মধুর উপকারিতা । মধু দিয়ে কোরআন ও হাদিসের চিকিৎসা পদ্ধতি

মধুর উপকারিতা

মধুর উপকারিতা ছারাও আরও পড়তে পারেন আজওয়া খেজুর কি মহা ঔষধ? রুগীর খাবার গুলো কি কি এবং কালোজিরা এর মাধ্যমে সরাসরি হাদিসের আলোকে কিভাবে চিকিতসা করতে হয়?

মহান আল্লাহর বাণীঃ এর মধ্যে রয়েছে মানুষের জন্য নিরাময়। সূরাহ আন-নাহলঃ ৬৯)

ইবনু আব্বাস (রাযিআল্লাহু আনহু) হতে বর্ণিত।

তিনি বলিয়াছেন, তিনটি জিনিসের মধ্যে রোগমুক্তি আছে। মধু পানে, শিঙ্গা লাগানোতে এবং আগুন দিয়ে দাগ লাগানোতে। আমার উম্মাতকে আগুন দিয়ে দাগ দিতে নিষেধ করছি।

হাদীসটি মারফূ। কুম্মী হাদীসটি লায়স, মুজাহিদ, ইবনু আববাস সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে فِي الْعَسَلِ وَالْحَجْمِ শব্দে বর্ণনা করেছেন। [সহিহুল বুখারি -৫৬৮০] (আধুনিক প্রঃ – ৫২৬৯, ইঃ ফাঃ- ৫১৬৫)

[সহিহুল বুখারি -৫৬৮০] [আধুনিক প্রঃ – ৫২৭০, ইঃ ফাঃ- ৫১৬৬)]

আয়িশাহ (রাঃ) হইতে বর্ণিতঃ

তিনি বলেনঃ নবী (সাঃআঃ) মিষ্টান্ন দ্রব্য ও মধু অধিক পছন্দ করিতেন।

(হাদিসঃ সহিহুল বুখারি -৫৬৮২ঃ আধুনিক প্রঃ- ৫২৭১, ইঃ ফাঃ- ৫১৬৭)

জাবির ইবনু আবদুল্লাহ (রাযিআল্লাহু আনহু) হতে বর্ণিত।

তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলিতে শুনেছিঃ তোমাদের ঔষধসমূহের কোনটির মধ্যে যদি কল্যাণ থাকে তাহলে তা আছে শিঙ্গাদানের মধ্যে কিংবা মধু পানের মধ্যে কিংবা আগুন দিয়ে ঝলসানোর মধ্যে। রোগ অনুসারে। আমি আগুন দিয়ে দাগ দেয়া পছন্দ করি না।

( সহিহুল বুখারি -৫৬৮৩ঃ, আহমাদ ১৪৬০৪) (আধুনিক প্রঃ – ৫২৭২, ইঃ ফাঃ- ৫১৬৮)

৫৭০২, (আধুনিক প্রঃ – ৫২৮৮, ইঃ ফাঃ- ৫১৮৪)

আবূ সাঈদ (রাযিআল্লাহু আনহু) হতে বর্ণিত।

এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললঃ আমার ভাইয়ের পেটে অসুখ হয়েছে। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে মধু পান করাও। এরপর লোকটি দ্বিতীয়বার আসলে তিনি বললেনঃ তাকে মধু পান করাও। অতঃপর তৃতীয়বার আসলে তিনি বলিলেন তাকে মধু পান করাও। এরপর লোকটি এসে বললঃ আমি অনুরূপই করেছি। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ সত্য বলিয়াছেন (মধুতে নিরাময় আছে), কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। তাকে মধু পান করাও। অতঃপর সে তাকে পান করাল। এবার সে রোগমুক্ত

(সহিহুল বুখারি -৫৬৮৪ঃ আহমাদ ১১১৪৬) (আধুনিক প্রঃ – ৫২৭৩, ইঃ ফাঃ- ৫১৬৯)

হাদিসঃ তিরমিজি – ২০৮২ঃ আবূ সাঈদ (রাযিআল্লাহু আনহু) হতে বর্ণিত আছে, আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ – মধুর উপকারিতা

সহিহুল বুখারি -৫৭১৬ (আধুনিক প্রঃ – ৫২৯৮, ইঃ ফাঃ- ৫১৯৪) নযর (রহ.) শুবাহ থেকে এরকমই বর্ণনা করেছেন

মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ……… আবূ সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত।

তিনি বলেন, জনৈক লোক রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলিল, আমার ভাইয়ের উদরাময় হচ্ছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে মধু পান করাও। সে তাকে মধুপান করালো। তারপর এসে বলিল, আমি তাকে মধু পান করিয়েছি কিন্তু তার পীড়া আরও বেড়ে গেছে। তিনি এভাবে তাকে তিনবার বলিলেন। অতঃপর লোকটি চতুর্থবার এসে বললে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাকে মধু পান করাও। লোকটি বলিল, মধুপান করিয়েছি কিন্তু উদরাময় ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহই সত্য বলিয়াছেন, তোমার ভাইয়ের পেটের যন্ত্রণাটি মিথ্যা। অতঃপর পুনরায় তাকে পান করালে সুস্থ হয়ে গেল।

(সহিহ মুসলিম -৫৬৬৩ (হাঃ একাডেমী) ঃইঃ ফাঃ ৫৫৭৯, ইসলামিক সেন্টার ৫৬০৫)

আমর ইবনু যুররাহ্ (রহঃ) ….. আবূ সাঈদ খুদরী (রাযিঃ) বর্ণনা করেন,

জনৈক লোক নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলিল, আমার ভাইয়ের উদরাময় হয়েছে। তিনি বলিলেন, তাকে মধু পান করাও। … হাদিসের বাকী অংশটুকু শুবাহ বর্ণিত হাদিসের অর্থেই বর্ণিত হয়েছে।

(সহিহ মুসলিম -৫৬৬৪ (হাঃ একাডেমী)ঃ ইঃ ফাঃ ৫৫৭৯, ইসলামিক সেন্টার ৫৬০৬)


Posted

in

by

Comments

4 responses to “মধুর উপকারিতা । মধু দিয়ে কোরআন ও হাদিসের চিকিৎসা পদ্ধতি”

Leave a Reply