বিবাহের শর্তাবলী পূর্ণকরণ

বিবাহের শর্তাবলী পূর্ণকরণ

বিবাহের শর্তাবলী পূর্ণকরণ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৮. অধ্যায়ঃ বিবাহের শর্তাবলী পূর্ণকরণ

৩৩৬৩. উক্ববাহ ইবনি আমির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ “সর্বাধিক গুরুত্বপূর্ণ শর্ত যা অবশ্যই পূরণ করিতে হইবে- তা হচ্ছে সে শর্ত যার মাধ্যমে তোমরা [স্ত্রীদের] লজ্জাস্থান বৈধ করে নিয়েছো।”

হাদীসের মূল পাঠে উদ্ধৃত শব্দাবলী আবু বাক্‌র ও ইবনিল মুসান্নার বর্ণনা থেকে গৃহীত। তবে ইবনিল মুসান্নার বর্ণনায় “শর্তাবলী” উল্লেখ আছে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩৩৭, ইসলামিক সেন্টার- ৩৩৩৬]


Posted

in

by

Comments

One response to “বিবাহের শর্তাবলী পূর্ণকরণ”

Leave a Reply