রসূলুল্লাহ [সাঃ] এর বিছানা । চামড়ার বিছানায় নিদ্রা যেতেন

রসূলুল্লাহ [সাঃ] এর বিছানা

রসূলুল্লাহ [সাঃ] এর বিছানা , এই অধ্যায়ে হাদীস ১ টি ( ২৫৩-২৫৩ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন

অধ্যায়-৪৬ঃ রাসূলুল্লাহ (সাঃ) এর বিছানা

১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) আঁশভর্তি চামড়ার বিছানায় নিদ্রা যেতেন

২৫৩. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূল (সাঃআঃ) যে বিছানায় নিদ্রা যেতেন, তা ছিল চামড়ার। এর ভেতরে খেজুর গাছের আঁশ ভরা থাকত।{১}

{১} সহিহ বোখারী, হাদিস নং/৬৪৫৬; সহিহ মুসলিম, হাদিস নং/৫৫৬৮; ইবনি মাজাহ, হাদিস নং/৪১৫১ বায়হাকী, হাদিস নং/১৩০৯৫; শারহুস সুন্নাহ, হাদিস নং/৩১২২; শুআবুল ঈমান, হাদিস নং/৫৮৭৮; সহিহ তারগীব ওয়াত তারহীব, হাদিস নং/৩২৮৬। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

Comments

One response to “রসূলুল্লাহ [সাঃ] এর বিছানা । চামড়ার বিছানায় নিদ্রা যেতেন”

Leave a Reply