বিছানার চাদর ব্যবহার করা বৈধ ও মাকরূহ

বিছানার চাদর ব্যবহার করা বৈধ ও মাকরূহ

বিছানার চাদর ব্যবহার করা বৈধ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৭. অধ্যায়ঃ বিছানার চাদর ব্যবহার করা বৈধ
৮. অধ্যায়ঃ প্রয়োজনের বেশি বিছানা, পোশাক ইত্যাদি [ব্যবহার করা] মাকরূহ

৭. অধ্যায়ঃ বিছানার চাদর ব্যবহার করা বৈধ

৫৩৪২. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি বিবাহ করলে আমাকে রসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেন তুমি কি বিছানার শাল প্রস্তুত করেছ? আমি বললাম, আমার বিছানার শাল পাব কোথায়? তিনি বলিলেন, শীঘ্রই এর ব্যবস্থা হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৭৫, ইসলামিক সেন্টার- ৫২৮৮]

৫৩৪৩. জাবির ইবনি আব্দুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি যখন বিবাহ করলাম, তখন রসূলুল্লাহ [সাঃআঃ] আমাকে বল্লেনঃ তুমি কি বিছানার চাদর প্রস্তত করেছ? আমি বললাম, আমরা বিছানার চাদর পাব কোথায়? তিনি বলিলেন, অচিরেই এর ব্যবস্থা হইবে।

জাবির [রাদি.] বলেন, আমার সহধর্মিণীর নিকট একটি বিছানার শাল ছিল। আমি বললাম, তুমি এটিকে আমার কাছ থেকে সরিয়ে ফেল। সে বলিল, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ অচিরেই এর ব্যবস্থা হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৭৬, ইসলামিক সেন্টার- ৫২৮৯]

৫৩৪৪. সুফ্ইয়ান [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

উপরোল্লিখিত সূত্রে বর্ণিত আছে। তবে তিনি … …. কথাটি অতিরিক্ত করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৭৬, ইসলামিক সেন্টার- ৫২৯০]

৮. অধ্যায়ঃ প্রয়োজনের বেশি বিছানা , পোশাক ইত্যাদি [ব্যবহার করা] মাকরূহ

৫৩৪৫. জাবির ইবনিআবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] তাঁকে বলেছেন, একটি শয্যা পুরুষের, দ্বিতীয় শয্যা তার স্ত্রীর, তৃতীয়টি অতিথির জন্য আর চতুর্থটি [যদি প্রয়োজনাতিরিক্ত হয়] শাইতানের জন্য।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৭৭, ইসলামিক সেন্টার- ৫২৯১]

Comments

Leave a Reply