যবেহ ও শিকার করা

যবেহ ও শিকার করা

যবেহ ও শিকার করা  >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন

পর্বঃ ৭২, যবেহ ও শিকার করা, অধ্যায়ঃ (১-৩৮)=৩৮টি

শিকারের সময় বিস্মিল্লাহ বলা এবং সকল বিঁধান

৭২/১. অধ্যায়ঃ ‎শিকারের সময় বিস্মিল্লাহ বলা। ‎
৭২/২. অধ্যায়ঃ তীর লব্ধ শিকার।
৭২/৩. অধ্যায়ঃ তীরের ফলকে আঘাতপ্রাপ্ত শিকার
৭২/৪. অধ্যায়ঃ ধনুকের সাহায্যে শিকার করা।
৭২/৫. অধ্যায়ঃ ছোট ছোট পাথর নিক্ষেপ করা ও বন্দুক মারা।
৭২/৬. অধ্যায়ঃ যে ব্যাক্তি শিকার বা পশু রক্ষার কুকুর ব্যাতীত অন্য কুকুর পালন করে।
৭২/৭. অধ্যায়ঃ শিকারী কুকুর যদি শিকারের কিছুটা খেয়ে ফেলে
৭২/৮. অধ্যায়ঃ শিকার যদি দু বা তিনদিন শিকারী থেকে অদৃশ্য থাকে।
৭২/৯. অধ্যায়ঃ শিকারের সঙ্গে যদি অন্য কুকুর পাওয়া যায়
৭২/১০. অধ্যায়ঃ শিকারে অভ্যস্ত হওয়া সম্পর্কে
৭২/১১. অধ্যায়ঃ পর্বতে শিকার করা
৭২/১২. অধ্যায়ঃ মহান আল্লাহর ইরশাদঃ তোমাদের জন্য সমুদ্রের শিকার হালাল করা হয়েছে . . .. . . .. . . .. . । (সুরা আল-মায়িদাহ ৫/৯৬)

যে সকল প্রাণী খাওয়া হালাল এবং যেসব হারাম

৭২/১৩. অধ্যায়ঃ ফড়িং খাওয়া
৭২/১৪. অধ্যায়ঃ অগ্নিপূজকদের বাসনপত্র ও মৃত জানোয়ার
৭২/১৫. অধ্যায়ঃ যবহের বস্তুর উপর বিসমিল্লাহ বলা এবং ইচ্ছাকৃতভাবে যে বিসমিল্লাহ তরক করে।
৭২/১৬. অধ্যায়ঃ যে জন্তুকে দেব-দেবী ও মূর্তির নামে যবহ করা হয়।
৭২/১৭. অধ্যায়ঃ নাবী (সাঃআঃ)-এর ইরশাদঃ আল্লাহর নামে যবহ করিবে।
৭২/১৮. অধ্যায়ঃ যে জিনিস রক্ত প্রবাহিত করে অর্থাৎ বাঁশ, পাথর ও লোহা।
৭২/১৯. অধ্যায়ঃ দাসী ও মহিলার যবহকৃত জন্তু
৭২/২০. অধ্যায়ঃ দাঁত, হাড় ও নখের সাহায্যে যবহ করা যাবে না।
৭২/২১. অধ্যায়ঃ বেদুঈন ও তাদের মত লোকদের যবহকৃত জন্তু।
৭২/২২. অধ্যায়ঃ আহলে কিতাবের যবহকৃত জন্তু ও এর চর্বি। তারা দারুল হারবের লোক হোক কিংবা না হোক।
৭২/২৩. অধ্যায়ঃ যে জন্তু পালিয়ে যায় তার হুকুম বন্য জন্তুর মত।
৭২/২৪. অধ্যায়ঃ নহর ও যবহ করা
৭২/২৫. অধ্যায়ঃ পশুর অঙ্গহানি করা, বেঁধে তীর দ্বারা হত্যা করা ও চাঁদমারি করা মাকরূহ।
৭২/২৬.অধ্যায়ঃ মুরগীর গোশ্‌ত
৭২/২৭. অধ্যায়ঃ ঘোড়ার গোশ্‌ত
৭২/২৮. অধ্যায়ঃ গৃহপালিত গাধার গোশ্‌ত
৭২/২৯. অধ্যায়ঃ গোশ্‌তভোজী যাবতীয় হিংস্র জন্তু খাওয়া প্রসঙ্গে।
৭২/৩১. অধ্যায়ঃ কস্তুরী
৭২/৩২. অধ্যায়ঃ খরগোশ
৭২/৩৩. অধ্যায়ঃ যব্ব
৭২/৩৪. অধ্যায়ঃ যদি জমাট কিংবা তরল ঘিয়ের মধ্যে ইঁদুর পড়ে
৭২/৩৫. অধ্যায়ঃ পশুর মুখে চিহ্ন লাগানো ও দাগানো
৭২/৩৬. অধ্যায়ঃ কোন দল মালে গনিমত লাভ করার পর যদি তাদের কেউ সাথীদের অনুমতি ব্যাতীত কোন বক্‌রী কিংবা উট যবহ করে ফেলে, তাহলে নাবী (সাঃআঃ) হইতে বর্ণিত রাফি (রাদি.) এর হাদীস অনুসারে সেই ‎গোশ্‌ত খাওয়া যাবে না।
৭২/৩৭. অধ্যায়ঃ কোন দলের উট ছুটে গেলে তাদের কেউ যদি সেটিকে তাদের উপকারের নিয়্যাতে তীর ছুঁড়ে মারে এবং হত্যা করে, তাহলে রাফি (রাদি.) হইতে বর্ণিত নাবী করীম (সাঃ) এর হাদীস অনুযায়ী তা জায়েজ
৭২/৩৮. অধ্যায়ঃ নিরুপায় ব্যক্তির খাওয়া

Comments

Leave a Reply