মদ পানকারী লোক যদি তাওবাহ না করে তবে শাস্তিস্বরূপ …

মদ পানকারী লোক যদি তাওবাহ না করে তবে শাস্তিস্বরূপ আখিরাতে

মদ পানকারী লোক যদি তাওবাহ না করে তবে শাস্তিস্বরূপ আখিরাতে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৮. অধ্যায়ঃ মদ পানকারী লোক যদি তাওবাহ না করে তবে শাস্তিস্বরূপ আখিরাতে তাকে মদ হইতে বিরত রাখা হইবে

৫১১৭. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে লোক পৃথিবীতে মদ পান করিবে, পরকালে তাকে তা থেকে বঞ্চিত থাকিবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫০৫২, ইসলামিক সেন্টার- ৫০৬২]

৫১১৮. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, যে লোক দুনিয়াতে মদ পান করিবে এবং তাওবাহ্‌ করিবে না পরকালে তাকে তা থেকে বঞ্চিত করা হইবে। তাকে তা পান করিতে দেয়া হইবে না। মালিক [রহমাতুল্লাহি আলাইহি]-কে বলা হলো- হাদীসটি কি রাসূলুল্লাহ [সাঃআঃ] থেকে? তিনি জবাবে বলিলেন, হ্যাঁ।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫০৫৩, ইসলামিক সেন্টার- ৫০৬৩]

৫১১৯. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে লোক পৃথিবীতে মদ পান করিবে, পরকালে সে তা পান করিতে পারবে না। তবে যদি তাওবাহ্‌ করে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫০৫৪, ইসলামিক সেন্টার- ৫০৬৪]

৫১২০. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ

ইবনি উমর [রাদি.] এর সানাদে নবী সাঃআঃ হইতে উবাইদুল্লাহ [রহমাতুল্লাহি আলাইহি] এর হাদীসের হুবহু বর্ণিত রহিয়াছে।

[ইসলামিক ফাউন্ডেশন ৫০৫৫, ইসলামিক সেন্টার ৫০৬৫]


Posted

in

by

Comments

Leave a Reply