বুলুগুল মারাম – বিবিধ প্রসঙ্গ – অধ্যায় আদব

বুলুগুল মারাম

বুলুগুল মারাম – বিবিধ প্রসঙ্গ >> বুলুগুল মারাম এর মুল সুচিপত্র দেখুন

অধ্যায় – ১ঃ আদব

১৪৩৭. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ এক মুসলিমের উপর অন্য মুসলিমের ৬ টি হাক্ব রয়েছে – ১. কারো সাথে সাক্ষাৎ হলে সালাম দেবে; ২. আমন্ত্রন করলে তা ক্ববূল করিবে; ৩. পরামর্শ চাইলে সৎ পরামর্শ দেবে; ৪. হাঁচি দিয়ে আল-হামদুলিল্লাহ পড়লে তার জবাব দেবে [ইয়ারহামুকাল্লাহ বলবে]। {১৫৪৭} ৫. পীড়িত হলে তার কাছে গিয়ে তার খবরাখবর নেবে; ৬. সে ইন্তিকাল করলে তার জানাযা সলাতে অংশগ্রহণ করিবে । {১৫৪৮}

{১৫৪৮} মুসলিম ২১৬২, বোখারী ১২৪০, তিরমিজি ২৭৩৭, নাসাঈ ১৯৩৮, আবু দাউদ ৫০৩০, ইবনি মাজাহ ১৪৩৫, আহম্মদ ২৭১৫৫ । বুলুগুল মারাম হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৪৩৮. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন ঃ [পার্থিব ব্যাপারে] তুমি তোমার চেয়ে দুর্বলের উপর দৃষ্টি রাখবে, কিন্তু যে ব্যক্তি তোমার চেয়ে উচুঁ তার উপর দৃষ্টি রাখবে না । এরূপ করলে তুমি আল্লাহ প্রদত্ত নিআমতের প্রতি অবহেলা ও তাচ্ছিল্য প্রকাশ করার অপরাধ হতে বেঁচে যাবে । {১৫৪৯}

{১৫৪৯} বোখারী এবং মুসলিমের বর্ণনায় রয়েছে, আবু হুরাইরাহ [রাদি.] হতে বর্ণিত । রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ [আরবী] তোমাদের কারো নজর যদি এমন লোকের উপর পড়ে, যাকে মাল-ধন ও দৈহিক গঠনে অধিক মর্যাদা দেয়া হয়েছে তবে সে যেন এমন লোকের দিকে নজর দেয়, যে তার চেয়ে নিম্ন স্তরে রয়েছে । বোখারী ৬৪৯০, মুসলিম ২৯৬৩, আহম্মদ ২৭৩৬৪, ৯৮৮৬ । বুলুগুল মারাম হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৪৩৯. নাওওয়াস ইবনি সামআন [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে নেকি ও পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তখন তিনি বলিলেন, নেকি হচ্ছে সুন্দর ব্যবহার, আর পাপ হচ্ছে যা তোমার অন্তরে খটকা জাগায়, আর মানুষ তা জেনে যাক এটা এটা তুমি পছন্দ কর না । {১৫৫০}

{১৫৫০} মুসলিম ২৫৫৩, ২৩৮৯ আহম্মদ ১৭১৭৯ দারিমী ২৭৮৯ । বুলুগুল মারাম হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৪৪০. আবদুল্লাহ ইবনি মাসঊদ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন ঃ কোথাও তোমরা তিনজনে থাকলে একজনকে বাদ দিয়ে দুজনে কানে-কানে কথা বলবে না যতক্ষণ না জনগনের সাথে মিশে যাও । এতে তার মনে দুঃখ হইবে । {১৫৫১}

{১৫৫১} বোখারী ৬২৯০, মুসলিম ২১৮৪, তিরমিজি ২৮২৫, আবু দাউদ ৪৮৫১, ইবনি মাজাহ ৩৭৭৫, আহম্মদ ৩৪৫০, দারিমী ২৬৫৭ । বুলুগুল মারাম হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৪৪১., ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, কোন লোক যেন কোন লোককে তার বসার স্থান হতে উঠিয়ে দিয়ে সেখানে না বসে । বরং তোমরা বসার ক্ষেত্রকে উন্মুক্ত ও সম্প্রসারিত কর । {১৫৫২}

{১৫৫২} বোখারী ৯১১, ৬২৬৯, মুসলিম ২১৭৭, তিরমিজি ২৭৪৯, ২৭৫০, আবু দাউদ ৪৮২৮, আহম্মদ ৪৬৪৫, ৪৬৫০, ৪৭২১, দারিমী ২৬৫৩ । বুলুগুল মারাম হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৪৪২. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন ঃ তোমাদের কেউ যখন আহার করে সে যেন তার হাত না মোছে, যতক্ষণ না সে চেটে খায় কিংবা অন্যের দ্বারা চাটিয়ে নেয় । {১৫৫৩}

{১৫৫৩} মুসলিম ৫৪৫৬, মুসলিম ২০৩১, আবু দাউদ ৩৮৪৭, ইবনি মাজাহ ৩২৬৯, আহম্মদ ২৭৭৭৩, দারিমী ২০২৬ । বুলুগুল মারাম হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৪৪৩. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন ঃ বয়োকনিষ্ঠ বয়োজ্যেষ্ঠকে, পদচারী উপবিষ্টকে এবং অল্প সংখ্যক অধিক সংখ্যককে সালাম দিবে । মুসলিমের অন্য বর্ণনায় আছে, আরোহী পদব্রজে যাওয়া ব্যক্তিকে সালাম দিবে । {১৫৫৪}

{১৫৫৪} বোখারী এবং মুসলিমের বর্ণনায় সম্পূর্ণ হাদিসটি হচ্ছে, পদব্রজে চলাচলকারী ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে এবং কমসংখ্যক লোক অধিকসংখ্যক লোকদের সালাম দেবে। বোখারী ৬২৩১, ৬২৩২, ৬২৩৪, তিরমিজি ২৭০৩, ২৭০৪, আবু দাউদ ৫১৯৮, আহম্মদ ২৭৩৭৯, ৮১১৩। বুলুগুল মারাম হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৪৪৪. আলী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, যাত্রীদের মধ্যে থেকে একজনের সালামের উত্তর দেয়া সকলের পক্ষ হতে যথেষ্ট হইবে । এর সমার্থক হাদিস থাকায় এটি হাসান । {১৫৫৫}

{১৫৫৫} আবু দাউদ ৫২১০। বহুসংখ্যক সূত্রের ভিত্তিতে হাদিসটি হাসান; তাওযিহুল আহকাম ৭/৩০১. বুলুগুল মারাম হাদিসের তাহকিকঃ অন্যান্য

১৪৪৫. আলী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, তোমরা ইয়াহূদী ও নাসারাদেরকে আগে সালাম দিবে না । আর যখন তোমরা তাহাদের সাথে রাস্তায় মিলবে তখন তাহাদেরকে রাস্তায় সংকীর্ণতম দিকে যেতে বাধ্য করিবে । {১৫৫৬}

{১৫৫৬} সহিহ তিরমিজি ১৬০২, সহীহুল জামে ৭২০৪। মুসলিম ২১৬৭। বুলুগুল মারাম হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৪৪৬. আলী [রাদি.] হইতে বর্ণীতঃ

নাবী [সাঃআঃ] বলেছেন ঃ যখন তোমাদের কোন ব্যক্তি হাঁচি দেয়, তখন সে যেন বলে

الْحَمْدُ لِلَّ

। আর তার মুসলিম ভাই যেন এর জবাবে বলে

يَرْحَمُكَ اللَّهُ

। আর যখন সে বলবে, তখন হাচিঁদাতা তাকে বলবেঃ {১৫৫৭}

 أَخْرَجَهُ الْبُخَارِيُّ

{১৫৫৭} বোখারী ৬২২৪, আবু দাউদ ৫০৩৩, আহম্মদ ৪৮১৭। বুলুগুল মারাম হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৪৪৭. আলী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কেউ যেন কখনও দাঁড়িয়ে [পানি] পান না করে। {১৫৫৮}

{১৫৫৮} মুসলিম ২০২৬, আহম্মদ ৮১৩৫। বুলুগুল মারাম হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৪৪৮. আলী [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যখন তোমাদের কেউ জুতা পরে তখন সে যেন ডান দিক থেকে শুরু করে, আর যখন খোলে তখন সে যেন বাম দিকে শুরু করে, যাতে পরার সময় উভয় পায়ের মধ্যে ডান পা প্রথমে হয় এবং খোলার সময় শেষে হয়। {১৫৫৯}

{১৫৫৯} বোখারী ৫৮৫৫, মুসলিম ২০৯৭, তিরমিজি ১৭৭৪, আবু দাউদ ৪১৩৬, ইবনি মাজাহ ৩৬১৭, আহম্মদ ৭৩০২, ৯২৭৩, ৯৪২২, মালেক ১৭০১। বুলুগুল মারাম হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৪৫০. আলী [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে। হয় দুপা-ই খোলা রাখবে অথবা দুপায়ে পরবে। {১৫৬১}

{১৫৬০} শাইখ সুমাইর আয যুহাইরী সম্পাদিত বুলগুল মারামে ভুলক্রমে হাদিসের ক্রমধারা লিখতে গিয়ে ১৪৪৮ এর পরে ১৪৫০ লেখা হয়েছে, যদিও হাদিসের ধারাবাহিকতা ঠিকই আছে, অর্থাৎ কোন হাদিস ছুটে যায়নি। {১৫৬১} বোখারী ৫৮৫৫, মুসলিম ২০৯৭, তিরমিজি ১৭৭৪, আবু দাউদ ৪১৩৬, ইবনি মাজাহ ৩৬১৭, আহম্মদ ৭৩০২, ৯২৭৩, ৯৪২২, মালেক ১৭০১। বুলুগুল মারাম হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৪৫১. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ আল্লাহ সে লোকের দিকে [দয়ার দৃষ্টিতে] দেখবেন না, যে অহংকারের সাথে তার [পরিধেয়] পোশাক টেনে চলে। {১৫৬২}

{১৫৬২} বোখারী ৩৪৮৫, ৩৬৬৫, ৫৭৮৩, ৫৭৮৪, ৫৭৯১, মুসলিম ২০৮৫, তিরমিজি ১৭৩০, ১৭৩১, নাসাঈ ৫৩২৭, ৫৩২৮, আবু দাউদ ৪০৮৫, ইবনি মাজাহ ৩৫৬৯, আহম্মদ ৪৪৭৫, ৪৫৫৩, মালেক ১৬৯৬, ১৬৯৮। বুলুগুল মারাম হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৪৫২. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কেউ যখন খাবে তখন সে যেন ডান হাতে খায় আর যখন পান করিবে তখন ডান হাতে পাত্র ধরে পান করিবে। কেননা, শাইত্বান বাম হাতে খায় ও বাম হাতে পান করে। {১৫৬৩}

{১৫৬৩} মুসলিম ২০২০, তিরমিজি ১৭৯৯, ১৮০০, আবু দাউদ ৩৭৭৬, আহম্মদ ৪৫২৩, ৪৮৭১, মালেক ১৭১২, দারিমী ২০৩০। বুলুগুল মারাম হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

১৪৫৩. আমর ইবনি শুআইব [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি তাহাঁর পিতা হতে, তিনি তাহাঁর দাদা হতে বর্ণনা করেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ ব্যয়বাহুল্য ও অহংকার হতে দূর থেকে- খাও, পান কর, পর এবং সাদাক্বাহ কর। {১৫৬৪}

{১৫৬৪} আহম্মদ ৬৬৯৫, ৬৭০৮। বুলুগুল মারাম হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস


by

Comments

One response to “বুলুগুল মারাম – বিবিধ প্রসঙ্গ – অধ্যায় আদব”

Leave a Reply