শত্রু সৈন্য এবং মুরতাদ দের বিচার
শত্রু সৈন্য এবং মুরতাদ দের বিচার >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২. অধ্যায়ঃ শত্রু সৈন্য এবং মুরতাদ দের বিচার
৪২৪৫
আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
উরাইনাহ্ গোত্রের কিছু সংখ্যক লোক মাদীনায় রসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট এল। [সেখানের আবহাওয়া তাদের অনুকূলে না হওয়ায়] তারা অসুস্থ হয়ে পড়ল। এতে রসূলুল্লাহ [সাঃআঃ] তাদেরকে বললেনঃ তোমরা ইচ্ছে করলে সদাকাহ্র ঐ সব কাছে যেতে পার এবং তার দুধ ও মূত্র পান করিতে পার। তারা তা-ই করিল এবং এতে তারা সুস্থ হয়ে গেল। এরপর তারা রাখালদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করিল। পরিশেষে তারা ইসলাম ত্যাগ করে রসূলুল্লাহ [সাঃআঃ]-এর মাল সম্পদ নিয়ে পলায়ন করে। এ সংবাদ নবী [সাঃআঃ]-এর নিকট পৌঁছলে তিনি তাদের পিছনে লোক পাঠালেন, তাঁরা তাদেরকে গ্রেফতার করিল। এরপর তাদের হাত-পা কেটে দিল এবং তাদের চোখ উপড়ে ফেলল এবং তাদেরকে রৌদ্রে নিক্ষেপ করিল। এভাবে তারা মারা গেল। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২০৬ , ইসলামিক সেন্টার- ৪২০৬]
৪২৪৬
আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
“উকল” গোত্রের আটজনের একটি দল রসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট আসলো। তারা রসূলুল্লাহ [সাঃআঃ]-এর কাছে ইসলামের উপর বাইআত করিল। অতঃপর মাদীনার আবহাওয়া তাদের প্রতিকূল হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়লে এ ব্যাপারে রসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট অভিযোগ করিল। নবী [সাঃআঃ] বললেনঃ তোমরা কি আমাদের রাখালের সাথে গমন করে উটের মূত্র এবং দুগ্ধ পান করিতে পারবে?
তখন তারা বলিল, জী-হ্যাঁ। এরপর তারা বের হয়ে গেল এবং এর [উটের] মূত্র ও দুগ্ধ পান করিল। এতে তারা সুস্থ হয়ে গেল অতঃপর তারা রাখালকে হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিয়ে গেল। এ সংবাদ রসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট পৌঁছল। তিনি তাদের পিছনে লোক পাঠালেন। তাঁরা তাদেরকে পাকড়াও করে নিয়ে এল। তাদের প্রতি নির্দেশ জারি করা হলো। তখন তাদের হাত-পা কর্তন করা হলো এবং তপ্ত লৌহ শলাকা চোখে প্রবেশ করানো হলো। এরপর তাদেরকে রৌদ্রে নিক্ষেপ করা হলো। অবশেষে তারা মারা গেল।
ইবনি সাব্বাহ [রহমাতুল্লাহি আলাইহি] ….. বর্ণনা —- এর স্থলে —- উল্লেখ রয়েছে। রাবী বলেন, অতঃপর তাদের চোখগুলো উপড়ে ফেলা হলো। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২০৭ , ইসলামিক সেন্টার- ৪২০৭]
৪২৪৭
আনাস ইবনি মালিক [রা.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ [সাঃআঃ] – এর নিকট উকল অথবা উরাইনাহ্ গোত্রের একদল লোক এলো। মাদীনার আবহাওয়া তাদের [বসবাসের] জন্য উপযোগী হয়নি। তখন রসূলুল্লাহ্ [সাঃআঃ] তাদেরকে লিকাহর [দুগ্ধবতী উটনীর] নির্দেশ দিলেন। তাদেরকে আরো নির্দেশ দিলেন এর মূত্র ও দুগ্ধ পান করার জন্য। এ হাদীসটি হাজ্জাজ ইবনি আবু উসমানের বর্ণিত হাদীসের অনুরূপ অর্থে বর্ণিত হয়েছে।
রাবী বলেন যে, এবং তাদের চক্ষুসমূহ উপড়ে ফেলা হল আর তারা রৌদ্রে নিক্ষিপ্ত হল। তারা পানি পান করিতে চাইল, কিন্তু তাদেরকে পানি পান করানো হল না। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২০৮, ইসলামিক সেন্টার- ৪২০৮]
৪২৪৮
আবু কিলাবাহ্ [র.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, একদা আমি উমর ইবনি আবদুল আযীয [রাদি.]-এর পিছনে বসা ছিলাম। তিনি জনগণের কাছে জানতে চাইলেন, তোমরা কাসামাহ্ [খুনের ব্যাপারে হলফ করা] সম্পর্কে কি বল? আম্বাসাহ [র.] বলিলেন, আমাদের কাছে আনাস ইবনি মালিক [রাদি.] এমন হাদীস বর্ণনা করিয়াছেন। আমি বললাম, আনাস [রাদি.] বিশেষ করে আমাকে হাদীসটি বর্ণনা করিয়াছেন যে, নবী [সাঃআঃ] –এর কাছে একদল লোক আগমন করিল। এরপর আনাস আইয়ূব এবং হাজ্জাজ এর অনুরূপ হাদীস বর্ণনা করেন।
আবু কিলাবাহ্ [র.] বলেন, আমি যখন হাদীসের বর্ণনা শেষ করলাম, তখন বললাম, হে আম্বাসাহ! আপনি কি আমার উপর মিথ্যার অভিযোগ আনলেন? তখন তিনি বলিলেন, না। আমার কাছে আনাস [রাদি.]-এরূপেই হাদীস বর্ণনা করিয়াছেন। হে সিরিয়াবাসী! তোমরা সর্বদাই কল্যাণের মধ্যে থাকিবে যতদিন তোমাদের মাঝে এই লোক বিদ্যমান থাকিবেন। অথবা [রাবীর সন্দেহ] তাহাঁর মত লোক তোমাদের মাঝে অবস্থান করবেন। [অর্থাৎ এ দ্বারা তিনি আবু কিলাবার স্মরণশক্তির প্রশংসা করিলেন।] [ইসলামিক ফাউন্ডেশন- ৪২০৯, ইসলামিক সেন্টার- ৪২০৯]
৪২৪৯
আনাস ইবনি মালিক [রা.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর নিকট উকল সম্প্রদায়ের আটজন লোক এলো- এ হাদীস উপরে বর্ণিত হাদীসের মতই, শুধু “তাদেরকে তিনি দাগ দেননি” [তপ্ত লৌহ শলাকা দ্বারা কর্তিত স্থানে পুড়ে দেয়া] এ কথাটুকু অতিরিক্ত বর্ণনা করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২১০, ইসলামিক সেন্টার- ৪২১০]
৪২৫০
আনাস ইবনি মালিক [রা.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, উরাইনাহ্ গোত্রের একদল লোক রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর নিকট আগমন করে ইসলাম গ্রহণ করিল এবং তাহাঁর কাছে বাইআত নিল। মাদীনায় অবস্থানকালে তাদের মস্তিষ্কে বিভ্রাটজনিত রোগ দেখা দিল। [–] শব্দের অর্থ [–] মস্তিষ্কের রোগ, কিংবা হৃৎপিণ্ডের রোগ উদরী রোগ। এরপর তিনি উল্লিখিত হাদীসের বর্ণনাকারীর অনুরূপ হাদীস বর্ণনা করেন। শুধু এতটুকু অতিরিক্ত বর্ণনা করেন যে, তাহাঁর [নবী সঃ-এর] কাছে তখন বিশজনের মত আনসারী যুবক ছিল। তাদেরকে তিনি ওদের [ধরার] জন্য প্রেরণ করিলেন। এবং তাদের সঙ্গে একজন এমন অভিজ্ঞ লোক প্রেরণ করিলেন, যিনি তাদের পদচিহ্ন দেখে গন্তব্য স্থল নির্ণয় করিতে সক্ষম। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২১১, ইসলামিক সেন্টার- ৪২১১]
৪২৫১
আনাস [রা.] হইতে বর্ণীতঃ
হাম্মাম এর হাদীসে উল্লেখ রয়েছে যে, উরাইনাহ্ গোত্রের একদল লোক নবী [সাঃআঃ]-এর নিকট আগমন করিল। আর সাঈদ [রাদি.]-এর হাদীসে উক্ল এবং উরাইনাহ্ এর কথা উল্লেখ আছে। এরপর তিনি উল্লেখিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২১২, ইসলামিক সেন্টার- ৪২১২]
৪২৫২
আনাস [রা.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ] ঐ লোকদের চোখে গরম লোহা ঢুকিয়ে দেন। কেননা তারা রাখালদের চক্ষুসমূহে গরম লোহা ঢুকিয়ে দিয়েছিল। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২১৩, ইসলামিক সেন্টার- ৪২১৩]
Leave a Reply