ফিতরা দেয়ার নিয়ম
ফিতরা দেয়ার নিয়ম >> মিশকাতুল মাসাবীহ এর মুল সুচিপত্র দেখুন
পর্বঃ ৬, অধ্যায়ঃ ২
অধ্যায়ঃ ২. প্রথম অনুচ্ছেদ
অধ্যায়ঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ
অধ্যায়ঃ ২. তৃতীয় অনুচ্ছেদ
অধ্যায়ঃ ২. প্রথম অনুচ্ছেদ
১৮১৫. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসুলুল্লাহ [সাঃআঃ] মুসলিমদের প্রত্যেক গোলাম,আযাদ,পুরুষ,নারী,ছোট-বড় সকলের জন্য এক সা খেজুর অথবা এক সা যব সদাক্বায়ে ফিত্বর ফারয্ করে দেয়েছেন। এ সদাক্বায়ে ফিত্বর ঈদুল ফিত্বরের সলাতে বের হবার আগেই আদায় করিতে হুকুম দিয়েছেন।
[বোখারী,মুসলিম] {১}, {১} সহীহ : বোখারী ১৫০৩, মুসলিম ৯৮৪, নাসায়ী ২৫০৪, ইবনি হিব্বান ৩৩০৩, দারাকুত্বনী ২০৭২, শারহুস ১৫৯৪, ইরওয়া ৩/৮৪২ । ফিতরা দেয়ার নিয়ম -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
১৮১৬. আবু সাঈদ আল খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন আমরা {রসুলুল্লাহ [সাঃআঃ] এর সময়} খাবার জিনিসের এক সা অথবা এক সা যব অথবা খেজুর অথবা এক সা পনির অথবা এক সা আঙ্গুর “সদাক্বায়ে ফিত্র” আদায় করতাম।
[বোখারী, মুসলিম] {১},{১} সহীহ : বোখারী ১৫০৬, মুসলিম ৯৮৫, মুয়াত্ত্বা মালিক ৯৯০, মুসনাদ আশ্ শাফিঈ ৬৭৯, দারিমী ১৭০৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৬৯৮, শারহুস্ সুন্নাহ্ ১৫৯৫। ফিতরা দেয়ার নিয়ম -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
অধ্যায়ঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ
১৮১৭. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
একবার তিনি রমাযানের শেষ দিকে লোকদের উদ্দেশ্যে বললেন, তোমরা তোমাদের সিয়ামের সদাক্বাহ্ দাও। রাসূলুল্লাহ [সাঃআঃ] তোমাদের প্রত্যেক মুসলিম, স্বাধীন-অধীন, গোলাম-বাঁদী, পুরুষ-মহিলা, ছোট-বড় সকলের পক্ষে এক সা খেজুর ও যব অথবা এক সা-এর অর্ধেক গম সদাক্বাতুল ফিত্বর ফার্য করে দিয়েছেন।
[আবু দাউদ, নাসায়ী] {১}, {১} সানাদটি জইফ কিন্তু এর মারফূ সূত্রটি সহীহ : আবু দাউদ ১৬২২, নাসায়ী ২৫১৫। কারণটি এ সানাদটি মুনক্বত্বী, হাসান বসরী [রাহিমাহুল্লাহ] ইবনি আব্বাস [রাদি.]-এর সাক্ষাৎ না পাওয়ায়।এই হাদিসটির তাহকীকঃ অন্যান্য
১৮১৮. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] সওমকে অযথা কথা, খারাপ আলাপ-আলোচনা থেকে পবিত্র করার ও গরীব মিসকীনকে খাদ্যবস্তু দেবার উদ্দেশ্যে সদাক্বায়ে ফিত্বর ফার্য করে দিয়েছেন।
[আবু দাউদ] {১}, {১} হাসান : আবু দাউদ ১৬০৯, ইবনি মাজাহ ১৮২৭, দারাকুত্বনী ২০৬৭, মুসতাদরাক লিল হাকিম ১৪৮৮, ইরওয়া ৮৪৩, সহীহ আত তারগীব ১০৮৫, সহীহ আল জামি আস্ সগীর ৩৫৭০।এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
অধ্যায়ঃ ২. তৃতীয় অনুচ্ছেদ
১৮১৯.আমর ইবনি শুআয়ব হইতে বর্ণীতঃ
আম্র ইবনি শুআয়ব তার পিতা ও তার দাদা পরম্পরায় বর্ণিত। নবী [সাঃআঃ] [একবার] মাক্কায় অলি-গলিতে ঘোষণা করিয়ে দিলেন, জেনে রেখ, প্রত্যেক মুসলিম নারী-পুরুষ, আযাদ-গোলাম, ছোট-বড়, সকলের ওপর দু মুদ গম বা এছাড়া অন্য কিছু বা এক সা খাবার সদাক্বায়ে ফিত্র দেয়া বাধ্যতামূলক।
[তিরমিজি] {১}, {১} যঈফুল ইসনাদ : আত তিরমিজি ৬৭৪। কারণ এর সানাদে ইবনি জুরায়জ একজন মুদাল্লিস রাবী। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
১৮২০.আবদুল্লাহ ইবনি সালাবাহ্ অথবা সালাবাহ্ ইবনি আবদুল্লাহ ইবনি আবু সুআয়র তার পিতা হইতে বর্ণীতঃ
রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ এক সাগম প্রত্যেক দু ব্যক্তির পক্ষ হইতে। ছোট কিংবা বড়, আযাদ গোলাম, পুরুষ অথবা নারী। তোমাদের মধ্যে যে ধনী তাকে আল্লাহ এর দ্বারা পবিত্র করিবেন। কিন্তু যে গরীব তাকে আল্লাহ ফেরত দেবেন, যা সে দিয়েছিল তার চেয়ে অধিক।
[আবু দাউদ] {১},{১} সহীহ লিগায়রিহী : আবু দাউদ ১৬১৯, আহমাদ ২৩৬৬২, দারাকুত্বনী ২১০৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৭০৯, সহীহ আত তারগীব ১০৮৬।এই হাদিসটির তাহকীকঃ সহীহ লিগাইরিহি
Leave a Reply