মৃতজন্তু, শূকর, মূর্তি ও মদ বিক্রি করা হারাম
মদ বিক্রি করা হারাম >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১২. অধ্যায়ঃ মদ বিক্রি করা হারাম
১৩. অধ্যায়ঃ মদ, মৃতজন্তু, শূকর ও মূর্তি বিক্রি করা হারাম
১২. অধ্যায়ঃ মদ বিক্রি করা হারাম
৩৯৩৫. আবু সাঈদ খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] -কে মাদীনায় খুত্বা দিতে শুনেছি। তিনি বলেছেনঃ হে লোক সকল! আল্লাহ তাআলা মদের বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। হয়তো এ ব্যাপারে তিনি শীঘ্রই কোন সুস্পষ্ট নির্দেশ দান করবেন।সুতরাং কারো নিকট এর কিছু থাকলে সে যেন তা বিক্রি করে দেয় এবং কাজে লাগায়। রাবী বলেন, অল্প কয়েকদিন পরেই নবী [সাঃআঃ] বললেনঃ আল্লাহ তাআলা মদ হারাম করে দিয়েছেন। সুতরাং যার নিকট এ আয়াত পৌঁছবে এবং তার নিকট এর কিছু অবশিষ্ট থাকে, তবে সে যেন তা পান না করে এবং বিক্রি না করে। রাবী বলেন, তখন যাদের নিকট তা ছিল, তা নিয়ে তারা মাদীনার রাস্তায় নেমে আসলো এবং ঢেলে দিলো।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৮৯৮, ইসলামিক সেন্টার-৩৮৯৭]
৩৯৩৬. আবদুর রহমান ইবন ওয়ালাতা আস সাবাঈ মিসরী [রহমাতুল্লাহি আলাইহি] -এর সূত হইতে বর্ণীতঃ
তিনি আবদুল্লাহ ইবনি আব্বাস [রাদি.]-এর নিকট আঙ্গুরের রস সম্পর্কে জিজ্ঞেস করেন। ইবনি আব্বাস [রাদি.]বলেন, এক ব্যক্তি রসূলুল্লাহ [সাঃআঃ] -এর নিকট এক মশক মদ উপহার স্বরূপ নিয়ে আসে। রসূলুল্লাহ [সাঃআঃ] তাকে বললেনঃ তুমি কি জান না যে, আল্লাহ সেটা হারাম করে দিয়েছেন? সে বলিল, না। অতঃপর সে এক ব্যক্তির সাথে কানাকানি করিল। রসূলুল্লাহ [সাঃআঃ] সেই ব্যক্তিকে জিজ্ঞেস করিলেন, তুমি তাকে গোপনে কী বললে? সে বলিল, আমি তাকে এটা বিক্রি করার পরামর্শ দিয়েছি। এরপর তিনি বলিলেন, যিনি [আল্লাহ] এটা পান করা হারাম করিয়াছেন তিনি এর বিক্রিও হারাম করে দিয়েছেন। রাবী বলেন, এরপর সে মশ্কের মুখ খুলে দিল এবং তার মধ্যে যা কিছু ছিল সব পড়ে গেল।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৮৯৯, ইসলামিক সেন্টার-৩৮৯৮]
৩৯৩৭. আবদুল্লাহ ইবনি আব্বাস [রাদি.]-এর সূত্রে রসূলুল্লাহ [সাঃআঃ] হইতে বর্ণীতঃ
আবদুল্লাহ ইবনি আব্বাস [রাদি.]-এর সূত্রে রসূলুল্লাহ [সাঃআঃ] অনুরূপ বর্ণনা করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯০০, ইসলামিক সেন্টার-৩৮৯৯]
৩৯৩৮. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, সূরা আল-বাক্বারাহ্ -এর শেষের আয়াতগুলো লোকদের পড়ে শোনান। এরপর মদের বেচাকেনা নিষিদ্ধ করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯০১, ইসলামিক সেন্টার-৩৯০০]
৩৯৩৯. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, যখন সূরা আল-বাকারাহ্-র সুদ সম্পর্কীয় শেষের আয়াতগুলো নাযিল হল তখন রসূলুল্লাহ [সাঃআঃ] মাসজিদের দিকে বের হয়ে আসেন এবং মদের বেচাকেনা নিষিদ্ধ ঘোষণা করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯০২, ইসলামিক সেন্টার-৩৯০১]
১৩. অধ্যায়ঃ মদ, মৃতজন্তু, শূকর ও মূর্তি বিক্রি করা হারাম
৩৯৪০. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি রসূলুল্লাহ [সাঃআঃ] -কে মক্কা বিজয়ের বছরে মাক্কায় অবস্থানকালে বলিতে শুনেছেন, আল্লাহ ও তাহাঁর রসূল হারাম ঘোষণা করিয়াছেন মদ, মৃতজন্তু, শূকর ও মূর্তি বিক্রয় করা। তখন জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রসূল! মৃতজন্তুর চর্বি সম্পর্কে আপনি কী বলেন? কেননা এটা নৌকায় লাগানো হয়, চামড়ায় মালিশ করা হয় এবং মানুষ এর দ্বারা আগুন জ্বালায়। তখন রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ না, তা হারাম। অতঃপর রসূলুল্লাহ [সাঃআঃ] বলেন, আল্লাহ ইয়াহুদী জাতিকে তখনই ধ্বংস করিয়াছেন,যখন আল্লাহ তাদের মৃতের চর্বি হারাম করেন আর তারা তা গলিয়ে বিক্রি করেছে এবং তার মূল্য খেয়েছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯০৩, ইসলামিক সেন্টার-৩৯০২]
৩৯৪১. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] -কে মক্কা বিজয়ের বছরে লাইসের হাদীসের অনুরূপ বলিতে শুনেছি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯০৪, ইসলামিক সেন্টার-৩৯০৩]
৩৯৪২. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, উমর [রাদি.]-এর নিকট এ খবর এলো যে, সামুরা [রাদি.] মদ বিক্রি করিয়াছেন। তখন তিনি বলিলেন, আল্লাহ সামুরার ধ্বংস করুন। সে-কি জানে না যে, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ আল্লাহ ইয়াহুদী জাতির উপর অভিশাপ দিয়েছেন। তাদের উপর চর্বি হারাম করা হয়েছিল। এরপর তারা তা গলিয়ে বিক্রি করে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯০৫, ইসলামিক সেন্টার-৩৯০৪]
৩৯৪৩. আমর ইবনি দীনার [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
আমর ইবনি দীনার [রহমাতুল্লাহি আলাইহি] হইতে উক্ত সানাদে উল্লিখিত রূপ বর্ণিত।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯০৬, ইসলামিক সেন্টার-৩৯০৫]
৩৯৪৪. আবু হুরাইরাহ্ [রাদি.] সূত্রে রসূলুল্লাহ [সাঃআঃ] হইতে বর্ণীতঃ
তিনি বলেনঃ আল্লাহ ইয়াহুদীদের ধ্বংস করে দিন। তিনি তাদের উপর চর্বি হারাম করিয়াছেন, তারপর তারা তা বিক্রি করে মূল্য ভক্ষণ করেছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯০৭, ইসলামিক সেন্টার-৩৯০৬]
৩৯৪৫. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ আল্লাহ ইয়াহুদী জাতিকে ধ্বংস করুন। তাদের উপর চর্বি হারাম করা হয়েছে, তারপর তারা তা বিক্রি করে তার মূল্য ভক্ষণ করেছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯০৮, ইসলামিক সেন্টার-৩৯০৭]
Leave a Reply