মিসরবাসী দের জন্য নবী [সাঃআঃ]-এর ওয়াসীয়াত

মিসরবাসী দের জন্য নবী [সাঃআঃ]-এর ওয়াসীয়াত

মিসরবাসী দের জন্য নবী [সাঃআঃ]-এর ওয়াসীয়াত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৫৬. অধ্যায়ঃ মিসরবাসী দের জন্য নবী [সাঃআঃ]-এর ওয়াসীয়াত

৬৩৮৭. আবু যার গিফারী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেনঃ শীঘ্রই তোমরা এমন একটি ভূখন্ড বিজয় লাভ করিবে, সেখানে কী রাতের [দিরহাম বা দীনারের অংশবিশেষ] প্রচলন আছে। তোমরা সেখানকার অধিবাসীদের সঙ্গে সদাচরণ করিবে। কেননা তোমাদের উপর তাদের প্রতি আছে যিম্মাদারী এবং আত্মীয়তা। তোমরা যদি সেখানে দুজন লোককে একটি ইটের জায়গার ব্যাপারে বিবাদ করিতে দেখো তাহলে সেখান থেকে চলে আসবে।

রাবী বলেন, তারপর সুরাহ্বীল ইবনি হাসানার পুত্রদ্বয় রাবীআহ্ ও আবদুর রহমানের কাছ দিয়ে যাওয়ার সময় একটি ইটের স্থান নিয়ে বিবাদ করিতে দেখলেন। তিনি তখন সেখান থেকে চলে আসলেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৬২, ইসলামিক সেন্টার- ৬৩১১]

৬৩৮৮. আবু যার গিফারী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেনঃ শীঘ্রই তোমরা মিশর বিজয় লাভ করিবে। সেটা এমন একটি দেশ, যেখানে কীরাত নামে মুদ্রা খ্যাত। তোমরা যখন সে দেশ বিজয় লাভ করিবে তখন সেখানকার অধিবাসীদের সাথে উত্তম ব্যবহার করিবে। কারণ তাদের জন্য দায়িত্ব ও আত্মীয়তার সম্পর্ক বিদ্যমান রয়েছে। কিংবা তিনি বলেছেনঃ যিম্মাদারী ও বৈবাহিক সম্পর্ক রয়েছে। তোমরা যখন সেখানে দুজন লোককে একটি ইটের স্থান নিয়ে বিবাদ করিতে দেখবে তখন সেখান থেকে চলে আসবে। আবু যার [রাদি.] বলেন, তারপর আমি যখন আবদুর রহমান ইবনি শুরাহ্বীল ইবনি হাসান ও তাহাঁর ভাই রাবীআকে একটি ইটের স্থান নিয়ে ঝগড়া-বিবাদ করিতে দেখলাম তখন আমি সেখান থেকে চলে আসলাম।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৬৩, ইসলামিক সেন্টার- ৬৩১২]

Comments

Leave a Reply