দারুল হার্বে [ বিধর্মী শত্রু রাজ্য] গনীমত হিসেবে প্রাপ্ত খাদ্যদ্রব্য
দারুল হার্বে [ বিধর্মী শত্রু রাজ্য] গনীমত হিসেবে প্রাপ্ত খাদ্যদ্রব্য >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৫. অধ্যায়ঃ দারুল হার্বে [ বিধর্মী শত্রু রাজ্য] গনীমত হিসেবে প্রাপ্ত খাদ্যদ্রব্য খাওয়া জায়িয
৪৪৯৬. আবদুল্লাহ ইবনি মুগাফ্ফাল [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি খাইবার যুদ্ধের সময় চর্বি ভর্তি একটি চামড়ার থলে পেলাম। আমি তা তুলে নিলাম এবং বললাম, এর থেকে আমি কাউকে কিছু দেব না। তিনি বলিলেন, আমি হঠাৎ পিছন ফিরে রসূলুল্লাহ [সাঃআঃ]–কে দেখিতে পেলাম, [আমার কথা শুনে] তিনি মৃদু হাসছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৪৫৩, ইসলামিক সেন্টার- ৪৪৫৫]
৪৪৯৭. আবদুল্লাহ ইবনি মুগাফ্ফাল [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, খাইবার যুদ্ধের সময় আমাদের দিকে কে যেন একটি থলে নিক্ষেপ করিল, তাতে খাদ্য ও চর্বি ভর্তি ছিল। আমি তা তুলে নেয়ার জন্য ঝাঁপিয়ে পড়লাম। পিছন ফিরে হঠাৎ রসূলুল্লাহ [সাঃআঃ]-কে দেখিতে পেলাম। আমি তাঁকে দেখে লজ্জিত হলাম।
[ ইসলামিক ফাউন্ডেশন- ৪৪৫৪, ইসলামিক সেন্টার- ৪৪৫৬]
৪৪৯৮. মুহাম্মাদ ইবনি মুসান্না [রহমাতুল্লাহি আলাইহি] হইতে একই সূত্র হইতে বর্ণীতঃ
কিন্তু তিনি [আরবী] [চর্বির থলে] কথাটি বলেন এবং [আরবী] [খাদ্যের] কথা উল্লেখ করেননি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৪৫৫, ইসলামিক সেন্টার- ৪৪৫৭]
Leave a Reply