রাসুলুল্লাহ [সা]-এর ক্ববর ও তাহাঁর মিম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের একটি বাগান
রাসুলুল্লাহ [সা]-এর ক্ববর ও তাহাঁর মিম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের একটি বাগান >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৯২. অধ্যায়ঃ রাসুলুল্লাহ [সা]-এর ক্ববর ও তাহাঁর মিম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের একটি বাগান
৩২৫৯. আবদুল্লাহ ইবনি যায়দ আল মাযিনী [রাদি.] হইতে বর্ণীতঃ
রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ “আমার ঘর ও আমার মিম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানসমূহের একটি।”
[ইসলামিক ফাউন্ডেশন- ৩২৩৪, ইসলামিক সেন্টার- ৩২৩১]
৩২৬০. আবদুল্লাহ ইবনি যায়দ আল আনসারী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি রাসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনেছেনঃ আমার ঘর ও আমার মিম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানসমূহের অন্তর্ভুক্ত।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩২৩৫, ইসলামিক সেন্টার- ৩২৩২]
৩২৬১. আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ আমার ঘর ও আমার মিম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানসমূহের একটি বাগান। আর আমার মিম্বার [কাওসার নামক] হাওযের উপরে অবস্থিত।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩২৩৬, ইসলামিক সেন্টার- ৩২৩৩]
Leave a Reply