প্রবাসে ও আবাসে বন্ধক রাখা বৈধ
প্রবাসে ও আবাসে বন্ধক রাখা বৈধ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৪. অধ্যায়ঃ প্রবাসে ও আবাসে বন্ধক রাখা বৈধ
৪০০৬. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] এক ইয়াহূদীর থেকে বাকীতে কিছু খাদ্য বস্তু ক্রয় করেন। অতঃপর তাহাঁর বর্মটি বন্ধক হিসেবে তাকে প্রদান করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৬৯, ইসলামিক সেন্টার-৩৯৬৮]
৪০০৭. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিত। হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] জনৈক ইয়াহূদী থেকে কিছু খাদ্য সামগ্রী খরিদ করেন এবং তাহাঁর লৌহ বর্মটি তার কাছে বন্ধক রাখেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৭০, ইসলামিক সেন্টার-৩৯৬৯]
৪০০৮. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] একদা এক ইয়াহূদীর কাছ থেকে নির্ধারিত সময়ের শর্তে কিছু খাদ্য সামগ্রী খরিদ করেন এবং স্বীয় লৌহ বর্ম তার কাছে বন্ধক রাখেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৭১, ইসলামিক সেন্টার-৩৯৭০]
৪০০৯. আয়িশাহ্ [রাদি.] সূত্রে নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ
হুবহু বর্ণনা করেন। তবে তাতে লোহার ব্যাপারে উল্লেখ নেই।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৭২, ইসলামিক সেন্টার-৩৯৭১]
Leave a Reply