মিলনের প্রাক্কালে যা পাঠ করা মুস্তাহাব
মিলনের প্রাক্কালে যা পাঠ করা মুস্তাহাব >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৮. অধ্যায়ঃ মিলনের প্রাক্কালে যা পাঠ করা মুস্তাহাব
৩৪২৫. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যখন তোমাদের কেউ তার স্ত্রীর সাথে মিলতে চায় সে যেন বলে
بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ
[অর্থ-] “বিসমিল্লাহ্ হে আল্লাহ্! আমাদের শায়ত্বান থেকে রক্ষা করুন, আর আমাদের যা তুমি দান করিবে তাকেও শয়তান থেকে দূরে রাখুন”। কেননা এ মিলনে তাদের ভাগ্যে যদি কোন সন্তান হয় তবে শায়তান কখনো তার ক্ষতি করিতে পারবে না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩৯৮, ইসলামিক সেন্টার- ৩৩৯৭]
৩৪২৬. মুহাম্মাদ ইবনিল মুসান্না, ইবনি বাশ্শার, ইবনি নুমায়র ও আবদ ইবনি হুমায়দ [রহিমাহুমুল্লাহ] ….. সকলেই সাওরী [রহমাতুল্লাহি আলাইহি] থেকে, তারা [শুবাহ্ ও আবদুর রায্যাক] উভয়ে মানসূর হইতে বর্ণীতঃ
জারীরের হাদীসের মর্মানুযায়ী রিওয়ায়াত করেন। তবে শুবাহ্ তার হাদীসে “বিসমিল্লাহ্” এর উল্লেখ করেননি এবং সাওরী সুত্রে আবদুর রায্যাক এর রিওয়ায়াতে بِاسْمِ اللَّهِ “বিসমিল্লাহ্” রয়েছে। আর ইবনি নুমায়র-এর রিওয়ায়াতে রয়েছে যে, মানসূর বলেছেন, আমি মনে করি তিনি বলেছেন, بِاسْمِ اللَّهِ “বিসমিল্লাহ্”
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩৯৯, ইসলামিক সেন্টার- ৩৩৯৮]
Leave a Reply