লুলু ওয়াল মারজান – বিবিধ অধ্যায় এর হাদিস
লুলু ওয়াল মারজান – বিবিধ অধ্যায় এর হাদিস , এই পর্বের হাদীস =৪ টি (১-৪) >> আল লুলু ওয়াল মারজান এর মুল সুচিপত্র দেখুন
পর্ব-০ঃ বিবিধ
পরিচ্ছদঃ আল্লাহর রসূল সাঃআঃ এর প্রতি মিথ্যারোপের প্রতি কঠোর হুশিয়ারী
১. আলী [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী সাঃআঃ বলেছেনঃ তোমরা আমার উপর মিথ্যারোপ করো না। কারণ আমার উপর যে মিথ্যারোপ করিবে সে জাহা্ন্নামে যাবে।
[বোখারী পর্ব ৩ঃ /৩৮ হাঃ ১০৬, মুসলিম মুকাদ্দামাহ, দ্বিতীয় অধ্যায়, হাঃ ২] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
২. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেনঃ এ কথাটি তোমাদের নিকট বহু হাদীস বর্ণনা করিতে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় যে, নাবী সাঃআঃ বলেছেনঃ যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।
[বোখারী পর্ব ৩ঃ /৩৮ হাঃ ১০৮, মুসলিম মুকাদ্দামাহ হাঃ ৩] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
৩. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিতঃ
নাবী সাঃআঃ বলেছেনঃ আমার নামে তোমরা নাম রেখ; কিন্তু আমার উপনামে [কুনিয়াতে] তোমরা নাম রেখ না। আর যে আমাকে স্বপ্নে দেখে সে ঠিক আমাকেই দেখে। কারণ শয়তান আমার আকৃতির ন্যায় আকৃতি ধারণ করিতে পারে না। যে ইচ্ছে করে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার আসন বানিয়ে নেয়।
[বোখারী পর্ব ৩ঃ /৩৮ হাঃ ১১০, মুসলিম মুকাদ্দামাহ, দ্বিতীয় অধ্যায়, হাঃ ৪] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
৪. মুগীরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নাবী সাঃআঃ কে বলিতে শুনিয়াছি যে, আমার প্রতি মিথ্যারোপ করা অন্য কারো প্রতি মিথ্যারোপ করার মত নয়। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নেয়।
[বোখারী পর্ব ২৩ঃ /৩৪ হাঃ ১২৯১, মুসলিম ১১/৯, হাঃ ৯৩৩] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
Leave a Reply