মাসজিদ নির্মাণের ফযিলত
মাসজিদ নির্মাণের ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩. অধ্যায়ঃ মাসজিদ নির্মাণের ফযিলত
৭৩৬০ উবাইদুল্লাহ আল খাওলানী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি উসমান ইবনি আফ্ফান [রাদি.]-কে বলিতে শুনেছেন, যখন মাসজিদে নাবাবী নির্মাণের ব্যাপারে লোকজন তার সমালোচনা করছিল; তোমরা আমার উপর মাত্রাতিরিক্ত সীমালঙ্ঘন করছ, অথচ আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনেছি, যে লোক মাসজিদ তৈরি করিবে- বুকায়র [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, রাবী আসিম মনে হয় এটাও বলেছেন যে, আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশে; আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন।
হারূন-এর বর্ণনায় আছে যে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭২০০, ইসলামিক সেন্টার- ৭২৫৩]
৭৩৬১ মাহমূদ ইবনি লাবীদ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উসমান ইবনি আফ্ফান [রহমাতুল্লাহি আলাইহি] মাসজিদ তৈরির মনস্থ করলে লোকেরা এটাকে পছন্দ করিল না। তারা কামনা করছিল যে, তিনি সেটাকে পূর্বাবস্থায় রেখে দেন। তখন তিনি বলিলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে এ কথা বলিতে শুনেছি যে, যে ব্যক্তি আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশে মাসজিদ তৈরি করিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭২০১, ইসলামিক সেন্টার- ৭২৫৪]
৭৩৬২ আবদুল হামীদ ইবনি জাফার [রহমাতুল্লাহি আলাইহি] হইতে এ সূত্র হইতে বর্ণীতঃ
অবিকল হাদীস বর্ণনা করিয়াছেন। তবে তাদের হাদীসের মধ্যে আছে যে, মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭২০২, ইসলামিক সেন্টার- ৭২৫৫]
Leave a Reply