কুরআন শিক্ষা, লোহার আংটি ইত্যাদি বস্তু কম বা বেশি মোহর হইতে পারে

কুরআন শিক্ষা, লোহার আংটি ইত্যাদি বস্তু কম বা বেশি মোহর হইতে পারে

কুরআন শিক্ষা, লোহার আংটি ইত্যাদি বস্তু কম বা বেশি মোহর হইতে পারে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

১৩. অধ্যায়ঃ মোহর-কুরআন শিক্ষা, লোহার আংটি ইত্যাদি বস্তু কম বা বেশি মোহর হইতে পারে এবং যার জন্য কষ্টকর না হয় তার জন্য পাঁচশত দিরহাম মোহর দেয়া মুস্তাহব

৩৩৭৮.সাহ্‌ল ইবনি সাদ আস্‌ সাইদী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, জনৈকা মহিলা রসূলুল্লাহ [সাঃআঃ]-এর কাছে এসে বললঃ হে আল্লাহ্‌র রসূল! আমি নিজেকে আপনার জন্য হিবা করছি। রসূলুল্লাহ [সাঃআঃ] তার দিকে লক্ষ্য করিলেন এবং দৃষ্টি উপরের দিকে উঠিয়ে নিচে নামালেন। অতঃপর তিনি তাহাঁর শির মুবারক নত করিলেন। মহিলা যখন বুঝতে পারল যে, তার সম্বন্ধে কোন সিদ্ধান্ত পৌঁছেননি, তখন সে বসে পড়ল। অতঃপর জনৈক সাহাবী দাঁড়িয়ে আরয করিল, হে আল্লাহ্‌র রসূল! যদি আপনার প্রয়োজন না হয় তাহলে তাকে আমার সাথে বিবাহ দিয়ে দিন। তিনি বলিলেন, তোমার কাছে কি কিছু আছে? সাহাবী বলিলেন, না, আল্লাহর কসম হে আল্লাহ্‌র রসূল! তিনি বলিলেন, তুমি বাড়ী যাও দেখ, কোন কিছু পাও কিনা। সাহাবী বাড়ি গিয়ে আবার ফিরে এসে বলিল, আল্লাহর কসম, আমি বাড়িতে কোন কিছুই পাইনি। রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ দেখ, লোহার আংটি হলেও [পাও কিনা]। সাহাবী আবার গেল এবং ফিরে এসে বলিল, হে আল্লাহ্‌র রসূল! আল্লাহ্‌র কসম, আমি লোহার আংটিও পাইনি। তবে আমার এ লুঙ্গিটি আছে। [বর্ণনাকারী] সাহ্‌ল [রাদি.] বলেন, চাদরও ছিল না- যাতে অর্ধেক মহিলাটির জন্য হয়। রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ তুমি তোমার লুঙ্গি দ্বারা কী করিবে? তা যদি তুমি পর তাহলে স্ত্রীর জন্য সেটির কোন অংশ অবশিষ্ট থাকিবে না। আর যদি সে তা পরিধান করে তাহলে [তোমার জন্য] সেটির কোন অংশ অবশিষ্ট থাকিবে না। এরপর সে ব্যক্তি বসে রইল। অনেকক্ষণ বসার পর উঠে গেল। রসূলুল্লাহ [সাঃআঃ] তাকে ফিরে যেতে দেখে ডেকে পাঠালেন। যখন সে এল রসূল্ললাহ [সাঃআঃ] বললেনঃ কুরআনের কোন অংশ তোমার জানা আছে? উত্তরে সে বললঃ অমুক সুরা, অমুক সুরা আমার জানা আছে। এভাবে সে সূরাগুলোর সংখ্যা বলে দিল। রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ তুমি কি এগুলো মুখস্থ পাঠ করিতে পার? সাহাবী বলিল, হাঁ। তিনি বলিলেন, যাও, তোমাকে এসব সূরার কারণে এ মহিলাকে তোমার অধিকারে দিয়ে দিলাম।

এ হল ইবনি আবু হাযিম-এর বর্ণনা। আর ইয়াকূব-এর বর্ণনা শব্দের দিকে দিয়ে এর কাছাকাছি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩৫২, ইসলামিক সেন্টার- ৩৩৫১]

৩৩৭৯. আবু হাযিম [রহমাতুল্লাহি আলাইহি]-এর সূত্রে সাহল ইবনি সাদ [রাদি.] হইতে বর্ণীতঃ

এ হাদীস বর্ণনা করেন। অবশ্য কেউ কেউ একে অপর থেকে বাড়িয়ে বর্ণনা করিয়াছেন। তবে যায়িদাহ্-এর হাদীসে রয়েছে, “নবী [সাঃআঃ] বললেনঃ তুমি যাও, আমি তোমার সাথে একে বিবাহ দিলাম। তুমি তাকে কুরআন শিক্ষা দাও।”

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩৫৩, ইসলামিক সেন্টার- ৩৩৫২]

৩৩৮০. আবু সালামাহ্ ইবনি আবদুর রহমান [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

আমি নবী [সাঃআঃ]-এর সহধর্মিণী আয়িশা [রাদি.]-কে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ [সাঃআঃ]-এর বিবাহে মোহর কী পরিমাণ ছিল? তিনি বলিলেন, তাহাঁর বিবিগণের মাহরের পরিমাণ ছিল বারো উকিয়্যাহ্ ও এক নাশ্। তিনি বলিলেন, তুমি কি জান এক নাশ্ এর পরিমাণ কতটুকু? আমি বললাম, না। তিনি বলিলেন, এক নাশ্ এর পরিমাণ হল আধা উকিয়্যাহ্। সুতরাং মোট হল পাঁচশত দিরহাম। এ ছিল রসূলুল্লাহ [সাঃআঃ]-এর সহধর্মিণীগণের মোহর।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩৫৪, ইসলামিক সেন্টার- ৩৩৫৩]

৩৩৮১. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] আবদুর রহমান ইবনি আওফ [রাদি.]-এর কাপড়ে হলদে রঙ দেখে বলিলেন, একি? তিনি বলিলেন, হে আল্লাহ্‌র রসূল! আমি খেজুরের আঁটির সমপরিমাণ সোনার বিনিময়ে এক মহিলাকে বিবাহ করেছি। তিনি বলিলেন, আল্লাহ তোমাকে বারাকাত দান করুন, তুমি ওয়ালীমাহ্‌ কর, যদিও একটি বকরী দ্বারা হয়।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩৫৫, ইসলামিক সেন্টার- ৩৩৫৪]

৩৩৮২. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ]-এর যুগে আবদুর রহমান ইবনি আওফ [রাদি.] খেজুরের আঁটি পরিমাণ সোনার বিনিময়ে [মুহরানা দিয়ে] বিবাহ করেন। নবী [সাঃআঃ] তাকে বললেনঃ “তুমি ওয়ালীমাহ্‌ কর, যদি তা একটি বকরী দ্বারাও হয়।”

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩৫৬, ইসলামিক সেন্টার- ৩৩৫৫]

৩৩৮৩. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

আবদুর রহমান ইবনি আওফ [রাদি.] খেজুরের আঁটি পরিমাণ সোনার [মুহরানার] বিনিময়ে এক মহিলাকে বিবাহ করেন। আর নবী [সাঃআঃ] তাকে বললেনঃ “তুমি ওয়ালীমাহ্‌ কর, যদি একটি বকরী দিয়েও হয়।”

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩৫৭, ইসলামিক সেন্টার- ৩৩৫৬]

৩৩৮৪. শুবাহ্ সূত্র হইতে বর্ণীতঃ

হুমায়দ থেকে উক্ত সানাদে বর্ণনা করেন। তবে ওয়াহ্ব-এর হাদীসে রয়েছে, আবদুর রহমান [রাদি.] বললেনঃ আমি এক মহিলাকে বিবাহ করেছি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩৫৮, ইসলামিক সেন্টার- ৩৩৫৭]

৩৩৮৫. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আবদুর রহমান ইবনি আওফ [রাদি.] বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] আমার চেহারায় বাসর যাপনের প্রফুল্লতা দেখিতে পেলেন। আমি বললাম, হে আল্লাহ্‌র রসূল! আমি এক আনসার মহিলাকে বিবাহ করেছি। তিনি [সাঃআঃ] বলিলেন, তুমি তাকে কী পরিমাণ মোহর দিয়েছো? আমি বললাম, এক নাওয়াত [এক খেজুর পরিমাণ স্বর্ণ]।

ইসহাক্ব [রহমাতুল্লাহি আলাইহি]-এর বর্ণনায় উল্লেখ করেছেনঃ এক খেজুর পরিমাণ স্বর্ণের।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩৫৯, ইসলামিক সেন্টার- ৩৩৫৮]

৩৩৮৬. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

আবদুর রহমান [রাদি.] খেজুরের একটি আঁটি পরিমাণ স্বর্ণের বিনিময়ে [মুহরানা দিয়ে] এক মহিলাকে বিবাহ করেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩৬০, ইসলামিক সেন্টার- ৩৩৫৯]

৩৩৮৭. শুবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

উক্ত সানাদে বর্ণনা করেন। তবে এতে রয়েছে, তিনি বললেনঃআবদুর রহমান ইবনি আওফ-এর কোন এক সন্তান স্বর্ণের শব্দও বর্ণনা করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩৬১, ইসলামিক সেন্টার- ৩৩৬০]


Posted

in

by

Comments

Leave a Reply