মানুষ বা অন্য কিছু থেকে ভয় পেলে দোআ পড়বে

মানুষ বা অন্য কিছু থেকে ভয় পেলে দোআ পড়বে

মানুষ বা অন্য কিছু থেকে ভয় পেলে দোআ পড়বে?

১. আবূ মূসা আশ‘আরী রাঃআঃ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাঃআঃ যখন কোন শত্রুদলকে ভয় করিতেন তখন এই দো‘আ পড়তেন,

اَللهم إنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

‘‘আল্লাহুম্মা ইন্না নাজ‘আলুকা ফী নুহূরিহিম অনা‘ঊযু বিকা মিন শুরূরিহিম।’’ অর্থাৎ হে আল্লাহ! আমরা তোমাকে ওদের মুখোমুখি করছি এবং ওদের অনিষ্টকারিতা থেকে তোমার নিকট পানাহ চাচ্ছি।

আবূ দাউদ ১৫৩৭, আহমাদ ১৯২২০


Posted

in

by

Comments

Leave a Reply