মোজার উপর মাসেহ করা সম্পর্কিত বর্ণনা সমূহ
মোজার উপর মাসেহ করা সম্পর্কিত বর্ণনা সমূহ >> মিশকাতুল মাসাবীহ এর মুল সুচিপত্র দেখুন
পর্বঃ ৩, অধ্যায়ঃ ৯
- অধ্যায়ঃ ৯. প্রথম অনুচ্ছেদ
- অধ্যায়ঃ ৯. দ্বিতীয় অনুচ্ছেদ
- অধ্যায়ঃ ৯. তৃতীয় অনুচ্ছেদ
অধ্যায়ঃ ৯. প্রথম অনুচ্ছেদ
৫১৭. [তাবিঈ] শুরায়াহ্ ইবনি হানী [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আলী ইবনি আবু তালিব [রাদি.] কে মোজার উপর মাসাহ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি আলী [রাদি.] উত্তরে বললেন, রসুলুল্লাহ [সাঃআঃ] মুসাফিরের জন্য তিনদিন তিনরাত এবং মুকিমের জন্য একদিন একরাত নির্ধারণ করে দিয়েছেন। {১}
{১} সহীহ : মুসলিম ২৭৬, নাসায়ী ১২৯, ইবনি মাজাহ ৫৫২, আহমাদ ৭৮০। মোজার উপর মাসেহ করা -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
৫১৮. মুগীরাহ্ ইবনি শুবাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি রসুলুল্লাহ [সাঃআঃ] এর সাথে তাবুক যুদ্ধে শরীক হয়েছিলেন। মুগিরাহ্ বলেন, একদিন ফজরের সলাতের আগে রসুলুল্লাহ [সাঃআঃ] পায়খানার উদ্দেশ্যে বের হলেন। আর আমি তাহাঁর পিছনে একটি পানির পাত্র বহন করে গেলাম। তিনি [সাঃআঃ] বেরিয়ে আসার পর আমি তাহাঁর দুই হাতের কব্জির উপর পানি ঢালতে লাগলাম। তিনি [সাঃআঃ] তাহাঁর দুই হাত ও চেহারা ধুলেন। তখন তাহাঁর গায়ে একটি পশমের জুব্বাহ্ ছিল। তিনি [সাঃআঃ] তাহাঁর [জুব্বার আস্তিন গুটিয়ে] হাত দুটি খুলতে চাইলেন। কিন্তু জুব্বার আস্তিন খুব চিকন ছিল। তাই জুব্বার ভিতর দিক দিয়েই তাহাঁর হাত দুটি বের করে নিজের দুই কাঁধের উপর রেখে দিলেন এবং হাত দুটি [কনুই পর্যন্ত] ধুলেন। অতঃপর মাথার সামনের দিক [কপাল] ও পাগড়ীর উপর মাসাহ করিলেন। তারপর আমি তাহাঁর মোজাগুলো খুলতে চাইলাম। তিনি [সাঃআঃ] বললেন, এগুলো এভাবে থাকতে দাও, আমি এগুলো পবিত্রাবস্থায় [অর্থাৎ উযু করে] পরেছি। তিনি [সাঃআঃ] এগুলোর উপর মাসাহ্ করিলেন। অতঃপর তিনি [সাঃআঃ] সওয়ারীর উপর আরোহণ করিলেন, আমিও আরোহণ করলাম এবং আমরা একটা দলের কাছে পৌঁছে গেলাম। তখন তারা সলাতে দাড়িয়ে গিয়েছিলেন, আর আব্দুর রহমান ইবন আওফ [রাদি.] তাদের সলাতের ঈমামতি করছিলেন এবং তাদের নিয়ে এক রাকআত নামাজ আদায়ও করে ফেলেছিলেন। নবী [সাঃআঃ] এর আগমন বুঝতে পেরে তিনি পিছনে সরে আসতে চাইলেন। কিন্তু নবী [সাঃআঃ] তাকে তার স্থানে [স্থির থাকতে] ইশারা করিলেন। নবী [সাঃআঃ] তার সাথে দুই রাকআতের মধ্যে এক রাকআত নামাজ পেলেন। তিনি সালাম ফিরালে নবী [সাঃআঃ] দাঁড়িয়ে গেলেন এবং আমিও তাহাঁর সাথে দাঁড়িয়ে গেলাম। আর এক রাকআত ছুটে যাওয়া নামাজ আমরা আদায় করলাম। {১}
{১} সহীহ : মুসলিম ২৭৪, নাসায়ী ১০৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫১৪৩, ইবনি মাজাহ ১২৩৬। মোজার উপর মাসেহ করা -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
অধ্যায়ঃ ৯. দ্বিতীয় অনুচ্ছেদ
৫১৯. আবু বাকরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] মুসাফিরের জন্য তিনদিন তিনরাত এবং মুকীমের জন্য এক দিন ও এক রাত উযু করে মোজা পরার পর এর উপর মাসাহ করার অনুমতি দিয়েছেন। আসরাম তার সুনানে এবং ইবনি খুজায়মাহ্ ও দারাকুত্বনী এ হাদিস টি বর্ণনা করিয়াছেন। {১} ঈমাম খাত্তাবি বলেছেন, হাদিসটির সনদ সহীহ। আল মুনতাকা কিতাবেও এরূপ উল্লেখ রয়েছে।
{১} হাসান : ইবনি খুযায়মাহ্ ১৯২, দারাকুত্বনী ১/২০৪, বায়হাক্বী ১/২৮১, তালখীস ৫৮ পৃঃ। এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
৫২০. সফ্ওয়ান ইবনি আস্সাল [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসুলুল্লাহ [সাঃআঃ] এর সাথে সফর অবস্থায় কোথাও রওয়ানা হলে আমাদেরকে তিনদিন তিনরাত পর্যন্ত পবিত্রতার গোসল ছাড়া, এমনকি প্রসাব–পায়খানা ও ঘুমানোর পর মোজা না খুলে উযুর করার আদেশ করিতেন। {১}
{১} হাসান : তিরমিজি ৯৬, নাসায়ী ১২৭, ইরওয়া ১০৬।এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
৫২১. মুগীরাহ্ ইবনি শুবাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি তাবুক যুদ্ধে নবী [সাঃআঃ] এর উযুর পানির ব্যবস্থা করলাম। তিনি মোজার উপর দিক ও তার নীচের দিক মাসাহ করেছিলেন।৫৩৬ ঈমাম তিরমিজি বলেছেন, এ হাদিসটি ত্রুতিযুক্ত। আমি আবু যুরআহ ও ঈমাম বোখারীকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তারা বলেছেন, হাদিসটির সনদ সহীহ নয়। এভাবে ঈমাম আবু দাউদও হাদিসটিকে জইফ বলেছেন [অর্থাৎ এর সনদ মুগিরাহ পর্যন্ত ধারাবাহিকভাবে নেই, মধ্যখানে রাবী ছুটে গেছে।{১}
{১} জইফ : আবু দাউদ ১৬৫, তিরমিজি ৯৭, ইবনি মাজাহ ৫৫০। কারণ সানাদে বিচ্ছিন্নতা রয়েছে যেমনটি শায়খ আলবানী [রাহিমাহুল্লাহ] বলেছেন। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
৫২২. মুগীরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি নবী [সাঃআঃ] কে দেখেছি তিনি তাহাঁর দুটো মোজার উপর দিকে মাসাহ করিয়াছেন। {১}
মোজার উপর মাসেহ করা -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
৫২৩. মুগীরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি নবী [সাঃআঃ] উযু করিলেন এবং জুতার সাথে জাওয়াব ও পা দুটোর উপরের দিকও মাসাহ করেলেন। {১}
{১} সহীহ : আবু দাউদ ১৫৯, তিরমিজি ৯৯, ইবনি মাজাহ ৫৫৯, ইরওয়া ১০১। মোজার উপর মাসেহ করা -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
অধ্যায়ঃ ৯. তৃতীয় অনুচ্ছেদ
৫২৪. মুগীরাহ্ ইবনি শুবাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসুলুল্লাহ [সাঃআঃ] মোজার উপর মাসাহ করিলেন। আমি বললাম, হে আল্লাহর রসুল! আপনি কি [পা ধুতে] ভুলে গেছেন? উত্তরে তিনি [সাঃআঃ] বললেন, না বরং তুমিই ভুল বুঝেছ। এভাবে করার জন্যই আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন, যিনি মহান ও প্রতাপশালী। {১}
{১} জইফ : আবু দাউদ ১৫৬, আহমাদ ১৮২/২০। কারণ এর সানাদ বুকায়র ইবনি আমির আল বাজালী দুর্বল রাবী। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
৫২৫. আলী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, দ্বীন যদি [মানুষের বুদ্ধি] অনুসারেই হত, তাহলে মোজার উপরের চেয়ে নীচের দিকে মাসাহ করাই উত্তম হত। আমি রসুলুল্লাহ [সাঃআঃ] কে দেখেছি, তিনি মোজার উপরের দিকে মাসাহ করিয়াছেন। {১}
মোজার উপর মাসেহ করা -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
Leave a Reply