বয়সে বড়কে আগে দেয়া
বয়সে বড়কে আগে দেয়া >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৫. অধ্যায়ঃ বয়সে বড়কে আগে দেয়া
৭৩৯৮ আবদুল্লাহ ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ স্বপ্নে দেখলাম, আমি মিস্ওয়াক করছি। তখন দুলোক এসে আমাকে টেনে ধরল। একজন বড় এবং অপরজন ছোট। তারপর তাদের ছোটজনকে আমি আমার মিস্ওয়াকটি দিতে উদ্যত হলাম। কিন্তু বলা হলো, বড়কে দাও। অতঃপর আমি বড়জনকে মিসওয়াকটি দিয়ে দিলাম।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭২৩৬, ইসলামিক সেন্টার- ৭২৯০]
Leave a Reply