যমযমের পানি দাঁড়িয়ে পান করা প্রসঙ্গে
যমযমের পানি দাঁড়িয়ে পান করা প্রসঙ্গে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৫. অধ্যায়ঃ যমযমের পানি দাঁড়িয়ে পান করা প্রসঙ্গে
৫১৭৫. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলাল্লাহ [সাঃআঃ]-কে যমযম হইতে পানি পান করিয়েছি। তিনি দাঁড়িয়ে তা পান করিলেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১০৮, ইসলামিক সেন্টার- ৫১১৯]
৫১৭৬. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী[সাঃআঃ] যমযম কুয়া হইতে ছোট বালতি দ্বারা পানি উঠিয়ে দাঁড়িয়ে পান করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১০৯, ইসলামিক সেন্টার- ৫১২০]
৫১৭৭. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
রাসূলুল্লাহ [সাঃআঃ] দাঁড়িয়ে যমযম হইতে পানি পান করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১১০, ইসলামিক সেন্টার- ৫১২১]
৫১৭৮. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ [সাঃআঃ]-কে যমযম হইতে [পানি] পান করিয়েছি। তিনি দাঁড়ানো অবস্থায় পান করিয়াছেন এবং তিনি পানি চেয়ে লোক পাঠালেন, তথন তিনি বাইতুল্লাহর নিকটে ছিলেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১১১, ইসলামিক সেন্টার- ৫১২২]
৫১৭৯. শুবাহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উল্লেখিত সূত্রে হাদীসটি রিওয়ায়াত করিয়াছেন। তবে তাদের দুজনের হাদীসে রয়েছে- আমি তাহাঁর নিকট বালতি নিয়ে আসলাম।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১১২, ইসলামিক সেন্টার- ৫১২৩]
Leave a Reply