রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর বাণীঃ “ মানুষ সে একশ উটের ন্যায়
রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর বাণীঃ “ মানুষ সে একশ উটের ন্যায় >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৬০. অধ্যায়ঃ রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর বাণীঃ “ মানুষ সে একশ উটের ন্যায়, যার মাঝে সওয়ারীর উপযুক্ত একটিও নেই”
৬৩৯৩. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেনঃ তোমরা মানুষদের মধ্যেও উটের দৃষ্টান্ত খুঁজে পাবে। আর তা হচ্ছে কোন লোক একশ উটের মধ্যে একটি আরোহণের উপযুক্ত উটের সন্ধান পাবে না। [অনুরূপভাবে মানুষের মাঝেও একজন যথেষ্ট দায়িত্ববান মানুষ পাওয়া যাবে না]।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৬৮, ইসলামিক সেন্টার- ৬৩১৭]
এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদি
Leave a Reply