আবু বকর (রাদি.)-এর মুক্ত কৃতদাস বিলাল ইবনু রাবাহ (রাদি.)-এর মর্যাদা।
আবু বকর (রাদি.)-এর মুক্ত কৃতদাস বিলাল ইবনু রাবাহ (রাদি.)-এর মর্যাদা। >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন
৬২/২৩. অধ্যায়ঃ আবু বকর (রাদি.)-এর মুক্ত কৃতদাস বিলাল ইবনু রাবাহ (রাদি.)-এর মর্যাদা।
নাবী (সাঃআঃ) বলেন, জান্নাতে আমার অগ্রভাগে তোমার পাদুকার শব্দ শুনিয়াছি।
৩৭৫৪
জাবির ইবনু আবদুল্লাহ (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, উমার (রাদি.) বলিতেন, আবু বকর (রাদি.) আমাদের নেতা আর তিনি মুক্ত করিয়াছেন আমাদের একজন নেতাকে অর্থাৎ বিলাল (রাদি.)।
(আঃপ্রঃ ৩৪৭১, ইঃফাঃ ৩৪৭৯)
৩৭৫৫
কায়েস (রহমাতুল্লাহি আলাইহি) হইতে বর্ণিতঃ
বিলাল (রাদি.) আবু বকর (রাদি.)-কে বলিলেন, আপনি যদি আপনার স্বীয় কাজের জন্য আমাকে কিনে থাকেন তাহলে আপনার খিদমতেই আমাকে নিয়োজিত রাখুন। আর যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের কামনায় আমাকে কিনে থাকেন, তবে আমাকে আল্লাহ তাআলার ইবাদাত করার সুযোগ দান করুন!
(আঃপ্রঃ ৩৪৭২, ইঃফাঃ ৩৪৮০)
Leave a Reply