. অধ্যায়ঃ সাগর হইতে যে সম্পদ সংগ্রহ করা হয়।
২৪/৬৬. অধ্যায়ঃ রিকাযে (ভূ-গর্ভস্থসম্পদ) এক-পঞ্চমাংশ।
২৪/৬৭. অধ্যায়ঃ মহান আল্লাহর বাণীঃ এবং যে সব কর্মচারী যাকাত আদায় করে -(তাওবাঃ ৬০) এবং ইমামের নিকট যাকাত আদায়কারীর হিসাব প্রদান।
২৪/৬৮. অধ্যায়ঃ মুসাফিরের জন্য যাকাতের উট ও তার দুধ ব্যবহার করা।
২৪/৬৯. অধ্যায়ঃ যাকাতের উটে ইমামের নিজ হাতে চিহ্ন দেয়া।
সাদাকাতুল ফিতর ফরয হওয়া প্রসঙ্গে এবং এর পরিমাণ
২৪/৭০. অধ্যায়ঃ সদকাতুল ফিতর ফরয হওয়া প্রসঙ্গে।
২৪/৭১. অধ্যায়ঃ মুসলিমদের গোলাম ও অন্যান্যদের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করা
২৪/৭২. অধ্যায়ঃ সদকাতুল ফিতরের পরিমাণ এক সা যব।
২৪/৭৩. অধ্যায়ঃ সদকাতুল ফিতরের পরিমাণ এক সা খাদ্য।
২৪/৭৪. অধ্যায়ঃ সদকাতুল ফিতরের পরিমাণ এক সা খেজুর।
২৪/৭৫. অধ্যায়ঃ (সদকাতুল ফিতরের পরিমাণ) এক সা কিসমিস।
২৪/৭৬. অধ্যায়ঃ ঈদের সালাতের পূর্বেই সদকাতুল ফিতর আদায় করিতে হইবে।
২৪/৭৭. অধ্যায়ঃ আযাদ ও গোলামের পক্ষ হইতে সদকাতুল ফিতর আদায় করিতে হইবে।
২৪/৭৮. অধ্যায়ঃ অপ্রাপ্ত বয়স্ক ও প্রাপ্ত বয়স্কদের পক্ষ হইতে সদকাতুল ফিতর আদায় করা কর্তব্য
Leave a Reply